মিষ্টি নায়িকা ৷ চাউনিতেই প্রেম ৷ বলিউডে সুন্দরীর নতুন ভাষা ছিলেন দিব্যা ভারতী ৷ কিন্তু কপাল দেখুন, কেরিয়ার যখন উর্ধ্বে, ঠিক তখনই মৃত্যুর ডাক ৷ ১৯৯৩ সালের ৫ এপ্রিল গোটা দেশবাসীকে চমকে দিলেন দিব্যা ! মাত্র ১৯ বছর বয়সেই চলে গেলেন তিনি ৷
2/ 5
কেটে গিয়েছে ২৭ বছর ৷ এখনও দিব্যা ভারতীর মৃত্যু রহস্যে ঘেরা ৷ সত্যিই কী তিনি বেসামাল হয়ে বারান্দার রেলিং থেকে পড়ে গিয়েছিলেন নিচে ? নাকি কেউ তাঁকে ধাক্কা দিয়েছিল?
3/ 5
এরকমও রটেছিল মুম্বইয়ের অন্ধকার জগতের সিক্রেট জেনে ফেলায় খুন হতে হয়েছিল দিব্যাকে ৷ তবে নায়িকার মতো নায়িকা ছিলেন তিনি ৷ যেমন সুন্দর মুখশ্রী, তেমনিই অভিনয় ৷ সে সময় তো পুরুষ জগতে দিব্যা একটা বড় নাম৷
4/ 5
বিশ্বাত্মা ছবি থেকে বলিউডে পা রাখা ৷ তারপর এক এক করে বক্স অফিসে জবরদস্ত হিট ছবি ৷ নজর কাড়েন শাহরুখ খানের জুটি হয়ে দিবানা ছবিতে ৷ এমনকী, শেষ ছবি রং-ও সুপারহিট ৷
5/ 5
আর তাই ২৭ বছর হয়ে গেল তাঁর মৃত্যুতে এখনও ফ্যানেরা ভুলতে পারেনি তাঁকে ৷