Abhishek Bachchan-Aishwarya Rai Divorce Rumors: সব শেষ...! কফিনে শেষ পেরেকটাও পরে গেল! 'দ্বিতীয়' বিয়ে নিয়ে এ কী বললেন অভিষেক! পাত্রী কে?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Abhishek Bachchan-Aishwarya Rai Divorce Rumors: ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের মধ্যে নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্ক নিয়েও কম জলঘোলা হচ্ছে না৷ এর মধ্যেই অভিষেক বচ্চনের একটি পুরনো টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি গুজবের জবাব দিয়ে বলেছেন যে তিনি আবার বিয়ে করবেন।
advertisement
advertisement
advertisement
২০১৪ সালে অভিষেক এবং ঐশ্বর্যকে নিয়ে গুজব উঠেছিল যে তাঁরা বিবাহবিচ্ছেদ করতে চলেছেন। সেই সময়ে, নীরবতা বজায় রাখার পরিবর্তে, অভিষেক বচ্চন এটিকে দৃঢ়ভাবে অস্বীকার করেছিলেন এবং তার ভক্তদের মিথ্যা দাবিগুলিতে মনোযোগ না দিতে বলেছিলেন। এক্স-এ অভিষেক লিখেছেন, 'আসুন স্বীকার করি যে আমি ডিভোর্স নিচ্ছি। আমাকে জানানোর জন্য ধন্যবাদ! তুমি কি আমাকে জানাবে যে আমি আবার বিয়ে করব?'
advertisement
advertisement
গুঞ্জনে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই চরম পর্যায়ে পৌঁছেছে বচ্চন পরিবারের অশান্তি৷ সূত্রের খবর, পারিবারিক দাম্পত্য কলহের জেরে নাকি বাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বর্য রাই বচ্চন৷ তবে কি শুধুই পারিবারিক অশান্তির জন্য ডিভোর্সের পথে হাঁটছেন ঐশ্বর্য-অভিষেক? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে৷