প্রেক্ষাগৃহের অন্দরেই অনুরাগীর অশ্লীল আচরণ! ভয়ে-আতঙ্কে চিৎকার করে উঠেছিলেন অভিনেত্রী, সব কিছু দেখে মেজাজ হারালেন ছবির নায়কও

Last Updated:
১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ‘সত্যম শিবম সুন্দরম’-এর (Satyam Shivam Sundaram) স্ক্রিনিংয়ে এক বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছিলেন জিনাত আমন (Zeenat Aman)। আসলে এক ভক্ত অত্যন্ত রূঢ় আচরণ করেছিলেন অভিনেত্রীর সঙ্গে।
1/6
নিজের কেরিয়ারের গোড়ার দিকে ছোট্ট ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জিনাত আমন। তবে দেব আনন্দ এবং আলাওয়া মুমতাজের ছবি ‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবির হাত ধরে খ্যাতির শিখরে উঠে এসেছিলেন। কিন্তু ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ‘সত্যম শিবম সুন্দরম’-এর স্ক্রিনিংয়ে এক বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছিলেন জিনাত আমন। আসলে এক ভক্ত অত্যন্ত রূঢ় আচরণ করেছিলেন অভিনেত্রীর সঙ্গে। (Photo: Movies N Memories/X)
নিজের কেরিয়ারের গোড়ার দিকে ছোট্ট ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জিনাত আমন। তবে দেব আনন্দ এবং আলাওয়া মুমতাজের ছবি ‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবির হাত ধরে খ্যাতির শিখরে উঠে এসেছিলেন। কিন্তু ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ‘সত্যম শিবম সুন্দরম’-এর স্ক্রিনিংয়ে এক বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছিলেন জিনাত আমন। আসলে এক ভক্ত অত্যন্ত রূঢ় আচরণ করেছিলেন অভিনেত্রীর সঙ্গে। (Photo: Movies N Memories/X)
advertisement
2/6
১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিতে অভিনয় করা জিনাতের জন্য একেবারেই সহজ ছিল না। কারণ এ নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। আসলে সেই সময় ছবির একটি গানকে কেন্দ্র করে ব্যাপক হইচই হয়েছিল। এমনকী সেই গানটি নিষিদ্ধ করার পর্যন্ত কথাবার্তা শুরু হয়েছিল। আর রূপা চরিত্রে অভিনয় করা কিন্তু আধুনিক সুন্দরী অভিনেত্রীদের পক্ষে খুব সহজ ছিল না। (Photo Courtesy: bombaybasanti/Instagram)
১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিতে অভিনয় করা জিনাতের জন্য একেবারেই সহজ ছিল না। কারণ এ নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। আসলে সেই সময় ছবির একটি গানকে কেন্দ্র করে ব্যাপক হইচই হয়েছিল। এমনকী সেই গানটি নিষিদ্ধ করার পর্যন্ত কথাবার্তা শুরু হয়েছিল। আর রূপা চরিত্রে অভিনয় করা কিন্তু আধুনিক সুন্দরী অভিনেত্রীদের পক্ষে খুব সহজ ছিল না। (Photo Courtesy: bombaybasanti/Instagram)
advertisement
3/6
তবে রাজ কাপুর কখনওই চাননি যে, জিনাত এই ছবিতে রূপা চরিত্রে অভিনয় করুন। কারণ রূপা চরিত্রের জন্য তাঁর আধুনিক লুক একেবারেই উপযুক্ত ছিল না। কিন্তু অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন যে, সুপারহিট অভিনেত্রী হওয়া সত্ত্বেও রাজ তাঁকে ছবিটিকে নিচ্ছিলেন না। কিন্তু পরে তিনি রূপা সেজে রাজ কাপুরের বাড়ি গিয়ে তাঁর মন জয় করে নিয়েছিলেন। এরপরেই ছবিতে রূপা চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য সুযোগ পান অভিনেত্রী। (Photo: X)
তবে রাজ কাপুর কখনওই চাননি যে, জিনাত এই ছবিতে রূপা চরিত্রে অভিনয় করুন। কারণ রূপা চরিত্রের জন্য তাঁর আধুনিক লুক একেবারেই উপযুক্ত ছিল না। কিন্তু অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন যে, সুপারহিট অভিনেত্রী হওয়া সত্ত্বেও রাজ তাঁকে ছবিটিকে নিচ্ছিলেন না। কিন্তু পরে তিনি রূপা সেজে রাজ কাপুরের বাড়ি গিয়ে তাঁর মন জয় করে নিয়েছিলেন। এরপরেই ছবিতে রূপা চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য সুযোগ পান অভিনেত্রী। (Photo: X)
