Ira-Nupur reception: ইরা-নূপুরের রিসেপশনে চাঁদের হাট! আচমকা উধাও সৎ মা কিরণ, কেন এলেন না জানেন?

Last Updated:
Ira-Nupur reception: মেয়ের রিসেপশনের দিন সন্ধ্যায় সপরিবারে পোজ দেন আমির খান৷ তবে সকলের মধ্যে দেখা মিলল না ইরার সৎ মা কিরণ রাওয়ের৷
1/6
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খান৷ বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের গলাতেই ১০ জানুয়ারি মালা দিলেন ইরা খান৷ পরিবার ও আত্মীয়দের নিয়ে চারহাত এক হল তাঁদের৷ বিয়ের পর রিসেপশনও বসল চাঁদের হাট৷
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কন্যা ইরা খান৷ বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের গলাতেই ১০ জানুয়ারি মালা দিলেন ইরা খান৷ পরিবার ও আত্মীয়দের নিয়ে চারহাত এক হল তাঁদের৷ বিয়ের পর রিসেপশনও বসল চাঁদের হাট৷
advertisement
2/6
শনিবার রাতে মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচাব়্যাল সেন্টারে বসেছিল ইরা ও নুপুরের গ্র্যান্ড রিসেপশন৷ সেখানেও উপচে পড়েছিল বলি তারকাদের ভিড়৷ নবদম্পতিকে আর্শীবাদে ভরিয়ে দিয়েছিলেন বলিউডের লেজেন্ড সায়রা বানু, রেখা, ধর্মেন্দ্র, জয়া থেকে ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, শাহরুখ, সলমন সহ প্রমুখরা৷
শনিবার রাতে মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচাব়্যাল সেন্টারে বসেছিল ইরা ও নুপুরের গ্র্যান্ড রিসেপশন৷ সেখানেও উপচে পড়েছিল বলি তারকাদের ভিড়৷ নবদম্পতিকে আর্শীবাদে ভরিয়ে দিয়েছিলেন বলিউডের লেজেন্ড সায়রা বানু, রেখা, ধর্মেন্দ্র, জয়া থেকে ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, শাহরুখ, সলমন সহ প্রমুখরা৷
advertisement
3/6
মেয়ের রিসেপশনের দিন সন্ধ্যায় সপরিবারে পোজ দেন আমির খান৷ তবে সকলের মধ্যে দেখা মিলল না ইরার সৎ মা কিরণ রাওয়ের৷ শেষলগ্নে এসে কেন এলেন না কিরণ রাও, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে৷
মেয়ের রিসেপশনের দিন সন্ধ্যায় সপরিবারে পোজ দেন আমির খান৷ তবে সকলের মধ্যে দেখা মিলল না ইরার সৎ মা কিরণ রাওয়ের৷ শেষলগ্নে এসে কেন এলেন না কিরণ রাও, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে৷
advertisement
4/6
বিচ্ছেদের পরও দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে দারুণ সম্পর্ক আমিরের৷ এমনকী ইরার সঙ্গে তাঁর সম্পর্ক অটুট৷ আমিরের মেয়ের বিয়ের সব অনুষ্ঠানেই নাচে-গানে আসর মাতাতে দেখা গেছে কিরণ রাও-কে৷ তবে কেন শেষ মুহূর্তে এলেন না কিরণ, তা নিয়ে চর্চা চলছে৷
বিচ্ছেদের পরও দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে দারুণ সম্পর্ক আমিরের৷ এমনকী ইরার সঙ্গে তাঁর সম্পর্ক অটুট৷ আমিরের মেয়ের বিয়ের সব অনুষ্ঠানেই নাচে-গানে আসর মাতাতে দেখা গেছে কিরণ রাও-কে৷ তবে কেন শেষ মুহূর্তে এলেন না কিরণ, তা নিয়ে চর্চা চলছে৷
advertisement
5/6
কিরণকে নিয়ে চর্চার মধ্যে আমির ভেনুতে এসেই জানান, কিরণের আজ শরীরটা ভাল নেই৷ তাই নিজের টিমকে এখানে পাঠিয়েছে৷ ওর আপকামিং ছবিটা যে আসছে লাপাতা লেডিজ, এঁরা সকলেই সেই ছবির কাস্ট৷ এককথায় বলতে গেলে, ইরার রিসেপশনে কিরণের অনুপস্থিতিতে প্রাক্তন স্ত্রী সিনেমার প্রচারও সারলেন আমির খান৷
কিরণকে নিয়ে চর্চার মধ্যে আমির ভেনুতে এসেই জানান, কিরণের আজ শরীরটা ভাল নেই৷ তাই নিজের টিমকে এখানে পাঠিয়েছে৷ ওর আপকামিং ছবিটা যে আসছে লাপাতা লেডিজ, এঁরা সকলেই সেই ছবির কাস্ট৷ এককথায় বলতে গেলে, ইরার রিসেপশনে কিরণের অনুপস্থিতিতে প্রাক্তন স্ত্রী সিনেমার প্রচারও সারলেন আমির খান৷
advertisement
6/6
পরিবারের সকলের সঙ্গে ফ্যামিলি পিকচারে কিরণ রাও গরহাজির থাকলেও দেখা গেল ইরার সৎ ভাই কিরণ পুত্র আজাদ খানের৷ এছাড়াও হাজির ছিলেন মা রীনা দত্ত, আমিরের বোনপো ইমরান খান, বোন নিখাত খান-সহ জামাই নুপূরের গোটা পরিবার।
পরিবারের সকলের সঙ্গে ফ্যামিলি পিকচারে কিরণ রাও গরহাজির থাকলেও দেখা গেল ইরার সৎ ভাই কিরণ পুত্র আজাদ খানের৷ এছাড়াও হাজির ছিলেন মা রীনা দত্ত, আমিরের বোনপো ইমরান খান, বোন নিখাত খান-সহ জামাই নুপূরের গোটা পরিবার।
advertisement
advertisement
advertisement