মধ্যবিত্ত পরিবারকে শেষ করার জন্য ধন্যবাদ!সুশান্ত কাণ্ডে রিয়ার পরিবারের 'বেজ্জতি', মুখ খুললেন রিয়ার বাবা

Last Updated:
প্রথমে মেয়ে রিয়াকে কাঠগোড়ায় তোলা এবং তারপর সুশান্ত মৃত্যুতে মাদক যোগে তাঁর চব্বিশ বছরের ছেলে শৌভিককে গ্রেফতার করা হয়৷
1/6
•সুশান্ত মৃত্যু তদন্তে মাদক যোগে সম্প্রতি রিয়া চক্রবর্তীর ভাই শোভিককে গ্রেফতার করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB)। শোভিকের (Showik Chakraborty) পাশাপাশি এনসিবি সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাসহ প্রায় ৪০ জনকে গ্রেফতার করেছে। এ ছাড়া এনসিবি রিয়া চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করে।
•সুশান্ত মৃত্যু তদন্তে মাদক যোগে সম্প্রতি রিয়া চক্রবর্তীর ভাই শোভিককে গ্রেফতার করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB)। শোভিকের (Showik Chakraborty) পাশাপাশি এনসিবি সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাসহ প্রায় ৪০ জনকে গ্রেফতার করেছে। এ ছাড়া এনসিবি রিয়া চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করে।
advertisement
2/6
•সুশান্ত মামলায় মাদক যোগ নিয়ে অনুসন্ধান শুরু করে এনসিবি শনিবার শৌভিক, স্যামুয়েল মিরান্ডা, অভিযুক্ত মাদক ব্যবসায়ী জাইদ ভিলাত্রা ও কাইজান ইব্রাহিমকে আদালতে হাজির করেছে। যার পর আদালত শৌভিক ও মিরান্ডাকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসিবির হেফাজতে পাঠানো হয়েছে।
•সুশান্ত মামলায় মাদক যোগ নিয়ে অনুসন্ধান শুরু করে এনসিবি শনিবার শৌভিক, স্যামুয়েল মিরান্ডা, অভিযুক্ত মাদক ব্যবসায়ী জাইদ ভিলাত্রা ও কাইজান ইব্রাহিমকে আদালতে হাজির করেছে। যার পর আদালত শৌভিক ও মিরান্ডাকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসিবির হেফাজতে পাঠানো হয়েছে।
advertisement
3/6
•ছেলের গ্রেফতারির পর রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী মুখ খোলেন৷ প্রথমে মেয়ে রিয়াকে কাঠগোড়ায় তোলা এবং তারপর সুশান্ত মৃত্যুতে মাদক যোগে তাঁর চব্বিশ বছরের ছেলে শৌভিককে গ্রেফতার করা হয়৷
•ছেলের গ্রেফতারির পর রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী মুখ খোলেন৷ প্রথমে মেয়ে রিয়াকে কাঠগোড়ায় তোলা এবং তারপর সুশান্ত মৃত্যুতে মাদক যোগে তাঁর চব্বিশ বছরের ছেলে শৌভিককে গ্রেফতার করা হয়৷
advertisement
4/6
•এই নিয়ে ইন্দ্রজিৎ চক্রবর্তী বলেন- 'কংগ্রাচুলেশন ইন্ডিয়া! আমার ছেলে গ্রেফতার হয়েছে। আমি নিশ্চিত যে আমার মেয়েও গ্রেফতার হবে৷ ওর নম্বর এর পরেই রয়েছে৷ তারপরে কী হবে কেউ জানে না। ন্যায়বিচারের নামে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারকে শেষ করা হচ্ছে। জয় হিন্দ। 'সুশান্তের বাবার দায়ের করা অভিযোগ অনুযায়ী রিয়া, শৌভিকের পাশাপাশি তাদের বাবা ইন্দ্রজিৎ বাবুও এই মামলায় অভিযুক্ত৷
•এই নিয়ে ইন্দ্রজিৎ চক্রবর্তী বলেন- 'কংগ্রাচুলেশন ইন্ডিয়া! আমার ছেলে গ্রেফতার হয়েছে। আমি নিশ্চিত যে আমার মেয়েও গ্রেফতার হবে৷ ওর নম্বর এর পরেই রয়েছে৷ তারপরে কী হবে কেউ জানে না। ন্যায়বিচারের নামে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারকে শেষ করা হচ্ছে। জয় হিন্দ। 'সুশান্তের বাবার দায়ের করা অভিযোগ অনুযায়ী রিয়া, শৌভিকের পাশাপাশি তাদের বাবা ইন্দ্রজিৎ বাবুও এই মামলায় অভিযুক্ত৷
advertisement
5/6
•সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় রবিবার, এনসিবি অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। জানা গিয়েছে যে, এনসিবি রিয়া চক্রবর্তী এবং তার ভাই শৌভিককে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে৷ কারণ রিয়া ও শৌভিকের মধ্যেও মাদকের বিষয়ে আলোচনার প্রমাণ মিলেছে৷ এই সবের মধ্যে তাই রিয়া চক্রবর্তীর গ্রেফতার হওয়া যেন সময়ের অপেক্ষা বলেই মনে করছে অনেকে৷
•সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় রবিবার, এনসিবি অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। জানা গিয়েছে যে, এনসিবি রিয়া চক্রবর্তী এবং তার ভাই শৌভিককে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে৷ কারণ রিয়া ও শৌভিকের মধ্যেও মাদকের বিষয়ে আলোচনার প্রমাণ মিলেছে৷ এই সবের মধ্যে তাই রিয়া চক্রবর্তীর গ্রেফতার হওয়া যেন সময়ের অপেক্ষা বলেই মনে করছে অনেকে৷
advertisement
6/6
•শুক্রবার রাত দশটা নাগাদ মাদক আইনে শৌভিক চক্রবর্তী এবং সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করে। এর আগে এনসিবি রিয়া এবং স্যামুয়েল মিরান্ডার বাড়িও তল্লাশি করেছিল। তাৎপর্যপূর্ণ বিষয়, সুশান্ত সিংহ মৃত্যু মামলায় ড্রাগের বিষয় উঠে আসতেই তদন্ত শুরু করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB)। সুশান্ত মামলার তৃতীয় তদন্তকারী সংস্থা হল এনসিবি। এ ছাড়াও মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি।
•শুক্রবার রাত দশটা নাগাদ মাদক আইনে শৌভিক চক্রবর্তী এবং সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করে। এর আগে এনসিবি রিয়া এবং স্যামুয়েল মিরান্ডার বাড়িও তল্লাশি করেছিল। তাৎপর্যপূর্ণ বিষয়, সুশান্ত সিংহ মৃত্যু মামলায় ড্রাগের বিষয় উঠে আসতেই তদন্ত শুরু করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB)। সুশান্ত মামলার তৃতীয় তদন্তকারী সংস্থা হল এনসিবি। এ ছাড়াও মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি।
advertisement
advertisement
advertisement