বিমানবন্দরে হঠাৎ দেখা আমির খান ও চিরঞ্জীবির, একই ফ্রেমে দুই জনপ্রিয় অভিনেতা

Last Updated:
1/5
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবির সঙ্গে হঠাৎ দেখা চিরঞ্জীবির টোকিও বিমানবন্দরে ৷ তবে অনেক হিন্দি ছবিও করেছেন তিনি ৷ দক্ষিণে তিনি আন্না অর্থাৎ দাদা নামেও পরিচিত ৷ সঙ্গে আমির পত্নী কিরণ, চিরঞ্জীবির স্ত্রী সুরেখাও ছিলেন ৷
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবির সঙ্গে হঠাৎ দেখা চিরঞ্জীবির টোকিও বিমানবন্দরে ৷ তবে অনেক হিন্দি ছবিও করেছেন তিনি ৷ দক্ষিণে তিনি আন্না অর্থাৎ দাদা নামেও পরিচিত ৷ সঙ্গে আমির পত্নী কিরণ, চিরঞ্জীবির স্ত্রী সুরেখাও ছিলেন ৷
advertisement
2/5
দুই তারকা একফ্রেমে ৷
দুই তারকা একফ্রেমে ৷
advertisement
3/5
জাপানে শুট শেষে একটু অবসরে চিরঞ্জীবি ৷ স্ত্রী সুরেখার সঙ্গে উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য ৷
জাপানে শুট শেষে একটু অবসরে চিরঞ্জীবি ৷ স্ত্রী সুরেখার সঙ্গে উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য ৷
advertisement
4/5
সুরেন্দ্র রেড্ডির নির্দেশনায় অ্যাকশনে ভরপুর ছবির একটি বড় অংশ জাপানের সায়রায় শুটিং হয়েছে ৷
সুরেন্দ্র রেড্ডির নির্দেশনায় অ্যাকশনে ভরপুর ছবির একটি বড় অংশ জাপানের সায়রায় শুটিং হয়েছে ৷
advertisement
5/5
প্রযোজক জানিয়েছেন সম্ভবত ছবিটি বিজয়া দশমীর সময়ে মুক্তি পাবে ৷ তাই একটু ধীর গতিতে শুটিং হচ্ছে ৷ তবে ঠিক সময়েই সম্পন্ন হবে বলেই আশা করেছেন তিনি ৷
প্রযোজক জানিয়েছেন সম্ভবত ছবিটি বিজয়া দশমীর সময়ে মুক্তি পাবে ৷ তাই একটু ধীর গতিতে শুটিং হচ্ছে ৷ তবে ঠিক সময়েই সম্পন্ন হবে বলেই আশা করেছেন তিনি ৷
advertisement
advertisement
advertisement