বড় পর্দায় অভিনয় করছেন ‘ভানুমতীর খেল’-এর নায়ক রুবেল

Last Updated:
1/6
 ♦ ‘ভানুমতীর খেল’ ধারাবাবাহিকের নায়ক মেঘরাজ ৷ গল্পে এখন টানাপড়েন ৷ স্ত্রী ভানু এখন মেঘরাজ সরকার নি?তির পরিহাসে এখন আলাদা ৷ ভানু যে বেঁচে আছেন, সে কথাই অজানা ৷ তাই মেঘরাজের সব সময় মন মরা ভাব ৷ তবে তাঁর জীবনে এসেছে ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা মেয়ে ভেল্কি ৷
♦ ‘ভানুমতীর খেল’ ধারাবাবাহিকের নায়ক মেঘরাজ ৷ গল্পে এখন টানাপড়েন ৷ স্ত্রী ভানু এখন মেঘরাজ সরকার নি?তির পরিহাসে এখন আলাদা ৷ ভানু যে বেঁচে আছেন, সে কথাই অজানা ৷ তাই মেঘরাজের সব সময় মন মরা ভাব ৷ তবে তাঁর জীবনে এসেছে ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা মেয়ে ভেল্কি ৷
advertisement
2/6
♦ আর ভেল্কির দৌলতেই ঠোঁটের কোণায় হাসি ফুটেছে মেঘরাজের ৷ তবে দ্বিগুণ খুশির খবর ‘মেঘরাজ’চরিত্রের অভিনেতা সূর্য রুবেলেরও জীবনে ৷
♦ আর ভেল্কির দৌলতেই ঠোঁটের কোণায় হাসি ফুটেছে মেঘরাজের ৷ তবে দ্বিগুণ খুশির খবর ‘মেঘরাজ’চরিত্রের অভিনেতা সূর্য রুবেলেরও জীবনে ৷
advertisement
3/6
♦ ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও অভিনয় করছেন রুবেল ৷ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘তুই আমার রানি’-এ নায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷ তবে এটাই প্রথম নয় ৷ এর আগে ‘বেপরোয়া’নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি ৷
♦ ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও অভিনয় করছেন রুবেল ৷ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘তুই আমার রানি’-এ নায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷ তবে এটাই প্রথম নয় ৷ এর আগে ‘বেপরোয়া’নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি ৷
advertisement
4/6
♦ এ বার আসা যাক ছবির কথায় ৷ ‘বাল্যবিবাহ’-এর মতো জ্বলন্ত সমস্যা নিয়ে তৈরি হয়েছে এ ছবি ৷ ভালোবাসা, অ্যাকশন, নাচ-গানে ভরপুর ‘তুই আমার রানি’৷
♦ এ বার আসা যাক ছবির কথায় ৷ ‘বাল্যবিবাহ’-এর মতো জ্বলন্ত সমস্যা নিয়ে তৈরি হয়েছে এ ছবি ৷ ভালোবাসা, অ্যাকশন, নাচ-গানে ভরপুর ‘তুই আমার রানি’৷
advertisement
5/6
 ♦ ছবির পরিচালক পীযৃষ সাহা ৷ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী মিষ্টি জন্নত ৷
♦ ছবির পরিচালক পীযৃষ সাহা ৷ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী মিষ্টি জন্নত ৷
advertisement
6/6
♦ এরই সঙ্গে ছবিতে রয়েছেন রাজেশ শর্মাও ৷ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন ইন্দ্র ৷ রাজ বর্মন, পোর্শিয়া সেন, জলি মুখোপাধ্যায় এবং অরিত্র বন্দ্যোপাধ্যায় শোনা যাবে গান ৷
♦ এরই সঙ্গে ছবিতে রয়েছেন রাজেশ শর্মাও ৷ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন ইন্দ্র ৷ রাজ বর্মন, পোর্শিয়া সেন, জলি মুখোপাধ্যায় এবং অরিত্র বন্দ্যোপাধ্যায় শোনা যাবে গান ৷
advertisement
advertisement
advertisement