Dalljiet Kaur: টেকেনি প্রথম বিয়ে, চলত শারীরিক অত্যাচার! দ্বিতীয় সংসারও কি ভাঙছে এই নায়িকার? দিলেন ইঙ্গিত

Last Updated:
Dalljiet Kaur: নিখিল পটেলের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দলজিৎ৷ তবে বিয়ের বছর ঘোরার আগেই ছন্দপতন৷ সংসারে নাকি ভাঙন ধরছে অভিনেত্রীর, এবার নিজেই সেই ইঙ্গিত দিলেন অভিনেত্রী৷
1/5
বিনোদন জগতে একের পর এক ভাঙনের খবর৷ হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী দলজিৎ কৌর এবার শিরোনামে৷ ২০২৩ সালের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন অভিনেত্রী৷
বিনোদন জগতে একের পর এক ভাঙনের খবর৷ হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী দলজিৎ কৌর এবার শিরোনামে৷ ২০২৩ সালের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন অভিনেত্রী৷
advertisement
2/5
গত বছর মার্চে কেনিয়ার খ্যাতনামা ব্যবসায়ী নিখিল পটেলের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দলজিৎ৷ তবে বিয়ের বছর ঘোরার আগেই ছন্দপতন৷ সংসারে নাকি ভাঙন ধরছে অভিনেত্রীর, এবার নিজেই সেই ইঙ্গিত দিলেন অভিনেত্রী৷
গত বছর মার্চে কেনিয়ার খ্যাতনামা ব্যবসায়ী নিখিল পটেলের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দলজিৎ৷ তবে বিয়ের বছর ঘোরার আগেই ছন্দপতন৷ সংসারে নাকি ভাঙন ধরছে অভিনেত্রীর, এবার নিজেই সেই ইঙ্গিত দিলেন অভিনেত্রী৷
advertisement
3/5
বিয়ের পর ছেলেকে নিয়ে মুম্বইকে নিয়ে কেনিয়া চলে যান অভিনেত্রী৷ বিয়ের পরপরই সোশ্যাল মিডিয়ায় নিজের কৌর পদবীর পাশে পটেল পদবীও জুড়ে গেন৷ তবে আচমকাই স্বামী পটেল-এর পদবী সরিয়ে দেন৷ শুধু তাই নয়, স্বামী নিখিলের সমস্ত ছবি মুছে ফেলেন দলজিৎ৷
বিয়ের পর ছেলেকে নিয়ে মুম্বইকে নিয়ে কেনিয়া চলে যান অভিনেত্রী৷ বিয়ের পরপরই সোশ্যাল মিডিয়ায় নিজের কৌর পদবীর পাশে পটেল পদবীও জুড়ে গেন৷ তবে আচমকাই স্বামী পটেল-এর পদবী সরিয়ে দেন৷ শুধু তাই নয়, স্বামী নিখিলের সমস্ত ছবি মুছে ফেলেন দলজিৎ৷
advertisement
4/5
সম্প্রতি আচমকাই দেশে ফিরে আসেন নায়িরা৷ তারপর থেকে জল্পনা আরও বাড়ছে৷ তবে দিলজিতের পর স্বামী নিখিলও তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বিয়ের সমস্ত ছবি সরিয়ে ফেলেন। প্রথম বিবাহবার্ষিকী আগে বিচ্ছেদের জল্পনা আরও বাড়ছে৷ তবে পুরো বিষয়টা নিয়ে স্পিকটি নট দু'জনেই৷
সম্প্রতি আচমকাই দেশে ফিরে আসেন নায়িরা৷ তারপর থেকে জল্পনা আরও বাড়ছে৷ তবে দিলজিতের পর স্বামী নিখিলও তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বিয়ের সমস্ত ছবি সরিয়ে ফেলেন। প্রথম বিবাহবার্ষিকী আগে বিচ্ছেদের জল্পনা আরও বাড়ছে৷ তবে পুরো বিষয়টা নিয়ে স্পিকটি নট দু'জনেই৷
advertisement
5/5
'ইস পেয়ার কো ক্যায় নাম দু'-সিরিয়াল সহ একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন দলজিৎ৷ ২০০৯ সালে বিগ বস-এর প্রাক্তন প্রতিযোগী ও অভিনেতা শালিন ভানোতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দলজিৎ৷ কিন্তু সেই বিয়েও টেকেনি৷ শারীরিক ও মানসিক অত্যাচারেরও অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী৷ শেষে ২০১৪ সালে আইনি পথেই ডিভোর্স হয় তাঁদের৷
'ইস পেয়ার কো ক্যায় নাম দু'-সিরিয়াল সহ একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন দলজিৎ৷ ২০০৯ সালে বিগ বস-এর প্রাক্তন প্রতিযোগী ও অভিনেতা শালিন ভানোতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দলজিৎ৷ কিন্তু সেই বিয়েও টেকেনি৷ শারীরিক ও মানসিক অত্যাচারেরও অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী৷ শেষে ২০১৪ সালে আইনি পথেই ডিভোর্স হয় তাঁদের৷
advertisement
advertisement
advertisement