শ্রাবন্তীর বিয়ে, প্রাক্তন স্বামী কৃষ্ণণ ব্রজ নিজেকে ব্যস্ত রাখলেন এই কাজে

Last Updated:
1/8
 ♦ ২০১৭ সালের ১০ জুলাই মুম্বইয়ের সুপার মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসেছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷
♦ ২০১৭ সালের ১০ জুলাই মুম্বইয়ের সুপার মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসেছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷
advertisement
2/8
♦ বছরখানেকের প্রেম ৷ বাগদানের পর বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন দু’জন ৷ মহা সমারোহে বিয়েটাও হয়েছিল ৷ তবে শেষ পর্যন্ত সেই বিয়ে টেকেনি ৷
♦ বছরখানেকের প্রেম ৷ বাগদানের পর বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন দু’জন ৷ মহা সমারোহে বিয়েটাও হয়েছিল ৷ তবে শেষ পর্যন্ত সেই বিয়ে টেকেনি ৷
advertisement
3/8
 ♦ বিয়ের ৮৫ দিনের মাথায় তাঁদের ডিভোর্স হয়ে যায় ৷ তবে কী কারণে তাঁদের সম্পর্ক ভেঙে গেল, এ নিয়ে মুখ খুলতে চায়নি কেউ-ই ৷
♦ বিয়ের ৮৫ দিনের মাথায় তাঁদের ডিভোর্স হয়ে যায় ৷ তবে কী কারণে তাঁদের সম্পর্ক ভেঙে গেল, এ নিয়ে মুখ খুলতে চায়নি কেউ-ই ৷
advertisement
4/8
♦ আবার শ্রাবন্তী জীবনে এসেছে নতুন প্রেম ৷ আর সেই প্রেম নাকি পরিণতি পেতে চলেছে আজই ৷ চণ্ডীগড়ে রোশন সিংয়ের দেশের বাড়িতে হতে চলেছে সেই অনুষ্ঠান ৷ তবে এ নিয়ে চরম নিস্তব্ধতা বজায় রেখেছ দুই পরিবার ৷ গোটাটাই হচ্ছে চুপিসারে ৷
♦ আবার শ্রাবন্তী জীবনে এসেছে নতুন প্রেম ৷ আর সেই প্রেম নাকি পরিণতি পেতে চলেছে আজই ৷ চণ্ডীগড়ে রোশন সিংয়ের দেশের বাড়িতে হতে চলেছে সেই অনুষ্ঠান ৷ তবে এ নিয়ে চরম নিস্তব্ধতা বজায় রেখেছ দুই পরিবার ৷ গোটাটাই হচ্ছে চুপিসারে ৷
advertisement
5/8
♦ নতুন সংসার শুরু করতে চলেছেন শ্রাব্নতী ৷ অন্যদিকে কৃষ্ণণের পরিস্থিতিটা এখন ঠিক কেমন ?
♦ নতুন সংসার শুরু করতে চলেছেন শ্রাব্নতী ৷ অন্যদিকে কৃষ্ণণের পরিস্থিতিটা এখন ঠিক কেমন ?
advertisement
6/8
♦ আসলে শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই কৃষ্ণণকে পুজো-অর্চনা করতে দেখা গিয়েছে ৷ অবশ্য তাঁর বাড়িতে প্রতিষ্ঠিত রয়েছেন গোপাল জিউ ৷ নিত্যসেবা চলে তাঁর ৷ সেই পুজোতেই ব্রতী থাকেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী ৷
♦ আসলে শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই কৃষ্ণণকে পুজো-অর্চনা করতে দেখা গিয়েছে ৷ অবশ্য তাঁর বাড়িতে প্রতিষ্ঠিত রয়েছেন গোপাল জিউ ৷ নিত্যসেবা চলে তাঁর ৷ সেই পুজোতেই ব্রতী থাকেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী ৷
advertisement
7/8
♦ চৈত্র নবরাত্রিতে দেবীর পুজোর ব্যবস্থা করেছিলেন কৃষ্ণণ ৷ বিরাট আয়োজন করা হয়েছিল ৷ আয়োজন ছিল জাগ্রাতারও ৷ সেখানে নিজে অংশ নিয়েছিলেন কৃষ্ণণ ৷ গত ১৭ এপ্রিলও সেই পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি ৷
♦ চৈত্র নবরাত্রিতে দেবীর পুজোর ব্যবস্থা করেছিলেন কৃষ্ণণ ৷ বিরাট আয়োজন করা হয়েছিল ৷ আয়োজন ছিল জাগ্রাতারও ৷ সেখানে নিজে অংশ নিয়েছিলেন কৃষ্ণণ ৷ গত ১৭ এপ্রিলও সেই পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি ৷
advertisement
8/8
 ♦ গঙ্গা থেকে মাথায় করে পুজোর জল আনা থেকে শুরু করেছিলেন পুজোর কাজ ৷ সবদিকেই বিশেষ নজর রেখেছিলেন কৃষ্ণণ ৷ সব কিছু ভুলতেই কী পুজো-অর্চনায় মন দিয়েছেন কৃষ্ণণ? প্রশ্নটা উঠছেই ৷
♦ গঙ্গা থেকে মাথায় করে পুজোর জল আনা থেকে শুরু করেছিলেন পুজোর কাজ ৷ সবদিকেই বিশেষ নজর রেখেছিলেন কৃষ্ণণ ৷ সব কিছু ভুলতেই কী পুজো-অর্চনায় মন দিয়েছেন কৃষ্ণণ? প্রশ্নটা উঠছেই ৷
advertisement
advertisement
advertisement