Madhuri Dixit: ডাক্তারের সঙ্গে ঘর করা কঠিন! স্বামীর অনুপস্থিতিতে বীতশ্রদ্ধ মাধুরী? পর্দাফাঁস
- Published by:Teesta Barman
Last Updated:
Madhuri Dixit: ২০০৩ সালে তাঁদের প্রথম ছেলে আরিনের জন্ম। ২০০৫ সালে ছোট ছেলে রিয়ানের জন্ম। তাঁদের সংসারের সুখের চাবিকাঠি কী তবে? কেমন ভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছেন তারকা দম্পতি?
advertisement
চিকিৎসক মানেই যখন তখন ডাক পড়ে রোগীর সেবার জন্য। কোনও নির্দিষ্ট রুটিন না থাকায় এমন অনেক দিন গিয়েছে, যখন মাধুরীকে একাই দুই সন্তানের দেখাশোনা করতে হয়েছে। মাধুরীর কথায়, ‘‘বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসা, দিয়ে আসা সব একাই করতে হয়েছে অধিকাংশ সময়। অথবা বাড়িতে কোনও প্রয়োজন আছে, সব ছেড়ে হঠাৎ কাজে বেরিয়ে পড়তে হল তাঁকে। কারণ সেই সময়ে হাসপাতালে কারও প্রয়োজন পড়েছে।’’
advertisement
advertisement
advertisement
দাম্পত্যে ওঠানামা তো থাকবেই। কিন্তু সব নিয়েই দম্পতি হাতে হাত রেখে লড়াই করেছেন। মাধুরী নেনেকে বললেন, ‘‘আমি তোমার জন্য গর্ব বোধ করি। যখনই দেখি তুমি তোমার রোগীদের জন্য লড়াই করছ, তাঁদের জন্য চিন্তা করছ, বুঝতে পারি, তুমি কতটা ভাল এক জন মানুষ। বৈবাহিক জীবনে সঙ্গীকে চিনতে পারা, বুঝতে পারাটা খুব দরকার।’’
advertisement