Durga Puja 2023: পুষ্পাঞ্জলি, সন্ধিপুজো থেকে ধুনুচিনাচ-সব নিয়ম মেনে দুর্গাপুজোর আয়োজন করলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা

Last Updated:
Durga Puja 2023: নিয়মনিষ্ঠা পালন করে দুর্গাপুজোর আয়োজন করলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়
1/12
নিয়মনিষ্ঠা পালন করে দুর্গাপুজোর আয়োজন করলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়৷
নিয়মনিষ্ঠা পালন করে দুর্গাপুজোর আয়োজন করলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়৷
advertisement
2/12
গত বছর স্বামীর অকালপ্রয়াণে দুর্গাপুজো থেকে দূরে ছিলেন সংযুক্তা৷ মেয়েকে নিয়ে চলে গিয়েছিলেন বেড়াতে৷
গত বছর স্বামীর অকালপ্রয়াণে দুর্গাপুজো থেকে দূরে ছিলেন সংযুক্তা৷ মেয়েকে নিয়ে চলে গিয়েছিলেন বেড়াতে৷
advertisement
3/12
শারদোৎসবের আনন্দ থেকে গত বছর নিজেদের দূরে রেখেছিলেন সকন্যা সংযুক্তা৷ এ বছর শ্রদ্ধা ভক্তি ও আন্তরিকতায় দুর্গোৎসবের আয়োজন করলেন সংযুক্তা৷
শারদোৎসবের আনন্দ থেকে গত বছর নিজেদের দূরে রেখেছিলেন সকন্যা সংযুক্তা৷ এ বছর শ্রদ্ধা ভক্তি ও আন্তরিকতায় দুর্গোৎসবের আয়োজন করলেন সংযুক্তা৷
advertisement
4/12
অভিষেক ও সংযুক্তা দু’জনেই ঈশ্বরবিশ্বাসী৷ একাধিক পুজোয় অংশ নিতেন তাঁরা৷ প্রথমে দুর্গাপুজোর সময় ঘটপুজো করা হত৷
অভিষেক ও সংযুক্তা দু’জনেই ঈশ্বরবিশ্বাসী৷ একাধিক পুজোয় অংশ নিতেন তাঁরা৷ প্রথমে দুর্গাপুজোর সময় ঘটপুজো করা হত৷
advertisement
5/12
তার পর অভিষেক চট্টোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয় দুর্গাপুজো৷ কলকাতায় তাঁদের নিজেদের ফ্ল্যাটে৷
তার পর অভিষেক চট্টোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয় দুর্গাপুজো৷ কলকাতায় তাঁদের নিজেদের ফ্ল্যাটে৷
advertisement
6/12
সংযুক্তা বিশ্বাস করেন জীবনের প্রতি ধাপে তাঁর সঙ্গে, তাঁর পাশে রয়েছেন স্বামী অভিষেক৷
সংযুক্তা বিশ্বাস করেন জীবনের প্রতি ধাপে তাঁর সঙ্গে, তাঁর পাশে রয়েছেন স্বামী অভিষেক৷
advertisement
7/12
এই দুর্গাপুজোতেও সবকিছুই অভিষেকের ইচ্ছেয় সম্পন্ন হয়েছে বলে মনে করেন সংযুক্তা৷
এই দুর্গাপুজোতেও সবকিছুই অভিষেকের ইচ্ছেয় সম্পন্ন হয়েছে বলে মনে করেন সংযুক্তা৷
advertisement
8/12
নিজেদের ফ্ল্যাটের ড্রয়িং রুমে একচালার ছোট্ট প্রতিমা এনে দুর্গাপুজোর আয়োজন করেন সংযুক্তা৷
নিজেদের ফ্ল্যাটের ড্রয়িং রুমে একচালার ছোট্ট প্রতিমা এনে দুর্গাপুজোর আয়োজন করেন সংযুক্তা৷
advertisement
9/12
নিয়মনীতি, ঐতিহ্য পালন করে দুর্গাপুজোর সব অংশ সম্পন্ন করা হল৷
নিয়মনীতি, ঐতিহ্য পালন করে দুর্গাপুজোর সব অংশ সম্পন্ন করা হল৷
advertisement
10/12
পুষ্পাঞ্জলি, সন্ধিপুজো, যজ্ঞ থেকে শুরু করে ধুনুচিনাচ-পুজোর প্রতি ধাপে সক্রিয় ছিলেন সংযুক্তা৷
পুষ্পাঞ্জলি, সন্ধিপুজো, যজ্ঞ থেকে শুরু করে ধুনুচিনাচ-পুজোর প্রতি ধাপে সক্রিয় ছিলেন সংযুক্তা৷
advertisement
11/12
বোধন থেকে বিসর্জন-দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সংযুক্তা৷
বোধন থেকে বিসর্জন-দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সংযুক্তা৷
advertisement
12/12
এভাবেই দুর্গাপুজোর ধারা বহন করে নিয়ে যেতে চান অভিষেকঘরনি সংযুক্তা৷ (সব ছবি : ফেসবুক)
এভাবেই দুর্গাপুজোর ধারা বহন করে নিয়ে যেতে চান অভিষেকঘরনি সংযুক্তা৷ (সব ছবি : ফেসবুক)
advertisement
advertisement
advertisement