Ranbir Kapoor Alia Bhatt Wedding: রণবীর আলিয়ার বয়সের ব্যবধান জানেন? শুনলে চমকে উঠবেন...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Ranbir Kapoor Alia Bhatt Wedding: আলিয়ার বয়স ২৯৷ আর রণবীর ৩৯৷ তবে বিয়ে বা প্রেমে যে বয়স কোনও বাধা নয়, আরও একবার প্রমাণ করলেন তাঁরা৷
advertisement
১১ বছর বয়সে রণবীর কাপুরের সঙ্গে প্রথম দেখা হয় আলিয়া ভাটের। ২০১৩ সালে 'কফি উইথ করণ'-এর একটি পর্বে আলিয়া এই বিষয়ে বলেন যে ১১বছর বয়স থেকেই রণবীরকে পছন্দ তাঁর। তিনি রণবীরকে 'ব্ল্যাক' ছবির সেটে দেখেছিলেন যেখানে রণবীর সঞ্জয় লীলা বনসালির সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলেন। সেই সময় আলিয়া সঞ্জয় লীলা বানসালির ছবি ব্ল্যাক-এর অডিশন দিতে গিয়েছিলেন। এর পর আলিয়া বলেছিলেন, আমি যখন প্রথমবার রণবীরকে পর্দায় দেখেছিলাম, সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে বিয়ে করব!
advertisement
advertisement
advertisement
করণ জোহরের (Karan Johar) ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ (Student Of The Year) দিয়ে বলিউডে প্রবেশ তাঁর। ২০২২ সালে রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। সম্প্রতি কন্যাসন্তানের মা হন আলিয়া। আপাতত পরিবার এবং কাজ একসঙ্গে সামলাচ্ছেন তিনি। এই ছবিটি তাঁদের সন্তানের নাম ঘোষণার সময়ের ছবি৷ তাঁগের মেয়ের নাম রাহা৷