advertisement
4/6
ছবির স্ক্রিনিংয়ের সময় ভক্তদের অভব্যতা: জিনাত আমন এবং শশী কাপুর অভিনীত ‘সত্যম শিবম সুন্দরম’ মুক্তি পাওয়ার পর দিল্লির কনট প্লেসের বিখ্যাত সিনেমা হল রিগ্যালে এর স্ক্রিনিং চলছিল। প্রবল ভিড় জমেছিল সেখানে। আর সেই সময় শশী এবং জিনাত যখন ঘটনাস্থলে উপস্থিত হন, তখন তাঁদের উপর পুষ্প বর্ষণ করতে শুরু করেন অনুরাগীরা। কানায় কানায় পূর্ণ ছিল সেই হল। প্রত্যেকেই আসলে খুব কাছ থেকে অভিনেত্রীকে একবার চাক্ষুষ করতে চাইছিলেন। সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এই প্রবল ভিড়ের মাঝেই কোনও এক পুরুষ ভক্ত জিনাতকে চিমটি কাটেন। আর এহেন পরিস্থিতিতে অত্যন্ত বিরক্ত হন অভিনেত্রী। নোংরা অভব্য আচরণকারী ব্যক্তিকে ঠাহর করার চেষ্টা করেন তিনি। যদিও প্রবল ভিড়ের চাপে তা পারেননি। (Photo: bombaybasanti/Instagram)
ছবির স্ক্রিনিংয়ের সময় ভক্তদের অভব্যতা: জিনাত আমন এবং শশী কাপুর অভিনীত ‘সত্যম শিবম সুন্দরম’ মুক্তি পাওয়ার পর দিল্লির কনট প্লেসের বিখ্যাত সিনেমা হল রিগ্যালে এর স্ক্রিনিং চলছিল। প্রবল ভিড় জমেছিল সেখানে। আর সেই সময় শশী এবং জিনাত যখন ঘটনাস্থলে উপস্থিত হন, তখন তাঁদের উপর পুষ্প বর্ষণ করতে শুরু করেন অনুরাগীরা। কানায় কানায় পূর্ণ ছিল সেই হল। প্রত্যেকেই আসলে খুব কাছ থেকে অভিনেত্রীকে একবার চাক্ষুষ করতে চাইছিলেন। সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এই প্রবল ভিড়ের মাঝেই কোনও এক পুরুষ ভক্ত জিনাতকে চিমটি কাটেন। আর এহেন পরিস্থিতিতে অত্যন্ত বিরক্ত হন অভিনেত্রী। নোংরা অভব্য আচরণকারী ব্যক্তিকে ঠাহর করার চেষ্টা করেন তিনি। যদিও প্রবল ভিড়ের চাপে তা পারেননি। (Photo: bombaybasanti/Instagram)
advertisement
5/6
এদিকে সেই সময় হতভম্ব হয়ে গেলেও চিৎকার করে উঠেছিলেন জিনাত। আর কিছু হয়েছে আন্দাজ করে বেজায় রেগে গিয়েছিলেন শশী কাপুর। চিৎকার করে ভিড়ের উদ্দেশ্যে অভিনেতা বলেছিলেন যে, “সাবধান! নাহলে আমরা কিন্তু সোজা এখান থেকে বেরিয়ে যাব।” (Photo Courtesy: Movies N Memories/X)
এদিকে সেই সময় হতভম্ব হয়ে গেলেও চিৎকার করে উঠেছিলেন জিনাত। আর কিছু হয়েছে আন্দাজ করে বেজায় রেগে গিয়েছিলেন শশী কাপুর। চিৎকার করে ভিড়ের উদ্দেশ্যে অভিনেতা বলেছিলেন যে, “সাবধান! নাহলে আমরা কিন্তু সোজা এখান থেকে বেরিয়ে যাব।” (Photo Courtesy: Movies N Memories/X)
advertisement
6/6
হেমা মালিনীই প্রথম পছন্দ: এই ছবির জন্য রাজ কাপুরের প্রথম পছন্দ ছিলেন ড্রিম গার্ল হেমা মালিনী। কিন্তু ভয় পেয়ে কাউকে কিছু না বলে স্টুডিও থেকে পালিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। যদিও পুরো বিষয়টাই বুঝতে পেরেছিলেন রাজ কাপুর। ফলে ছবির জন্য অন্য নায়িকার সন্ধান শুরু করেন তিনি। নানা কিছু ভেবে চরিত্রটির অফার দেন জিনাত আমনকে। আর রূপা চরিত্রটি পর্দায় জীবন্ত করে তুলে প্রচুর প্রশংসা পেয়েছিলেন তিনি। (File Photo)
হেমা মালিনীই প্রথম পছন্দ: এই ছবির জন্য রাজ কাপুরের প্রথম পছন্দ ছিলেন ড্রিম গার্ল হেমা মালিনী। কিন্তু ভয় পেয়ে কাউকে কিছু না বলে স্টুডিও থেকে পালিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। যদিও পুরো বিষয়টাই বুঝতে পেরেছিলেন রাজ কাপুর। ফলে ছবির জন্য অন্য নায়িকার সন্ধান শুরু করেন তিনি। নানা কিছু ভেবে চরিত্রটির অফার দেন জিনাত আমনকে। আর রূপা চরিত্রটি পর্দায় জীবন্ত করে তুলে প্রচুর প্রশংসা পেয়েছিলেন তিনি। (File Photo)
advertisement
advertisement
advertisement