থ্রিলর ধর্মী ওয়েব সিরিজে মৌবনি সরকার

Last Updated:
মৌবনি ছাড়াও রয়েছেন পার্থ সারথী, প্রিয়াঙ্কা পন্ডিত ও সঞ্জয়।
1/7
থ্রিলর ধর্মী ওয়েব সিরিজে দেখা যাবে মৌবনি সরকারকে। সিরিজের নাম 'প্যাঁচা'। নাম থেকেই বোঝা যাচ্ছে এই সিরিজ অন্ধকার ও অপরাধ জগৎ নিয়ে কথা বলবে। পরিচালনা করছেন অনির্বাণ চক্রবর্তী।
থ্রিলর ধর্মী ওয়েব সিরিজে দেখা যাবে মৌবনি সরকারকে। সিরিজের নাম 'প্যাঁচা'। নাম থেকেই বোঝা যাচ্ছে এই সিরিজ অন্ধকার ও অপরাধ জগৎ নিয়ে কথা বলবে। পরিচালনা করছেন অনির্বাণ চক্রবর্তী।
advertisement
2/7
ডিজিপ্লেক্স টিভিতে আসতে চলেছে এই নতুন ওয়েব সিরিজ। প্যাঁচা-এ মৌবনির চরিত্রের নাম অতসী মুখোপাধ্যায়।
ডিজিপ্লেক্স টিভিতে আসতে চলেছে এই নতুন ওয়েব সিরিজ। প্যাঁচা-এ মৌবনির চরিত্রের নাম অতসী মুখোপাধ্যায়।
advertisement
3/7
রহস্য রোমাঞ্চ গল্প লেখে অতসী। লেখিকা হিসাবে বেশ নাম হয়েছে কয়েক বছর হল। কিন্তু আপাতত কিছুই লিখতে পারছে না সে। তার মাঝে মাঝে রাইটারর্স ব্লক হয়। এরকমই একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে অতসী। তখন সে বেরিয়ে পরে সোলো ট্রিপে।
রহস্য রোমাঞ্চ গল্প লেখে অতসী। লেখিকা হিসাবে বেশ নাম হয়েছে কয়েক বছর হল। কিন্তু আপাতত কিছুই লিখতে পারছে না সে। তার মাঝে মাঝে রাইটারর্স ব্লক হয়। এরকমই একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে অতসী। তখন সে বেরিয়ে পরে সোলো ট্রিপে।
advertisement
4/7
অতসী এসে উঠেছে জঙ্গলে ঘেরা নাম নাজানা এক হোম স্টে তে। সারাক্ষণ একই ভাবনা চিন্তা করে যাচ্ছে, মাথায় শুধু নতুন গল্পের প্লট। সাইড এফেক্ট হল স্বপ্ন। দুস্বপ্ন বলা যায়। এর থেকে লেখার রসদ পেলেও অতসী মাঝে মাঝে গুলিয়ে ফেলে কোনটা তার স্বপ্ন আর কোনটা বাস্তব।
অতসী এসে উঠেছে জঙ্গলে ঘেরা নাম নাজানা এক হোম স্টে তে। সারাক্ষণ একই ভাবনা চিন্তা করে যাচ্ছে, মাথায় শুধু নতুন গল্পের প্লট। সাইড এফেক্ট হল স্বপ্ন। দুস্বপ্ন বলা যায়। এর থেকে লেখার রসদ পেলেও অতসী মাঝে মাঝে গুলিয়ে ফেলে কোনটা তার স্বপ্ন আর কোনটা বাস্তব।
advertisement
5/7
হঠাৎ সে একটি নতুন গল্প লিখতে শুরু করে, নাম "প্যাঁচা"। আসেপাশে ঘটে যাওয়া নানা ঘটনা থেকেই জোগার হতে থাকে রসদ। তার গল্পে রয়েছে এক মানসিক ভারসাম্যহীণ সিরিয়াল কিলার। এমনই এক ব্যক্তি এসে পৌঁছায় সেই হোম স্টে তে। শুরু হয় গল্পের মূল স্রোত।
হঠাৎ সে একটি নতুন গল্প লিখতে শুরু করে, নাম "প্যাঁচা"। আসেপাশে ঘটে যাওয়া নানা ঘটনা থেকেই জোগার হতে থাকে রসদ। তার গল্পে রয়েছে এক মানসিক ভারসাম্যহীণ সিরিয়াল কিলার। এমনই এক ব্যক্তি এসে পৌঁছায় সেই হোম স্টে তে। শুরু হয় গল্পের মূল স্রোত।
advertisement
6/7
একটা সময় অতসীর কাছে সবকিছু গুলিয়ে যায়। একি তার লেখা গল্প? নাকি বাস্তব? গল্প মোড় নেবে কোনদিকে? এই সবকিছু নিয়ে "প্যাঁচা"।
একটা সময় অতসীর কাছে সবকিছু গুলিয়ে যায়। একি তার লেখা গল্প? নাকি বাস্তব? গল্প মোড় নেবে কোনদিকে? এই সবকিছু নিয়ে "প্যাঁচা"।
advertisement
7/7
মৌবনি ছাড়াও রয়েছেন পার্থ সারথী, প্রিয়াঙ্কা পন্ডিত ও সঞ্জয়। সঙ্গীতের পরিচালনা করছেন মৌসুমী চট্টোপাধ্যায়। গান গাইছেন সীধু। খুব তাড়াতাড়ি শুরু হবে এই সিরিজের শ্যুটিং।
মৌবনি ছাড়াও রয়েছেন পার্থ সারথী, প্রিয়াঙ্কা পন্ডিত ও সঞ্জয়। সঙ্গীতের পরিচালনা করছেন মৌসুমী চট্টোপাধ্যায়। গান গাইছেন সীধু। খুব তাড়াতাড়ি শুরু হবে এই সিরিজের শ্যুটিং।
advertisement
advertisement
advertisement