Actress Soundarya: বিমান দুর্ঘটনায় অভিনেত্রী সৌন্দর্যের মৃত্যুর ২২ বছর পার, অবশেষে খলনায়ক মোহন বাবুর বিরুদ্ধে দায়ের হল অভিযোগ!

Last Updated:
22 Years After Actress Soundarya's Death In Plane Crash: অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলায় মোহন বাবুর নামে একটি অভিযোগ জমা পড়েছে। আর তাতে দাবি করা হয়েছে, অভিনেত্রী সৌন্দর্যর মৃত্যুর সঙ্গে যোগ রয়েছে তাঁর। প্রসঙ্গত, সূর্যবংশম ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে রাধা চরিত্রে নজর কেড়েছিলেন এই দক্ষিণী অভিনেত্রী।
1/6
সাম্প্রতিক কালে পারিবারিক বিষয় নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি টলিউডের বর্ষীয়ান অভিনেতা মোহন বাবু। সম্প্রতি তিনি নিজের ছোট ছেলে মাঞ্চু মনোজের জন্য পুলিশি মামলায় জড়িয়ে পড়েছেন। তাতেও পিছু ছাড়ছে না বিপত্তি। এখন আবার এক ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলায় মোহন বাবুর নামে একটি অভিযোগ জমা পড়েছে। আর তাতে দাবি করা হয়েছে, অভিনেত্রী সৌন্দর্যর মৃত্যুর সঙ্গে যোগ রয়েছে তাঁর। প্রসঙ্গত, সূর্যবংশম ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে রাধা চরিত্রে নজর কেড়েছিলেন এই দক্ষিণী অভিনেত্রী। (News18 Hindi)
সাম্প্রতিক কালে পারিবারিক বিষয় নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি টলিউডের বর্ষীয়ান অভিনেতা মোহন বাবু। সম্প্রতি তিনি নিজের ছোট ছেলে মাঞ্চু মনোজের জন্য পুলিশি মামলায় জড়িয়ে পড়েছেন। তাতেও পিছু ছাড়ছে না বিপত্তি। এখন আবার এক ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলায় মোহন বাবুর নামে একটি অভিযোগ জমা পড়েছে। আর তাতে দাবি করা হয়েছে, অভিনেত্রী সৌন্দর্যর মৃত্যুর সঙ্গে যোগ রয়েছে তাঁর। প্রসঙ্গত, সূর্যবংশম ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে রাধা চরিত্রে নজর কেড়েছিলেন এই দক্ষিণী অভিনেত্রী। (News18 Hindi)
advertisement
2/6
কন্নড় সিনেমা জগতের একজন প্রতিভাময়ী অভিনেত্রী ছিলেন সৌন্দর্য। একাধিক দক্ষিণ ভারতীয় এবং হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তবে ২০০৪ সালের ১৭ এপ্রিল মাত্র ৩১ বছর বয়সে প্রাইভেট বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ভারতীয় জনতা পার্টি এবং তেলুগু দেশম পার্টির রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে করিমনগর যাচ্ছিলেন সৌন্দর্য। সেই সময়ই ভেঙে পড়ে বিমান। তাতে মৃত্যু হয়েছে সৌন্দর্য এবং তাঁর ভাইয়ের। আর সবথেকে মর্মান্তিক বিষয় হল, ঘটনার সময় অন্তঃসত্ত্বা ছিলেন সৌন্দর্য। এমনকী অভিনেত্রীর পরিবার তাঁর দেহ পর্যন্ত খুঁজে পায়নি।
কন্নড় সিনেমা জগতের একজন প্রতিভাময়ী অভিনেত্রী ছিলেন সৌন্দর্য। একাধিক দক্ষিণ ভারতীয় এবং হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তবে ২০০৪ সালের ১৭ এপ্রিল মাত্র ৩১ বছর বয়সে প্রাইভেট বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ভারতীয় জনতা পার্টি এবং তেলুগু দেশম পার্টির রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে করিমনগর যাচ্ছিলেন সৌন্দর্য। সেই সময়ই ভেঙে পড়ে বিমান। তাতে মৃত্যু হয়েছে সৌন্দর্য এবং তাঁর ভাইয়ের। আর সবথেকে মর্মান্তিক বিষয় হল, ঘটনার সময় অন্তঃসত্ত্বা ছিলেন সৌন্দর্য। এমনকী অভিনেত্রীর পরিবার তাঁর দেহ পর্যন্ত খুঁজে পায়নি।
