Bollywood Gossip: বচ্চন পরিবারের লুকনো তথ্য ফাঁস! সবাটাই ধরা পড়ল ক্যামেরার সামনে, মেয়েকে নিয়ে একাই হলেন ঐশ্বর্য
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Bachchan Family:বহু দিন ধরে যে গুঞ্জন চলছে বলিউডে, সেই আগুনে ঘি পড়ল৷ কারও সামনে আর এই খবর গোপন রইল না৷ সবাটাই চলে এল সামনে৷
এবার চোখে আঙুল দিয়ে যেন সকলের বুঝিয়ে দিলেন তাঁরা আলাদা হচ্ছেন৷ ডিভোর্সের গুঞ্জনের মাঝে এমন ফুটেজে যেন আগুনে ঘি পড়ল৷ একাই হচ্ছেন ঐশ্বর্য, নিজেই সেই কথা বুঝিয়ে দিলেন৷ পুরো বচ্চন পরিবার একদিন, আর একা মেয়েকে নিয়ে থাকলেন নায়িকা৷ সর্বদা সুখী পরিবারের তকমা নিয়ে থাকা বচ্চনদের ঘরের বিরাট ফাটল এবার সামনেই চলে এল৷
advertisement
advertisement
advertisement
advertisement
ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বচ্চন পরিবারে দূরত্ব তৈরি হয়েছে৷ এটা আর কারও অজানা নয়৷ অভিষেকের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে গুঞ্জন জোরদার৷ বচ্চন বাড়ির বৌমা ঐশ্বর্য এখন পরিবারের থেকে আলাদা থাকেন, এটাই শোনা যাচ্ছে৷ মেয়ে শ্বেতাকে সাধের প্রতীক্ষা বাংলো উপহার দেওয়ার পরই অশান্তি চরম ওঠে৷ তারপর থেকেই ঐশ্বর্য কিছুটা এড়িয়েই চলছেন গোটা বচ্চন পরিবারকে৷
advertisement
কিছু বছর আগেও ঐশ্বর্য-জয়ার সম্পর্ক ছিল খুবই মধুর৷ ৫২ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে লাইফটাইম পুরস্কার পান জয়া বচ্চন৷ সে সময় দর্শকাসনে বসে থাকা বৌমা ঐশ্বর্য হাততালিতে ভরিয়ে দিয়েছিলেন৷ খুবই খুশি হয়েছিলেন তিনি৷ এমনকী এক পুরনো সাক্ষাৎকারে জয়াও বৌমার ভূয়সী প্রশংসা করেন৷ এমনকী তিনি বলেন যে ঐশ্বর্য খুবই বুদ্ধিমতী এবং সাংসারিক৷ কিছু ১৭ বছরেই শাশুড়ি-বৌমার সম্পর্ক একবারে তলানিতে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement