Ira Khan Wedding Date: বিয়ের পিঁড়িতে আমির কন্যা! বয়সে দ্বিগুন বাবার ফিটনেস ট্রেনারের সঙ্গেই সাতপাকে ঘুরবেন ইরা, কবে,কোথায় বসছে আসর

Last Updated:
Ira Khan Wedding Date: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির কন্যা ইরা৷ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে জানুয়ারি মাসে নূপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ইরা৷
1/6
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খানকে নিয়ে সর্বদাই চর্চা চলে বলিমহলে। কখনও প্রেমিকের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে আবার কখনও বিচ্ছেদের খবরে লাইমলাইটে এসেছিলেন ইরা।
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খানকে নিয়ে সর্বদাই চর্চা চলে বলিমহলে। কখনও প্রেমিকের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে আবার কখনও বিচ্ছেদের খবরে লাইমলাইটে এসেছিলেন ইরা।
advertisement
2/6
বেশ কয়েকবছর ধরেই নতুন সম্পর্কে জড়িয়েছেন আমির খানের মেয়ে ইরা খান। বয়সে দ্বিগুন বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ইরা৷ ২০২২ সালে ১৮ নভেম্বর নূপুরের সঙ্গে বাগদানও সেরে নিয়েছেন ইরা৷ অনুষ্ঠানে আমিরের প্রাক্তন দুই স্ত্রী সহ পরিবারের সকলেই উপস্থিত ছিলেন৷
বেশ কয়েকবছর ধরেই নতুন সম্পর্কে জড়িয়েছেন আমির খানের মেয়ে ইরা খান। বয়সে দ্বিগুন বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ইরা৷ ২০২২ সালে ১৮ নভেম্বর নূপুরের সঙ্গে বাগদানও সেরে নিয়েছেন ইরা৷ অনুষ্ঠানে আমিরের প্রাক্তন দুই স্ত্রী সহ পরিবারের সকলেই উপস্থিত ছিলেন৷
advertisement
3/6
এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির কন্যা ইরা৷ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে জানুয়ারি মাসের ৩ তারিখ নূপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ইরা৷
এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির কন্যা ইরা৷ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে জানুয়ারি মাসের ৩ তারিখ নূপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ইরা৷
advertisement
4/6
সূত্রের খবর, রাজস্থানের উদয়পুরে বসতে চলেছে আমির কন্যার বিবাহ আসর৷ তিনদিন ধরে চলবে ইরার বিয়ের অনুষ্ঠান৷ জানা গিয়েছে, ইরা ও নূপুরের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধ-বান্ধবদের উপস্থিতিতে সাতপাকে ঘুরবেন ইরা৷
সূত্রের খবর, রাজস্থানের উদয়পুরে বসতে চলেছে আমির কন্যার বিবাহ আসর৷ তিনদিন ধরে চলবে ইরার বিয়ের অনুষ্ঠান৷ জানা গিয়েছে, ইরা ও নূপুরের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধ-বান্ধবদের উপস্থিতিতে সাতপাকে ঘুরবেন ইরা৷
advertisement
5/6
সূত্র থেকে আরও জানা গেছে, বলিউডের মি.পারফেরশনিস্টের একমাত্র মেয়ের বিয়েতে বলি ইন্ডাস্ট্রির কেউই সেভাবে উপস্থিত থাকবেন না৷ ইতিমধ্যেই নাকি বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অভিনেতা৷
সূত্র থেকে আরও জানা গেছে, বলিউডের মি.পারফেরশনিস্টের একমাত্র মেয়ের বিয়েতে বলি ইন্ডাস্ট্রির কেউই সেভাবে উপস্থিত থাকবেন না৷ ইতিমধ্যেই নাকি বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অভিনেতা৷
advertisement
6/6
আমিরের ব্যক্তিগত ট্রেনার নূপুর শিখার ইরারও ট্রেনারও বটে। বলিউডের নামকরা ফিটনেস ট্রেনারদের মধ্যে তিনি একজন। মুম্বইয়ের ফিটনেজম ফিটনেস এক্সপার্ট-এর মালিক তিনি। এছাড়া সুস্মিতা সেন সহ একাধিক তারকারদেরই ট্রেনার ছিলেন নূপুর।
আমিরের ব্যক্তিগত ট্রেনার নূপুর শিখার ইরারও ট্রেনারও বটে। বলিউডের নামকরা ফিটনেস ট্রেনারদের মধ্যে তিনি একজন। মুম্বইয়ের ফিটনেজম ফিটনেস এক্সপার্ট-এর মালিক তিনি। এছাড়া সুস্মিতা সেন সহ একাধিক তারকারদেরই ট্রেনার ছিলেন নূপুর।
advertisement
advertisement
advertisement