Rupam Islam: ফসিলস ঝড়ে 'তোলপাড়' মধ্যমগ্রাম, বছর ঘুরতেই কষ্ট ঘুচল ভক্তদের, এবার কী করলেন রূপম?

Last Updated:
Rupam Islam: মঞ্চে উঠে একের পর এক রূপম ইসলামের গানে মুগ্ধ হন শ্রোতারা। তরুণ প্রজন্মের আবেগে যেন এক বছর আগের রূপম ইসলামের ফসিলসের প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার কষ্ট ঘুচিয়ে দিল এদিন।
1/6
এক বছর আগে চরম বিশৃঙ্খলার কারণে মধ্যমগ্রামে বন্ধ করা হয়েছিল রূপম ইসলামের ফসিলস-এর অনুষ্ঠান। আবারও নতুন বছরের শুরুতেই মধ্যমগ্রামে ফসিলস ঝড়ে মাতল রূপম ভক্তরা।
এক বছর আগে চরম বিশৃঙ্খলার কারণে মধ্যমগ্রামে বন্ধ করা হয়েছিল রূপম ইসলামের ফসিলস-এর অনুষ্ঠান। আবারও নতুন বছরের শুরুতেই মধ্যমগ্রামে ফসিলস ঝড়ে মাতল রূপম ভক্তরা।
advertisement
2/6
মধ্যমগ্রাম পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের মেঠোপারা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েসন ক্লাবের ১৬-তম বার্ষিক অনুষ্ঠানে এদিন সঙ্গীত পরিবেশন করতে আসেন রুপম ইসলাম-সহ ফসিলস ব্যান্ড।
মধ্যমগ্রাম পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের মেঠোপারা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েসন ক্লাবের ১৬-তম বার্ষিক অনুষ্ঠানে এদিন সঙ্গীত পরিবেশন করতে আসেন রুপম ইসলাম-সহ ফসিলস ব্যান্ড।
advertisement
3/6
রূপমের মঞ্চে উঠতে বেশ কিছুটা দেরি হলেও, সমর্থকদের ভিড় সন্ধ্যে থেকেই জমতে শুরু করেছিল ক্লাব ময়দানে। কারণটা অবশ্য রুপম ইসলাম ও তার গান। দূর-দূরান্ত থেকে মানুষের ভিড়ে কানায় কানায় ভরে ওঠে গোটা মাঠ।
রূপমের মঞ্চে উঠতে বেশ কিছুটা দেরি হলেও, সমর্থকদের ভিড় সন্ধ্যে থেকেই জমতে শুরু করেছিল ক্লাব ময়দানে। কারণটা অবশ্য রুপম ইসলাম ও তার গান। দূর-দূরান্ত থেকে মানুষের ভিড়ে কানায় কানায় ভরে ওঠে গোটা মাঠ।
advertisement
4/6
যদিও তার মাঝেই মঞ্চ থেকে স্থানীয় জনপ্রতিনিধি সুকান্ত মন্ডলকে দর্শনার্থীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, "যারা পিছন থেকে ঢিল মারছেন, তারা এসব কাজ করবেন না। প্রশাসন আছে ধরে ফেলা হবে।"
যদিও তার মাঝেই মঞ্চ থেকে স্থানীয় জনপ্রতিনিধি সুকান্ত মন্ডলকে দর্শনার্থীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, "যারা পিছন থেকে ঢিল মারছেন, তারা এসব কাজ করবেন না। প্রশাসন আছে ধরে ফেলা হবে।"
advertisement
5/6
অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে, এদিন রুপম দর্শনের এই ব্যাপক ভিড়ে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগাম প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন ক্লাব কর্তৃপক্ষ। সেই অনুযায়ী এদিন রুপম ইসলাম ও ফসিলস-এর অনুষ্ঠান উপলক্ষে বাড়তি প্রায় ৫০০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। এছাড়াও ক্লাবের তরফ থেকে প্রায় ১০০ জন বাউন্সার রাখা হয়েছিল বলে জানানো হয়।
অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে, এদিন রুপম দর্শনের এই ব্যাপক ভিড়ে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগাম প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন ক্লাব কর্তৃপক্ষ। সেই অনুযায়ী এদিন রুপম ইসলাম ও ফসিলস-এর অনুষ্ঠান উপলক্ষে বাড়তি প্রায় ৫০০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। এছাড়াও ক্লাবের তরফ থেকে প্রায় ১০০ জন বাউন্সার রাখা হয়েছিল বলে জানানো হয়।
advertisement
6/6
মঞ্চে উঠে একের পর এক রূপম ইসলামের গানে মুগ্ধ হন শ্রোতারা। তরুণ প্রজন্মের আবেগে যেন এক বছর আগের রূপম ইসলামের ফসিলসের প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার কষ্ট ঘুচিয়ে দিল এদিন।
মঞ্চে উঠে একের পর এক রূপম ইসলামের গানে মুগ্ধ হন শ্রোতারা। তরুণ প্রজন্মের আবেগে যেন এক বছর আগের রূপম ইসলামের ফসিলসের প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার কষ্ট ঘুচিয়ে দিল এদিন।
advertisement
advertisement
advertisement