শ্রীদেবী, রেখা, রিনা রায়ের মতো এবার বড় পর্দায় 'নাগিন' শ্রদ্ধা কাপুর !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
১৯৭৬ সালে 'নাগিন, ১৯৯০ সালে 'শেষনাগ' এই দুটি ছবিতেই ইচ্ছাধারী নাগিন হয়েছিলেন রেখা।
নাগিন। এই শব্দটার বলিউডের কাছে এক অন্য মানে। নাগিন অর্থাৎ ইচ্ছাধারী নাগিন। যে নিজের ইচ্ছেমতো রূপ বদলাতে পারে। এমনকি মানুষকে ভালোবেসে সারাজীবন থেকে যায় ঘরে। এই কাহিনীর উপর নির্ভর করে বলিউডে বেশ কিছু ছবি তৈরি হয়েছে যার প্রায় সবকটির নাম 'নাগিন' বা তাঁর কাছাকাছি। এবার 'নাগিন' চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। photo source collected
advertisement
advertisement
advertisement
advertisement