ঐশ্বর্যকে সারপ্রাইজ দিলেন অভিষেক! বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝেই বচ্চন পরিবারে আনন্দের জোয়ার
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
গত কয়েক মাসে কোনও পার্টি বা অনুষ্ঠানেই একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। এও শোনা যাচ্ছিল, তাঁরা না কি আলাদা থাকছেন। ফলে অনেকেই অনুমান করছিলেন, বিবাহবিচ্ছেদ সময়ের অপেক্ষা মাত্র। এসবের মধ্যেই চমকে দিলেন অভিষেক বচ্চন।
অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। ১৭ বছরের দাম্পত্য না কি ভাঙতে চলছে। গত কয়েক মাসে কোনও পার্টি বা অনুষ্ঠানেই একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। এও শোনা যাচ্ছিল, তাঁরা না কি আলাদা থাকছেন। ফলে অনেকেই অনুমান করছিলেন, বিবাহবিচ্ছেদ সময়ের অপেক্ষা মাত্র। এসবের মধ্যেই চমকে দিলেন অভিষেক বচ্চন। সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন নিজেই।
advertisement
একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, একটি নতুন বিলাসবহুল গাড়ি কিনেছেন অভিষেক। বচ্চন পরিবারের নতুন গাড়ির সঙ্গে পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনের সরাসরি সম্পর্ক রয়েছে। ইটাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে অভিষেক তাঁর ভাগ্নে অগস্ত্য নন্দা ও শাহরুখ খানের মেয়ে সুহানাকে নতুন গাড়িতে চাপিয়ে ডিনার ডেটে নিয়ে যান। নতুন গাড়িতে উঠে সুহানা আর অগস্ত্যকে বেশ খুশিই দেখাচ্ছিল।
advertisement
অভিষেকের নতুন গাড়ির ছবি পোস্ট করেছেন সেলেব্রিটি ফটোগ্রাফার যোগেন শাহ। সঙ্গে তিনি লিখেছেন, নতুন গাড়িতে ঐশ্বর্যর পছন্দের নম্বর প্লেট নিয়ে স্ত্রীকে সারপ্রাইজ দিয়েছেন অভিষেক। একই সঙ্গে ঐশ্বর্য ও তাঁর দাম্পত্য সম্পর্ক নিয়ে বলিউডে যত জল্পনা-কল্পনা চলছিল, তাতে জল ঢেলে দিলেন বচ্চন পরিবারের ছেলে। প্রসঙ্গত, কালো রঙের নতুন বিলাসবহুল গাড়ির নম্বর প্লেটের শেষ চারটি সংখ্যা ৫০৫০। যা ঐশ্বর্যর প্রিয় সংখ্যা।
advertisement
অতীতে ঐশ্বর্যর সাদা রঙের একটি ‘মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস’ মডেলের গাড়ি ছিল। সম্প্রতি সেটি বিক্রি হয়ে গিয়েছে। এই গাড়ির নম্বর প্লেটের শেষ চারটি সংখ্যা ছিল এটা। অভিষেক নতুন গাড়িতে সেই সংখ্যা নিয়েই স্ত্রীকে চমকে দিয়েছেন বলে দাবি করেছেন সেলেব্রিটি ফটোগ্রাফার যোগেন শাহ। তবে অনেকে বলছেন, অভিষেকের জন্মদিন ৫ ফেব্রুয়ারি। তাই এটা ঐশ্বর্যর প্রিয় নম্বর না কি অভিষেকের জন্মসংখ্যা মিলিয়ে কেনা, তা স্পষ্ট নয়।
advertisement
মিডিয়া রিপোর্টে আরও লেখা হয়েছে, ঐশ্বর্য যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন ৫০৫০ নম্বর প্লেটের গাড়িতে করেই তাঁকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরাধ্যার জন্মের পর ঐশ্বর্যকে ওই গাড়িতেই বাড়িতে আনা হয়েছিল। যাই হোক, নতুন গাড়ি এবং তার নম্বর প্লেট নিয়ে বচ্চন পরিবারের তরফে এখনও কেউ মুখ খোলেননি। ঐশ্বর্যর প্রিয় নম্বর বলেই অভিষেক এমন নম্বরপ্লেট নিয়েছেন কি না তারও কোনও প্রমাণ নেই। তবে নতুন গাড়িতে অভিষেক-ঐশ্বর্যকে একসঙ্গে এখনও দেখা যায়নি। সেই নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।