Madhuri Dixit: ডাক্তারের সঙ্গে ঘর করা কঠিন! স্বামীর অনুপস্থিতিতে বীতশ্রদ্ধ মাধুরী? পর্দাফাঁস

Last Updated:
Madhuri Dixit: ২০০৩ সালে তাঁদের প্রথম ছেলে আরিনের জন্ম। ২০০৫ সালে ছোট ছেলে রিয়ানের জন্ম। তাঁদের সংসারের সুখের চাবিকাঠি কী তবে? কেমন ভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছেন তারকা দম্পতি?
1/6
সফল বলিউডঅভিনেত্রী না, একজন চিকিৎসকের স্ত্রী হিসেবে জনসমক্ষে এলেন মাধুরী দীক্ষিত। স্বামী ড. শ্রীরাম নেনের ইউটিউব চ্যানেলে তাঁর দাম্পত্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন ডাক্তারের সঙ্গে ঘর করা সহজ নয়, বেশ কঠিন। কিন্তু কেন? তিনি কি সুখে নেই নেনের সঙ্গে?
সফল বলিউডঅভিনেত্রী না, একজন চিকিৎসকের স্ত্রী হিসেবে জনসমক্ষে এলেন মাধুরী দীক্ষিত। স্বামী ড. শ্রীরাম নেনের ইউটিউব চ্যানেলে তাঁর দাম্পত্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন ডাক্তারের সঙ্গে ঘর করা সহজ নয়, বেশ কঠিন। কিন্তু কেন? তিনি কি সুখে নেই নেনের সঙ্গে?
advertisement
2/6
চিকিৎসক মানেই যখন তখন ডাক পড়ে রোগীর সেবার জন্য। কোনও নির্দিষ্ট রুটিন না থাকায় এমন অনেক দিন গিয়েছে, যখন মাধুরীকে একাই দুই সন্তানের দেখাশোনা করতে হয়েছে। মাধুরীর কথায়, ‘‘বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসা, দিয়ে আসা সব একাই করতে হয়েছে অধিকাংশ সময়। অথবা বাড়িতে কোনও প্রয়োজন আছে, সব ছেড়ে হঠাৎ কাজে বেরিয়ে পড়তে হল তাঁকে। কারণ সেই সময়ে হাসপাতালে কারও প্রয়োজন পড়েছে।’’
চিকিৎসক মানেই যখন তখন ডাক পড়ে রোগীর সেবার জন্য। কোনও নির্দিষ্ট রুটিন না থাকায় এমন অনেক দিন গিয়েছে, যখন মাধুরীকে একাই দুই সন্তানের দেখাশোনা করতে হয়েছে। মাধুরীর কথায়, ‘‘বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসা, দিয়ে আসা সব একাই করতে হয়েছে অধিকাংশ সময়। অথবা বাড়িতে কোনও প্রয়োজন আছে, সব ছেড়ে হঠাৎ কাজে বেরিয়ে পড়তে হল তাঁকে। কারণ সেই সময়ে হাসপাতালে কারও প্রয়োজন পড়েছে।’’
advertisement
3/6
মাধুরী অসুস্থ হলেও স্বামীকে অন্যদের চিকিৎসায় ব্যস্ত থাকতে হয়। এভাবেই এক এক করে দাম্পত্যের কঠিন দিনগুলি তুলে ধরলেন সকলের সামনেই। কিন্তু তার পরেও এতগুলি বছর এক ছাদের দুই সন্তানকে নিয়ে ঘর করলেন তাঁরা। নেনে আর মাধুরীর বিয়ে হয় ১৯৯৯ সালে। প্রায় দশ বছর আমেরিকায় সংসার পেতেছিলেন তাঁরা।
মাধুরী অসুস্থ হলেও স্বামীকে অন্যদের চিকিৎসায় ব্যস্ত থাকতে হয়। এভাবেই এক এক করে দাম্পত্যের কঠিন দিনগুলি তুলে ধরলেন সকলের সামনেই। কিন্তু তার পরেও এতগুলি বছর এক ছাদের দুই সন্তানকে নিয়ে ঘর করলেন তাঁরা। নেনে আর মাধুরীর বিয়ে হয় ১৯৯৯ সালে। প্রায় দশ বছর আমেরিকায় সংসার পেতেছিলেন তাঁরা।
advertisement
4/6
২০০৩ সালে তাঁদের প্রথম ছেলে আরিনের জন্ম। ২০০৫ সালে ছোট ছেলে রিয়ানের জন্ম। তাঁদের সংসারের সুখের চাবিকাঠি কী তবে? কেমন ভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছেন তারকা দম্পতি? জানালেন খোদ মাধুরী। যোগ দিলেন নেনেও।
২০০৩ সালে তাঁদের প্রথম ছেলে আরিনের জন্ম। ২০০৫ সালে ছোট ছেলে রিয়ানের জন্ম। তাঁদের সংসারের সুখের চাবিকাঠি কী তবে? কেমন ভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছেন তারকা দম্পতি? জানালেন খোদ মাধুরী। যোগ দিলেন নেনেও।
advertisement
5/6
দাম্পত্যে ওঠানামা তো থাকবেই। কিন্তু সব নিয়েই দম্পতি হাতে হাত রেখে লড়াই করেছেন। মাধুরী নেনেকে বললেন, ‘‘আমি তোমার জন্য গর্ব বোধ করি। যখনই দেখি তুমি তোমার রোগীদের জন্য লড়াই করছ, তাঁদের জন্য চিন্তা করছ, বুঝতে পারি, তুমি কতটা ভাল এক জন মানুষ। বৈবাহিক জীবনে সঙ্গীকে চিনতে পারা, বুঝতে পারাটা খুব দরকার।’’
দাম্পত্যে ওঠানামা তো থাকবেই। কিন্তু সব নিয়েই দম্পতি হাতে হাত রেখে লড়াই করেছেন। মাধুরী নেনেকে বললেন, ‘‘আমি তোমার জন্য গর্ব বোধ করি। যখনই দেখি তুমি তোমার রোগীদের জন্য লড়াই করছ, তাঁদের জন্য চিন্তা করছ, বুঝতে পারি, তুমি কতটা ভাল এক জন মানুষ। বৈবাহিক জীবনে সঙ্গীকে চিনতে পারা, বুঝতে পারাটা খুব দরকার।’’
advertisement
6/6
মাধুরীর কথায় জানা গেল, বিয়ের পরে নেনের সঙ্গে বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছেন। কত ধরনের রোমাঞ্চকর সফরে গিয়েছেন, অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়েছেন। বিয়ের আগে মাধুরী কখনও এমন ভাবে জীবন যাপন করেননি।
মাধুরীর কথায় জানা গেল, বিয়ের পরে নেনের সঙ্গে বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছেন। কত ধরনের রোমাঞ্চকর সফরে গিয়েছেন, অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়েছেন। বিয়ের আগে মাধুরী কখনও এমন ভাবে জীবন যাপন করেননি।
advertisement
advertisement
advertisement