Kaushambi Chakraborty: বিয়ের পরেই কৌশাম্বীর জীবনে বিরাট অঘটন...! মাকে হারিয়ে শোকে পাথর 'মিঠাই'-র অভিনেত্রী

Last Updated:
Kaushambi Chakraborty: বৃহস্পতিবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হন কৌশাম্বীর মা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হল না।
1/9
প্রয়াত হলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর মা। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
প্রয়াত হলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর মা। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
advertisement
2/9
কয়েক মাস আগেই ছবিটা ছিল আলাদা। প্রিয় মানুষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন কৌশাম্বী চক্রবর্তী। কিন্তু আচমকা বদলে গেল সবটা।
কয়েক মাস আগেই ছবিটা ছিল আলাদা। প্রিয় মানুষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন কৌশাম্বী চক্রবর্তী। কিন্তু আচমকা বদলে গেল সবটা।
advertisement
3/9
মিঠাই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন কৌশাম্বী। ফুলকিতেও তাঁর চরিত্র বেশ পজিটিভ। বিয়ে-হানিমুনের পরে শুটিংও করছিলেন মন দিয়ে। তারমাঝেই ঘটে গেল অঘটন।
মিঠাই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন কৌশাম্বী। ফুলকিতেও তাঁর চরিত্র বেশ পজিটিভ। বিয়ে-হানিমুনের পরে শুটিংও করছিলেন মন দিয়ে। তারমাঝেই ঘটে গেল অঘটন।
advertisement
4/9
বৃহস্পতিবার রাতে কৌশাম্বীর সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখতেই চমকে উঠেছিলেন সবাই।  কয়েকদিন আগেই মায়ের কাছে এসেছিলেন। তারপরই মায়ের মৃত্যুর খবর। বিয়ের এক মাস কাটতে না কাটতেই এমন দুঃখজনক ঘটনা।
বৃহস্পতিবার রাতে কৌশাম্বীর সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখতেই চমকে উঠেছিলেন সবাই। কয়েকদিন আগেই মায়ের কাছে এসেছিলেন। তারপরই মায়ের মৃত্যুর খবর। বিয়ের এক মাস কাটতে না কাটতেই এমন দুঃখজনক ঘটনা।
advertisement
5/9
বৃহস্পতিবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হন কৌশাম্বীর মা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হল না।
বৃহস্পতিবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হন কৌশাম্বীর মা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হল না।
advertisement
6/9
কৌশাম্বী লিখেছেন, 'ও মা চলে গেলে আমাদের ছেড়ে? আমি কী করব মা এবার। কে বুঝবে মা তোমার মতো করে আমায়। কার কাছে আবদার করব। কার সঙ্গে ঝগড়া করব।'
কৌশাম্বী লিখেছেন, 'ও মা চলে গেলে আমাদের ছেড়ে? আমি কী করব মা এবার। কে বুঝবে মা তোমার মতো করে আমায়। কার কাছে আবদার করব। কার সঙ্গে ঝগড়া করব।'
advertisement
7/9
তিনি লেখেন, 'চাকরি থেকে অবসরের পর কত প্ল্যান আছে বললে। বাড়িতে পড়াবে, আবৃত্তি শেখাবে, চুলে প্রতি মাসে রং করবে। কিছুই তো হল না। কাউকে সময় দিলে না। যেখানেই থেকো ভাল থেকো। আমি তোমাকে ভালবাসি।'
তিনি লেখেন, 'চাকরি থেকে অবসরের পর কত প্ল্যান আছে বললে। বাড়িতে পড়াবে, আবৃত্তি শেখাবে, চুলে প্রতি মাসে রং করবে। কিছুই তো হল না। কাউকে সময় দিলে না। যেখানেই থেকো ভাল থেকো। আমি তোমাকে ভালবাসি।'
advertisement
8/9
১৪ই মে মৃত্যু হয়েছে কৌশাম্বীর বন্ধু তন্বীর মায়ের। তন্বী লেখেন, ‘এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের। বেরোলে বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়তে যতক্ষণ পর্যন্ত আমার গাড়িটা দেখা যেত। সবাইকে নিজের হাতে ইউনিক জিনিস বানিয়ে দিতে। এই হাতেই বছরের পর বছর স্টেরয়েডস, স্যালাইন সব সহ্য করেছ। তুমি খুব কষ্ট পেয়েছ, কিন্তু আমাদের দেখাওনি। নিজের ভাইকে ছোট বয়সে চলে যেতে দেখেছ, মা-বাবাকে হারিয়েছ। এখন তাঁদের সঙ্গেই আছো নিশ্চয়ই?'
১৪ই মে মৃত্যু হয়েছে কৌশাম্বীর বন্ধু তন্বীর মায়ের। তন্বী লেখেন, ‘এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের। বেরোলে বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়তে যতক্ষণ পর্যন্ত আমার গাড়িটা দেখা যেত। সবাইকে নিজের হাতে ইউনিক জিনিস বানিয়ে দিতে। এই হাতেই বছরের পর বছর স্টেরয়েডস, স্যালাইন সব সহ্য করেছ। তুমি খুব কষ্ট পেয়েছ, কিন্তু আমাদের দেখাওনি। নিজের ভাইকে ছোট বয়সে চলে যেতে দেখেছ, মা-বাবাকে হারিয়েছ। এখন তাঁদের সঙ্গেই আছো নিশ্চয়ই?'
advertisement
9/9
আদৃত-কৌশাম্বীর বিয়ে থেকে রিসেপশন- সবেতেই হাজির ছিলেন তিনি। হাসি মুখে শাড়ি-ল্যাহেঙ্গায় পোজ দিয়েছিলেন বর-কনের সঙ্গে। আদৃতের বিয়ে কাটতেই  মাকে হারিয়েলেন অভিনেত্রী তন্বী লাহা রায়। তারপরে একই অঘটন কৌশাম্বীর সঙ্গে।
আদৃত-কৌশাম্বীর বিয়ে থেকে রিসেপশন- সবেতেই হাজির ছিলেন তিনি। হাসি মুখে শাড়ি-ল্যাহেঙ্গায় পোজ দিয়েছিলেন বর-কনের সঙ্গে। আদৃতের বিয়ে কাটতেই মাকে হারিয়েলেন অভিনেত্রী তন্বী লাহা রায়। তারপরে একই অঘটন কৌশাম্বীর সঙ্গে।
advertisement
advertisement
advertisement