সাফল্যের শিখরে থাকাকালীনই মুখ থুবড়ে পড়েছিল কেরিয়ার ! এমনকী বাঁচার ইচ্ছাটাও জলাঞ্জলি দিয়েছিলেন; এখন ‘হিরামান্ডি’ নিয়ে আশাবাদী এই অভিনেতা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
সেই হতাশা তাঁর সাক্ষাৎকারে বহু বার ফুটে উঠেছিল। এখন পরবর্তী কাজ নিয়ে উচ্চ প্রত্যাশা তৈরি হয়েছে অভিনেতার মধ্যে।
রুপোলি জগৎ সকলকেই যে প্রচুর খ্যাতি দেয়, এমনটাও নয়। অনেকেই আছেন, যাঁরা সাফল্য পেয়েও তা ধরে রাখতে পারেননি। ফলে ভরাডুবি হয়েছে কেরিয়ারের। যেমনটা দেখা গিয়েছিল অভিনেতা অধ্যয়ন সুমনের ক্ষেত্রে। যিনি আবার বলিউড অভিনেতা শেখর সুমনের পুত্রও বটে! অথচ শেখর নিজের কেরিয়ার শুরু করেছিলেন এক চিরসবুজ অভিনেত্রীর সঙ্গে। আর কেরিয়ারে সাফল্যের শিখরেও পৌঁছেছিলেন তিনি। তবে ছেলের কেরিয়ারের ভরাডুবি কিন্তু তিনি বাঁচাতে পারেননি।
advertisement
একটা সময় ছিল, যখন ১টা-২টো নয়, পরপর ১২টি ছবি বন্ধ হয়ে গিয়েছিল অধ্যয়নের। সাফল্যের শিখরে পৌঁছেও মুখ থুবড়ে পড়েছিল তাঁর কেরিয়ার। সেই হতাশা তাঁর সাক্ষাৎকারে বহু বার ফুটে উঠেছিল। এখন পরবর্তী কাজ নিয়ে উচ্চ প্রত্যাশা তৈরি হয়েছে অভিনেতার মধ্যে।২০০৮ সালে বলিউডে হাতেখড়ি হয়েছে অধ্যয়ন সুমনের। ‘হাল-এ-দিল’ ছবির হাত ধরেই পা রাখেন রুপোলি দুনিয়ায়।
advertisement
advertisement
এদিকে অধ্যয়ন সুমনকে খুব শীঘ্রই দেখা যাবে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘হিরামান্ডি'-তে। এই সিরিজে তাঁকে এক নবাবের ভূমিকায় দেখা যাবে। এখানেই শেষ নয়, এই সিরিজে প্রথমবারের জন্য নিজের বাবা শেখর সুমনের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। সম্প্রতি হিরামান্ডি’-তে তাঁর লুক কেমন হবে, তার ঝলক প্রকাশ্যে এসেছে। অধ্যয়ন নিজেই জানিয়েছিলেন যে, এই সিরিজের অডিশনেও ব্যর্থ হয়েছিলেন তিনি। এমনকী, তাঁর অডিশন দেখে তাঁকে প্রত্যাখ্যান করেছিলেন সঞ্জয় লীলা বনশালি।
advertisement
কিন্তু পরে অবশ্য আরও একটি সুযোগ পেয়েছেন অধ্যয়ন। আপাতত ‘হিরামান্ডি’ নিয়ে বেশ আশাবাদী অধ্যয়ন সুমন। এই সিরিজের প্রচার চলাকালীন আবেগপ্রবণও হয়ে পড়তে দেখা গিয়েছিল অভিনেতাকে। শেখর-পুত্রের কথায়, সঞ্জয় লীলা বনশালির হিরামান্ডি-র হাত ধরেই তাঁর সংগ্রামের দিনগুলি শেষ হবে বলেই আশা রয়েছে তাঁর। এমনকী সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যয়ন এ-ও বলেন যে, তাঁর জীবনে এমনও দিন এসেছে, যখন তাঁর বাঁচার ইচ্ছাটাই চলে গিয়েছিল।