Shilpa Shetty-Raj Kundra: ব্যবসায়ীকে 'বোকা' বানিয়ে ৬০ কোটি টাকা 'চিটিং' শিল্পা শেঠি-রাজ কুন্দ্রার! বিরাট প্রতারণার অভিযোগ তারকা দম্পতির বিরুদ্ধে
- Written by:Trending Desk
- Published by:Pooja Basu
Last Updated:
ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেছেন যে, এই দম্পতি তাঁর সঙ্গে ৬০ কোটি টাকারও বেশি প্রতারণা করেছেন, যার মধ্যে শেঠি এবং কুন্দ্রার বর্তমানে বন্ধ হয়ে যাওয়া কোম্পানি বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড জড়িত।
বিতর্ক, বিশেষ করে আর্থিক দিক থেকে, কিছুতেই আর তাঁদের পিছু ছাড়তে রাজি নয়। বলিউডের এক সময়ের ডাকসাইটে নায়িকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার অবৈধ জীবিকা নির্বাহের উপায় নিয়ে এক সময়ে কম জলঘোলা হয়নি। যেতে হয়েছিল জেলেও। সেই সব বিতর্কের আঁচ যখন জুড়িয়ে এসেছে বলে মনে করছেন সকলে, ঠিক তখনই আবার তা নতুন করে শুরু হল। এবার অভিযোগের আঙুল উঠেছে নায়িকার দিকেও, বক্তব্য তিনি স্বামীর সঙ্গে মিলে এক ব্যবসায়ীকে আর্থিক প্রতারণা করেছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
মামলাটি এখন বিস্তারিত তদন্তের জন্য অর্থনৈতিক অপরাধ শাখার (EOW) কাছে হস্তান্তরিত করা হয়েছে কারণ জড়িত পরিমাণ ১০ কোটি টাকারও বেশি। কোঠারি অভিযোগ করেছেন যে রাজেশ আর্য নামে এক ব্যক্তি তাঁকে শেঠি এবং কুন্দ্রার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, যাঁরা সেই সময়ে হোম শপিং এবং অনলাইন খুচরো প্ল্যাটফর্ম বেস্ট ডিল টিভির পরিচালক ছিলেন।
advertisement
advertisement
জুহুর এই ব্যবসায়ী জানিয়েছেন যে তিনি ২০১৫ সালের এপ্রিল মাসে ৩১.৯৫ কোটি টাকা এবং ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের মার্চ মাসের মধ্যে ২৮.৫৪ কোটি টাকা স্থানান্তর করেছেন। এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে , তিনি এই চুক্তির জন্য মোট ৬০.৪৮ কোটি টাকারও বেশি স্থানান্তর করেছেন, পাশাপাশি স্ট্যাম্প শুল্ক হিসেবে ৩.১৯ লক্ষ টাকা প্রদান করেছেন।
advertisement








