অমিতাভ বচ্চন। বলিউডের বেতাজ বাদশা যদি কেউ থেকে থাকেন তবে সেটা বিগবি। কিছুদিন আগে করোনা থেকে সেরে উঠে আবার কাজ শুরু করেছেন তিনি। চলছে কেবিসি-র কাজ। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অমিতাভের এই ছবিটি। photo source collected
advertisement
2/5
এই ছবিটিতে যে বাচ্চাটি আছে, তিনি আসলে কে? কি তাঁর পরিচয়? অভিষেক বা চেনা মুখ তো নয়! photo source collected
advertisement
3/5
ছবিতে যার কাঁধে অমিতাভ হাত রেখে দাঁড়িয়ে আছেন তিনি আদনান স্বামী। ১৯৮২ সালে অমিতাভ দুবাইতে গিয়েছিলেন। সেখানেই তোলা এই ছবি। photo source collected
advertisement
4/5
আদনান নিজের ইনস্টাতে এই ছবি শেয়ার করেছেন। এই ছবিতে আদনান ও তাঁর ভাই জুনেইদ আছেন। আদনান লিখেছেন, "কে জানত, পরে আমি ওঁর সঙ্গেই কাজ করব!" photo source collected
advertisement
5/5
২০০২ সালে অমিতাভ ও আদনান স্বামীর একটি মিউজিক ভিডিও তুমুল হিট হয়েছিল, 'কাভি নেয়ি' গানটি আজও জনপ্রিয়। photo source collected