1/ 4


ছবিতে এখনও শিবপ্রসাদ-নন্দিতার সঙ্গে কাজ করা হয়নি আবিরের। তবে বিজ্ঞাপনটি শ্যুট করার অভিজ্ঞতা নায়কের বেশ ভালই। লকডাউনের পরে হয়েছে এই বিজ্ঞাপনের শ্যুটিং। সমস্ত কোভিড প্রটোকল মেনে করা হয়েছে এই শ্যুটিং।
3/ 4


সঞ্চালক হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন আবির। ছবি, ছোট পর্দা, বিজ্ঞাপন সব জায়গাতেই সমান তালে কাজ করে চলেছেন তিনি।