প্রেমিকা প্রমিতার জন্মদিন, বিরাট সারপ্রাইজ দিলেন প্রেমিক অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়। আজ অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে তার সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে একগুচ্ছ ছবি। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
2/ 12
*কেমন ভাবে কাটাচ্ছেন প্রমিতা তাঁর জন্মদিন? অভিনেত্রী তাঁর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করেন, সেই ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
3/ 12
*মিডনাইট সেলিব্রেশন দিয়ে শুরু হয়েছে অভিনেত্রীর জন্মদিন। মধ্যরাতেই কেক কাটা হয়েছে। প্রমিতার প্রেমিক তথা আইনি স্বামী রুদ্রজিতের সঙ্গে রাতে কেক কেটেছেন এবং সেই মুহূর্তের বেশ কিছু ছবি ধরা পড়েছে। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
4/ 12
*এ দিন রাতে কেক কাটার সময় তার পাশে ছিলেন পরিবারের সদস্যরাও।এ ছাড়া সকালে অভিনেতা রুদ্রজিৎ তার স্ত্রী প্রমিতাকে প্রতিবারের মতোই সারপ্রাইজ দিয়েছে। আর সেই সারপ্রাইজের মুগ্ধ প্রমিতা। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
5/ 12
*কি এমন সারপ্রাইজ দিলেন রুদ্রজিৎ? প্রমিতার জন্মদিন উপলক্ষে রুদ্রজিৎ বিশেষ আয়োজন করেছেন ক্লাব এরিস নামক একটি ক্লাবে। গোটা ক্লাব চত্বর সাজানো হয়েছে গোলাপি ও বেগুনি অজস্র বেলুনে। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
6/ 12
*এ দিন অজস্র ফটো তুলেছেন তাঁরা। দু'জনেই রঙ মিলিয়ে করে পোশাক পরেছিলেন পড়েছেন। প্রমিতার পরনে ছিল বেগুনি রংয়ের একটি শর্ট গাউন ও রুদ্রজিতের পরনে ছিল বেগুনি রঙের শার্ট ও সঙ্গে হালকা গোলাপি রঙের ব্লেজার ও প্যান্ট। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
7/ 12
*গোটা থিমের সঙ্গে মানানসই অসাধারণ কেক ছিল প্রমিতার হাতে। সবমিলিয়ে অভিনেত্রী এই দিনে তার স্বামীর দেওয়া এত সুন্দর একটা সারপ্রাইস পেয়ে আপ্লুত নায়িকা। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
8/ 12
*প্রসঙ্গত, ২০১১ সালে ইচ্ছে ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় পা রাখেন প্রমিতা। তারপর ২০১৩ সালে বধূবরণ, ২০১৭ সালে সাত ভাই চম্পা-তে অভিনয় করছেন। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
9/ 12
*২০২১ সালে ১৪ ফেব্রুয়ারি অভিনেতা রুদ্রজিতের সঙ্গে আইনি বিয়ে সারেন প্রমিতা। তারপর থেকে এই জুটি কখন, কোথায়, কি করছেন তা জানার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন তাদের অনুরাগীরা। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
10/ 12
*সম্প্রতি বিদেশে বেড়াতে গিয়েছিলেন এই জুটি। সেখানে নিজেদের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, সেই ছবি ভাইরাল হতে সময় নেয়নি। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
11/ 12
*ছবি থেকে স্পষ্ট নিজেদের বিবাহবার্ষিকী পালনের জন্য থাইল্যান্ড উড়ে গিয়েছিলেন দু'জনে। সেখান থেকে ফিরে এসে মহা শিবরাত্রি পালন করেছেন। সেই ছবির ঝলক দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
12/ 12
*থাইল্যান্ডে কাটানো তাঁদের একান্ত মুহূর্ত। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
*কেমন ভাবে কাটাচ্ছেন প্রমিতা তাঁর জন্মদিন? অভিনেত্রী তাঁর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করেন, সেই ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
*মিডনাইট সেলিব্রেশন দিয়ে শুরু হয়েছে অভিনেত্রীর জন্মদিন। মধ্যরাতেই কেক কাটা হয়েছে। প্রমিতার প্রেমিক তথা আইনি স্বামী রুদ্রজিতের সঙ্গে রাতে কেক কেটেছেন এবং সেই মুহূর্তের বেশ কিছু ছবি ধরা পড়েছে। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
*এ দিন রাতে কেক কাটার সময় তার পাশে ছিলেন পরিবারের সদস্যরাও।এ ছাড়া সকালে অভিনেতা রুদ্রজিৎ তার স্ত্রী প্রমিতাকে প্রতিবারের মতোই সারপ্রাইজ দিয়েছে। আর সেই সারপ্রাইজের মুগ্ধ প্রমিতা। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
*কি এমন সারপ্রাইজ দিলেন রুদ্রজিৎ? প্রমিতার জন্মদিন উপলক্ষে রুদ্রজিৎ বিশেষ আয়োজন করেছেন ক্লাব এরিস নামক একটি ক্লাবে। গোটা ক্লাব চত্বর সাজানো হয়েছে গোলাপি ও বেগুনি অজস্র বেলুনে। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
*এ দিন অজস্র ফটো তুলেছেন তাঁরা। দু'জনেই রঙ মিলিয়ে করে পোশাক পরেছিলেন পড়েছেন। প্রমিতার পরনে ছিল বেগুনি রংয়ের একটি শর্ট গাউন ও রুদ্রজিতের পরনে ছিল বেগুনি রঙের শার্ট ও সঙ্গে হালকা গোলাপি রঙের ব্লেজার ও প্যান্ট। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
*গোটা থিমের সঙ্গে মানানসই অসাধারণ কেক ছিল প্রমিতার হাতে। সবমিলিয়ে অভিনেত্রী এই দিনে তার স্বামীর দেওয়া এত সুন্দর একটা সারপ্রাইস পেয়ে আপ্লুত নায়িকা। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
*প্রসঙ্গত, ২০১১ সালে ইচ্ছে ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় পা রাখেন প্রমিতা। তারপর ২০১৩ সালে বধূবরণ, ২০১৭ সালে সাত ভাই চম্পা-তে অভিনয় করছেন। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
*২০২১ সালে ১৪ ফেব্রুয়ারি অভিনেতা রুদ্রজিতের সঙ্গে আইনি বিয়ে সারেন প্রমিতা। তারপর থেকে এই জুটি কখন, কোথায়, কি করছেন তা জানার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন তাদের অনুরাগীরা। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
*সম্প্রতি বিদেশে বেড়াতে গিয়েছিলেন এই জুটি। সেখানে নিজেদের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, সেই ছবি ভাইরাল হতে সময় নেয়নি। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
*ছবি থেকে স্পষ্ট নিজেদের বিবাহবার্ষিকী পালনের জন্য থাইল্যান্ড উড়ে গিয়েছিলেন দু'জনে। সেখান থেকে ফিরে এসে মহা শিবরাত্রি পালন করেছেন। সেই ছবির ঝলক দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।