Rupam Islam: ফসিলস ঝড়ে 'তোলপাড়' মধ্যমগ্রাম, বছর ঘুরতেই কষ্ট ঘুচল ভক্তদের, এবার কী করলেন রূপম?
- Reported by:Rudra Narayan Roy
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Rupam Islam: মঞ্চে উঠে একের পর এক রূপম ইসলামের গানে মুগ্ধ হন শ্রোতারা। তরুণ প্রজন্মের আবেগে যেন এক বছর আগের রূপম ইসলামের ফসিলসের প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার কষ্ট ঘুচিয়ে দিল এদিন।
advertisement
advertisement
advertisement
advertisement
অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে, এদিন রুপম দর্শনের এই ব্যাপক ভিড়ে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগাম প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন ক্লাব কর্তৃপক্ষ। সেই অনুযায়ী এদিন রুপম ইসলাম ও ফসিলস-এর অনুষ্ঠান উপলক্ষে বাড়তি প্রায় ৫০০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। এছাড়াও ক্লাবের তরফ থেকে প্রায় ১০০ জন বাউন্সার রাখা হয়েছিল বলে জানানো হয়।
advertisement









