হারানো বন্ধু ও তাদের পুনর্মিলনের গল্প 'আবার বছর কুড়ি পরে' (Abar Bochhor Koori Pore)। আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), তনুশ্রী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) থাকছেন চার বন্ধুর ভূমিকায়।
2/ 6
শুক্রবার প্রিয়া সিনেমায় হয়ে গেল ছবির প্রিমিয়ার। বন্ধুত্বের পুনর্মিলন দেখতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কলাকুশলীরা একত্র হয়েছিলেন (Abar Bochhor Koori Pore)।
3/ 6
এছাড়াও ছবিতে দেখা যাবে আর্য দাশগুপ্ত, পূষণ দাশগুপ্ত, তনিকা বসু, দিব্যাশা দাস ও আরও অনেককে। ছবির পরিচালনায় শ্রীমন্ত সেনগুপ্ত। সংগীত দিয়েছেন রণজয় ভট্টাচার্য।
4/ 6
চোখের সামনে ফুটে উঠবে সেই সব ফেলে আসা দিন। পুরনো বন্ধুত্বের মাঝে নতুন কিছুর ঝলকানি দেখা যেতে পারে, এরকম গল্প নিয়েই সিনেমার পর্দায় হাজির হচ্ছে আবার বছর কুড়ি পরে (Abar Bochhor Koori Pore)।
5/ 6
এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অর্পিতা চট্টোপাধ্যায় এবং আবির। থাকছেন তনুশ্রী চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ। এ ছবি বন্ধুত্বের গল্প, স্কুলের বন্ধুদের গল্প, এক টুকরো শৈশবের গল্প।
6/ 6
ছবির শ্যুটিংয়ের বড় অংশ হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ে। ইন্ডাস্ট্রির বহু তারকাই এদিনের প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন।