Adnan Sami: স্ত্রীর অশ্লীল ভিডিও বানিয়েছেন আদনান! দাদার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জুনেদের

Last Updated:
Adnan Sami: জুনেদ দাবি করেন, আদনান তাঁর দ্বিতীয় স্ত্রী সাবাহ গলদারির অশ্লীল ভিডিও তৈরি করেছিলেন। শুধু তাই নয়, সেই আপত্তিকর ভিডিও নাকি আদালতেও পেশ করেন আদনান।
1/8
বিতর্কের সঙ্গে তাঁর সম্পর্ক নতুন নয়। আরও একবার শিরোনামে উঠে এলেন আদনান সামি। গায়ককে নিয়ে বিস্ফোরক তাঁর ভাই জুনেদ সামি। ফেসবুকে এক সুদীর্ঘ পোস্টে দাদা আদনানের বিরুদ্ধে অভিযোগের খতিয়ান পেশ করেছেন তিনি।
বিতর্কের সঙ্গে তাঁর সম্পর্ক নতুন নয়। আরও একবার শিরোনামে উঠে এলেন আদনান সামি। গায়ককে নিয়ে বিস্ফোরক তাঁর ভাই জুনেদ সামি। ফেসবুকে এক সুদীর্ঘ পোস্টে দাদা আদনানের বিরুদ্ধে অভিযোগের খতিয়ান পেশ করেছেন তিনি।
advertisement
2/8
আদনানকে মিথ্যাবাদী তকমা দিয়ে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন জুনেদ। পোস্টটি পরে মুছে দিলেও থেমে থাকেনি চর্চা।
আদনানকে মিথ্যাবাদী তকমা দিয়ে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন জুনেদ। পোস্টটি পরে মুছে দিলেও থেমে থাকেনি চর্চা।
advertisement
3/8
সেই পোস্টে জুনেদ দাবি করেন, আদনান তাঁর দ্বিতীয় স্ত্রী সাবাহ গলদারির অশ্লী ভিডিও তৈরি করেছিলেন। শুধু তাই নয়, সেই আপত্তিকর ভিডিও নাকি আদালতেও পেশ করেন আদনান।
সেই পোস্টে জুনেদ দাবি করেন, আদনান তাঁর দ্বিতীয় স্ত্রী সাবাহ গলদারির অশ্লী ভিডিও তৈরি করেছিলেন। শুধু তাই নয়, সেই আপত্তিকর ভিডিও নাকি আদালতেও পেশ করেন আদনান।
advertisement
4/8
জুনেদ মনে করেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠ মুহূর্ত থাকতেই পারে। কিন্তু কোনও দ্বিধা ছাড়াই তা জনসমক্ষে আনেন আদনান।
জুনেদ মনে করেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠ মুহূর্ত থাকতেই পারে। কিন্তু কোনও দ্বিধা ছাড়াই তা জনসমক্ষে আনেন আদনান।
advertisement
5/8
আদালতে আদনান দাবি করেন, স্ত্রীর সেই অশ্লীল ভিডিও তিনি তৈরি করেননি। বরং সেটি তৈরি করেছেন তাঁর স্ত্রীয়ের প্রাক্তন প্রেমিক।
আদালতে আদনান দাবি করেন, স্ত্রীর সেই অশ্লীল ভিডিও তিনি তৈরি করেননি। বরং সেটি তৈরি করেছেন তাঁর স্ত্রীয়ের প্রাক্তন প্রেমিক।
advertisement
6/8
সেই পোস্টে জুনেদ জানান, আদনানের এই কথা শুনে আদালতেই অজ্ঞান হয়ে যান সাবাহ। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর রোয়া ফারাবিকে বিয়ে করেন আদনান। তাঁদের একটি কন্যাসন্তানও আছে।
সেই পোস্টে জুনেদ জানান, আদনানের এই কথা শুনে আদালতেই অজ্ঞান হয়ে যান সাবাহ। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর রোয়া ফারাবিকে বিয়ে করেন আদনান। তাঁদের একটি কন্যাসন্তানও আছে।
advertisement
7/8
এখানেই শেষ নয়। জুনেদ জানান, ইংল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি আদনান। পরবর্তীতে লাহোর থেকে নাকি পড়াশোনা শেষ করেন গায়ক।
এখানেই শেষ নয়। জুনেদ জানান, ইংল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি আদনান। পরবর্তীতে লাহোর থেকে নাকি পড়াশোনা শেষ করেন গায়ক।
advertisement
8/8
নিজের জন্মস্থান নিয়েও নাকি মিথ্যা বলে বেড়ান আদনান। জুনেদের দাবি, গায়ক আসলে জন্মেছেন রাওয়ালপিন্ডিতে। কিন্তু তিনি সকলকে বলেন, তাঁর জন্ম ইংল্যান্ডে।
নিজের জন্মস্থান নিয়েও নাকি মিথ্যা বলে বেড়ান আদনান। জুনেদের দাবি, গায়ক আসলে জন্মেছেন রাওয়ালপিন্ডিতে। কিন্তু তিনি সকলকে বলেন, তাঁর জন্ম ইংল্যান্ডে।
advertisement
advertisement
advertisement