ছিলেন সুপারহিট খলনায়ক, উঠতে বসতে প্রেমে পড়ত মেয়েরা! লিটার লিটার মদ খেয়েই তলিয়ে গেলেন নায়ক... শেষ জীবন কাটল বস্তিতে, শিউরে উঠবেন

Last Updated:
জীবন তাঁকে এমন এক জায়গায় নিয়ে যায় যে মদ্যপানই তাঁর জগৎ হয়ে ওঠে। তলিয়ে যান এক অতল অন্ধকার গহ্বরে।
1/5
দক্ষিণী অভিনেতা উদয়প্রকাশ হলেন সেই ব্যক্তি যাঁর সুদর্শন চেহারা না থাকা সত্ত্বেও, তাঁর চেহারা এবং অভিনয়ে নায়কদেরও টপকে যান এই খলনায়ক। তাঁর যে ছবিটি তামিল সিনেমাকে বিখ্যাত করে তুলেছিল তার নাম হল 'চিন্নাথাম্বি'। এই ছবিতে খুশবুর ভাইদের একজন ছিলেন তিনি। তিনি আর কেউ নন, উদয়প্রকাশ।
দক্ষিণী অভিনেতা উদয়প্রকাশ হলেন সেই ব্যক্তি যাঁর সুদর্শন চেহারা না থাকা সত্ত্বেও, তাঁর চেহারা এবং অভিনয়ে নায়কদেরও টপকে যান এই খলনায়ক। তাঁর যে ছবিটি তামিল সিনেমাকে বিখ্যাত করে তুলেছিল তার নাম হল 'চিন্নাথাম্বি'। এই ছবিতে খুশবুর ভাইদের একজন ছিলেন তিনি। তিনি আর কেউ নন, উদয়প্রকাশ।
advertisement
2/5
উটিতে জন্মগ্রহণকারী অভিনেতা উদয়প্রকাশের আসল নাম মণিকন্দন। বাবা ছিলেন একজন সেনা কর্মকর্তা।পরিবারের বিরোধিতা সত্ত্বেও তিনি চেন্নাই আসেন। অপরিচিত শহরে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে পড়েন তিনি এবং সিনেমার বন্ধুদের সহায়তায় তামিল ছবিতে অভিনয় শুরু করেন।
উটিতে জন্মগ্রহণকারী অভিনেতা উদয়প্রকাশের আসল নাম মণিকন্দন। বাবা ছিলেন একজন সেনা কর্মকর্তা।পরিবারের বিরোধিতা সত্ত্বেও তিনি চেন্নাই আসেন। অপরিচিত শহরে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে পড়েন তিনি এবং সিনেমার বন্ধুদের সহায়তায় তামিল ছবিতে অভিনয় শুরু করেন।
advertisement
3/5
উদয়প্রকাশের প্রথম ছবি ছিল বারুষম ১৬। তবে এতে কোনও সংলাপ ছিল না তাঁর।
উদয়প্রকাশের প্রথম ছবি ছিল বারুষম ১৬। তবে এতে কোনও সংলাপ ছিল না তাঁর।
advertisement
4/5
 ১৯৯০ সালের তেলেগু ছবি বৈজয়ন্তী আইপিএস  ছবির মাধ্যমে উদয়প্রকাশের সিনেমার স্বপ্ন সত্যি হয়েছিল। ছবিটি উদয়প্রকাশকে অভিনেতা হিসেবে, বিশেষ করে খলনায়ক হিসাবে জনপ্রিয়তা এনে দেয়।
১৯৯০ সালের তেলেগু ছবি বৈজয়ন্তী আইপিএস  ছবির মাধ্যমে উদয়প্রকাশের সিনেমার স্বপ্ন সত্যি হয়েছিল। ছবিটি উদয়প্রকাশকে অভিনেতা হিসেবে, বিশেষ করে খলনায়ক হিসাবে জনপ্রিয়তা এনে দেয়।
advertisement
5/5
শুটিং দেখতে আসা এক মহিলার প্রেমে পড়েন তিনি। তাঁকে বিয়েও করেন। কিন্তু সিনেমা এবং পরিবার উভয় জায়গাতেই সফল উদয়প্রকাশ হঠাৎ করেই মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। জীবন তাঁকে এমন এক জায়গায় নিয়ে যায় যে মদ্যপানই তাঁর জগৎ হয়ে ওঠে। তলিয়ে যান এক অতল অন্ধকার গহ্বরে।
শুটিং দেখতে আসা এক মহিলার প্রেমে পড়েন তিনি। তাঁকে বিয়েও করেন। কিন্তু সিনেমা এবং পরিবার উভয় জায়গাতেই সফল উদয়প্রকাশ হঠাৎ করেই মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। জীবন তাঁকে এমন এক জায়গায় নিয়ে যায় যে মদ্যপানই তাঁর জগৎ হয়ে ওঠে। তলিয়ে যান এক অতল অন্ধকার গহ্বরে।
advertisement
advertisement
advertisement