*প্রায় এগারো বছরের প্রেমের সম্পর্ক অঙ্কুশ-ঐন্দ্রিলার। সম্পর্ক নিয়ে কোনওদিনই রাখঢাক রাখেননি এই দম্পতি। অঙ্কুশ-ঐন্দ্রিলার নানা মুহূর্তের খুনসুটিই তাঁদের সম্পর্কের ইউএসপি। ছবি: ইনস্টাগ্রাম।
3/ 7
*আগে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে সারাক্ষণ 'মোটা' বলে ঠাট্টা করতেন। ঐন্দ্রিলাও মজার ছলে বিষয়টি দেখেন। এ বারে সেই ঐন্দ্রিলার ফিগারের পরিবর্তনে গর্বিত প্রেমিক অঙ্কুশ। ছবি: ইনস্টাগ্রাম।
4/ 7
*ছ'মাসে ১৬ কেজি ওজন কমিয়েন ঐন্দ্রিলা। ছিপছিপে ঐন্দ্রিলাকে দেখে মুগ্ধ অঙ্কুশ। মেদ ঝরা নতুন ঐন্দ্রিলার ছবি দিয়ে ইনস্টাগ্রামে জানিয়েছেন ঐন্দ্রিলার পরিশ্রমের জন্য তিনি গর্বিত। ছবি: ইনস্টাগ্রাম।
5/ 7
*ছবি দেখে চুপ করে থাকতে পারেননি অভিনেতা, দীর্ঘ দিনের বন্ধু বিক্রম চট্টোপাধ্যায়ও। তিনি লিখেছেন, 'কালো টিকা লাগা। বাচ্চা মেয়েদের এত 'হট' হতে নেই।' ছবি: ইনস্টাগ্রাম।
6/ 7
*এ দিন ঐন্দ্রিলাকে দেখা গিয়েছে সাহসী পোশাকে। ওজন ঝরিয়ে চাবুকের মতো ফিগার তাঁর। তাতেই এখন মজে নেট দুনিয়া। ছবি: ইনস্টাগ্রাম।
7/ 7
*প্রসঙ্গত, উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছেন অঙ্কুশ (Ankush Hazra) ও ঐন্দ্রিলা (Oindrila Sen)। গত কয়েকদিন ধরেই এদের সোশ্যাল মিডিয়ার পাতায় একের পর এক ছবি থেকে ভিডিও হয়ে উঠছে ভাইরাল। ছবি: ইনস্টাগ্রাম।
*প্রায় এগারো বছরের প্রেমের সম্পর্ক অঙ্কুশ-ঐন্দ্রিলার। সম্পর্ক নিয়ে কোনওদিনই রাখঢাক রাখেননি এই দম্পতি। অঙ্কুশ-ঐন্দ্রিলার নানা মুহূর্তের খুনসুটিই তাঁদের সম্পর্কের ইউএসপি। ছবি: ইনস্টাগ্রাম।
*ছ'মাসে ১৬ কেজি ওজন কমিয়েন ঐন্দ্রিলা। ছিপছিপে ঐন্দ্রিলাকে দেখে মুগ্ধ অঙ্কুশ। মেদ ঝরা নতুন ঐন্দ্রিলার ছবি দিয়ে ইনস্টাগ্রামে জানিয়েছেন ঐন্দ্রিলার পরিশ্রমের জন্য তিনি গর্বিত। ছবি: ইনস্টাগ্রাম।
*ছবি দেখে চুপ করে থাকতে পারেননি অভিনেতা, দীর্ঘ দিনের বন্ধু বিক্রম চট্টোপাধ্যায়ও। তিনি লিখেছেন, 'কালো টিকা লাগা। বাচ্চা মেয়েদের এত 'হট' হতে নেই।' ছবি: ইনস্টাগ্রাম।
*প্রসঙ্গত, উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছেন অঙ্কুশ (Ankush Hazra) ও ঐন্দ্রিলা (Oindrila Sen)। গত কয়েকদিন ধরেই এদের সোশ্যাল মিডিয়ার পাতায় একের পর এক ছবি থেকে ভিডিও হয়ে উঠছে ভাইরাল। ছবি: ইনস্টাগ্রাম।