Actress Son Success: দক্ষিণী সিনেমার দাপুটে অভিনেত্রী, ছেলের পড়াশুনো-নাচেও নজর, ফার্স্ট হল সন্তান

Last Updated:
Actress Son Success: ছেলে স্কুলের পরীক্ষায় প্রথম হয়েছে, অভিনেত্রী মায়ের আনন্দ আর ধরে না
1/10
সন্তানের সাফল্য সকলেই ভালবাসেন, তা সে সাধারণ মা হোন বা সেলিব্রিটি সকলেরই আবেগ দারুণ হয়৷ এরকমই নিজের সন্তানকে নিয়ে আনন্দে মাতলেন দক্ষিণী অভিনেত্রী ৷ 
সন্তানের সাফল্য সকলেই ভালবাসেন, তা সে সাধারণ মা হোন বা সেলিব্রিটি সকলেরই আবেগ দারুণ হয়৷ এরকমই নিজের সন্তানকে নিয়ে আনন্দে মাতলেন দক্ষিণী অভিনেত্রী ৷ 
advertisement
2/10
মা যদি তার ছোঁওয়ায় সবকিছুই সোনালি করে দেন, তাহলে ছেলেও সেই আলোতে নিজেকে আলোকিত করে ফেলতে পারেন৷ 
মা যদি তার ছোঁওয়ায় সবকিছুই সোনালি করে দেন, তাহলে ছেলেও সেই আলোতে নিজেকে আলোকিত করে ফেলতে পারেন৷ 
advertisement
3/10
অভিনেত্রী নভ্যা নায়ারের ছেলে সাই কৃষ্ণ ঠিক তাঁর মায়ের মতো। নভ্যা নায়ার, যিনি তাঁর স্কুলের দিন থেকেই ভাল নৃত্যশিল্পী৷ তিনি  অভিনয়ের জগতে  পা রাখার পর সেখানেও নাম করতে সময় নেননি৷
অভিনেত্রী নভ্যা নায়ারের ছেলে সাই কৃষ্ণ ঠিক তাঁর মায়ের মতো। নভ্যা নায়ার, যিনি তাঁর স্কুলের দিন থেকেই ভাল নৃত্যশিল্পী৷ তিনি  অভিনয়ের জগতে  পা রাখার পর সেখানেও নাম করতে সময় নেননি৷
advertisement
4/10
নভ্যা নায়ারের ছেলে সাই কৃষ্ণ, এখন স্কুল ছাত্র, কৃতিত্বের ক্ষেত্রে তাঁর মায়ের নাম সুযোগ্য ভাবেই রাখছেন৷ মা যতই অভিনয় ও নাচ নিয়ে ব্যস্ত থাকুন না কেন লেখাপড়ার ক্ষেত্রে মায়ের নজর এখনও ছেলের দিকে।নভ্যার মনোযোগের ফল পেয়ে গেলেন হাতেনাতে৷
নভ্যা নায়ারের ছেলে সাই কৃষ্ণ, এখন স্কুল ছাত্র, কৃতিত্বের ক্ষেত্রে তাঁর মায়ের নাম সুযোগ্য ভাবেই রাখছেন৷ মা যতই অভিনয় ও নাচ নিয়ে ব্যস্ত থাকুন না কেন লেখাপড়ার ক্ষেত্রে মায়ের নজর এখনও ছেলের দিকে।নভ্যার মনোযোগের ফল পেয়ে গেলেন হাতেনাতে৷
advertisement
5/10
নভ্যা ছেলে সাইকে যেরকম পড়াশুনো করান ঠিক তেমনিই ছেলের মা চান না স্কুলে শুধু বইয়ের পোকা হিসেবে পরিচিত হোক ছেলে। সম্প্রতি, নভ্যার ছেলেও তার মায়ের নাচের স্কুল, মাতঙ্গীতে নাচ শিখছেন৷
নভ্যা ছেলে সাইকে যেরকম পড়াশুনো করান ঠিক তেমনিই ছেলের মা চান না স্কুলে শুধু বইয়ের পোকা হিসেবে পরিচিত হোক ছেলে। সম্প্রতি, নভ্যার ছেলেও তার মায়ের নাচের স্কুল, মাতঙ্গীতে নাচ শিখছেন৷
advertisement
6/10
একবার যখন অভিনেতা সুরেশ গোপী এবং দিলীপ সাই কৃষ্ণের স্কুলে অতিথি ছিলেন, তখন সাই নিজেই তাদের ব্যান্ডের প্রধান হিসাবে স্বাগত জানিয়েছিলেন। সাই পড়াশুনোর পাশাপাশি এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিতেও ভাল৷
একবার যখন অভিনেতা সুরেশ গোপী এবং দিলীপ সাই কৃষ্ণের স্কুলে অতিথি ছিলেন, তখন সাই নিজেই তাদের ব্যান্ডের প্রধান হিসাবে স্বাগত জানিয়েছিলেন। সাই পড়াশুনোর পাশাপাশি এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিতেও ভাল৷
advertisement
7/10
অভিনেত্রী নভ্যা নায়ার একটি ইনস্টাগ্রাম গল্পের আকারে তারঁ ছেলের  স্কুল ইউনিফর্ম পরা একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই তাঁর ছেলের ফার্স্ট হওয়ার সুখবর দিয়েছেন৷
অভিনেত্রী নভ্যা নায়ার একটি ইনস্টাগ্রাম গল্পের আকারে তারঁ ছেলের  স্কুল ইউনিফর্ম পরা একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই তাঁর ছেলের ফার্স্ট হওয়ার সুখবর দিয়েছেন৷
advertisement
8/10
এই স্মার্ট ছেলেটি ক্লাসে প্রথম হয়েছে। 'আমার ছেলে প্রথম সারিতে।’ নভ্যা তার ছেলেকে অভিনন্দন জানিয়ে বলে, "ভাল ছেলে, মা।"
এই স্মার্ট ছেলেটি ক্লাসে প্রথম হয়েছে। 'আমার ছেলে প্রথম সারিতে।’ নভ্যা তার ছেলেকে অভিনন্দন জানিয়ে বলে, "ভাল ছেলে, মা।"
advertisement
9/10
তাঁর ছেলে নাচবে বলে চমক হিসেবে রেখেছিলেন নভ্যা। এখনও পর্যন্ত নভ্যা কেবল এই তথ্য পোস্ট করেছিলেন যে সাই কৃষ্ণ পড়াশোনা এবং খেলাধুলায় ভাল, যেমনটি সবাই জানেন।
তাঁর ছেলে নাচবে বলে চমক হিসেবে রেখেছিলেন নভ্যা। এখনও পর্যন্ত নভ্যা কেবল এই তথ্য পোস্ট করেছিলেন যে সাই কৃষ্ণ পড়াশোনা এবং খেলাধুলায় ভাল, যেমনটি সবাই জানেন।
advertisement
10/10
স্কুলের বার্ষিকী দিবসে নভ্যা নায়ার তাঁর ছেলে সাই কৃষ্ণের পারফরম্যান্স দেখেন অনেক অতিথি অভ্যাগত৷
স্কুলের বার্ষিকী দিবসে নভ্যা নায়ার তাঁর ছেলে সাই কৃষ্ণের পারফরম্যান্স দেখেন অনেক অতিথি অভ্যাগত৷
advertisement
advertisement
advertisement