advertisement
3/6
এই ঘটনার পর বাইশ বছর পরে News18 Kannada-র একটি প্রতিবেদনে একটি অভিযোগ তুলে ধরা হয়। তাতে দাবি করা হয়েছে যে, সৌন্দর্যের মৃত্যু আদতে দুর্ঘটনা ছিল না, বরং সেটা ছিল খুন। আর মোহন বাবুর সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিবাদ থেকেই এই ঘটনা ঘটেছিল বলে দাবি করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে যে, সামশাবাদের জলপল্লি গ্রামের ৬ একর জমি মোহন বাবুর কাছে বিক্রি করতে চাননি সৌন্দর্য এবং তাঁর ভাই অমরনাথ। যার জেরে বিবাদ তৈরি হয়েছিল।
এই ঘটনার পর বাইশ বছর পরে News18 Kannada-র একটি প্রতিবেদনে একটি অভিযোগ তুলে ধরা হয়। তাতে দাবি করা হয়েছে যে, সৌন্দর্যের মৃত্যু আদতে দুর্ঘটনা ছিল না, বরং সেটা ছিল খুন। আর মোহন বাবুর সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিবাদ থেকেই এই ঘটনা ঘটেছিল বলে দাবি করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে যে, সামশাবাদের জলপল্লি গ্রামের ৬ একর জমি মোহন বাবুর কাছে বিক্রি করতে চাননি সৌন্দর্য এবং তাঁর ভাই অমরনাথ। যার জেরে বিবাদ তৈরি হয়েছিল।
advertisement
4/6
News18 Kannada-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযোগকারী এ-ও অভিযোগ তুলেছেন যে, জমি বিক্রি করার জন্য দুই ভাইবোনকে ক্রমাগত চাপ দিচ্ছিলেন মোহন বাবু। এমনকী বিমান ভেঙে পড়ার পরে বেআইনি ভাবে সেই জমি দখল করে রেখেছিলেন অভিনেতা। যার কোনও চূড়ান্ত কারণ প্রতিষ্ঠা করা যায়নি।
News18 Kannada-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযোগকারী এ-ও অভিযোগ তুলেছেন যে, জমি বিক্রি করার জন্য দুই ভাইবোনকে ক্রমাগত চাপ দিচ্ছিলেন মোহন বাবু। এমনকী বিমান ভেঙে পড়ার পরে বেআইনি ভাবে সেই জমি দখল করে রেখেছিলেন অভিনেতা। যার কোনও চূড়ান্ত কারণ প্রতিষ্ঠা করা যায়নি।
advertisement
5/6
অভিযোগকারীর নাম চিট্টিমাল্লু। খাম্মাম এসিপি এবং খাম্মাম জেলা আধিকারিকের কাছে এ নিয়ে অভিযোগ করা হয়েছিল। সরকারের কাছে তিনি ওই জমি অধিগ্রহণের আর্জি জানিয়েছেন। তাঁর আরও আবেদন, অনাথাশ্রম, সেনা-পরিবার, পুলিশ অথবা সংবাদমাধ্যমের আধিকারিকদের মতো প্রতিষ্ঠানের কাজে লাগানো হোক ওই জমিকে। অভিযোগে মাঞ্চু পরিবারের মধ্যে চলমান বিরোধের কথাও উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর নাম চিট্টিমাল্লু। খাম্মাম এসিপি এবং খাম্মাম জেলা আধিকারিকের কাছে এ নিয়ে অভিযোগ করা হয়েছিল। সরকারের কাছে তিনি ওই জমি অধিগ্রহণের আর্জি জানিয়েছেন। তাঁর আরও আবেদন, অনাথাশ্রম, সেনা-পরিবার, পুলিশ অথবা সংবাদমাধ্যমের আধিকারিকদের মতো প্রতিষ্ঠানের কাজে লাগানো হোক ওই জমিকে। অভিযোগে মাঞ্চু পরিবারের মধ্যে চলমান বিরোধের কথাও উল্লেখ করা হয়েছে।
advertisement
6/6
মাঞ্চু মনোজের জন্য ন্যায়বিচার এবং জলপল্লির ছয় একরের একটি গেস্ট হাউস বাজেয়াপ্ত করার দাবি করা হয়েছে। এখানেই শেষ নয়, মোহন বাবুর কারণে নিজের জীবনের আশঙ্কা প্রকাশ করেছেন অভিযোগকারী। সেই সঙ্গে তিনি পুলিশি নিরাপত্তারও দাবি জানিয়েছেন।
মাঞ্চু মনোজের জন্য ন্যায়বিচার এবং জলপল্লির ছয় একরের একটি গেস্ট হাউস বাজেয়াপ্ত করার দাবি করা হয়েছে। এখানেই শেষ নয়, মোহন বাবুর কারণে নিজের জীবনের আশঙ্কা প্রকাশ করেছেন অভিযোগকারী। সেই সঙ্গে তিনি পুলিশি নিরাপত্তারও দাবি জানিয়েছেন।
advertisement
advertisement
advertisement