Aamir Khan-Mr. Perfectionist: চায়ের কাপেই সব কিছুর সূত্রপাত; এভাবেই বি-টাউনের ‘মিস্টার পারফেকশনিস্ট’ হয়ে উঠেছিলেন আমির খান
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Aamir Khan Reveals How He Got The Label Of ‘Perfectionist’: বি-টাউনে আমি খান ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামেও প্রসিদ্ধ। কিন্তু কীভাবে এই তকমা পেলেন, সেটাই এবার রিয়েলিটি শোয়ের মঞ্চে তুলে ধরলেন অভিনেতা।
advertisement
advertisement
advertisement
সেই গল্প মনে করে অভিনেতা বলেন, “যখন আমি রুপোলি জগতে নতুন এসেছিলাম, তখন ‘দিল’ ছবির শ্যুটিং করছিলাম। ইন্দ্রকুমার ছিলেন পরিচালক আর চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন বাবা আজমি। সেই সময়কার সেরা ক্যামেরাম্যান ছিলেন তিনিই। তো আমরা মাঝেমধ্যেই তাঁর বাড়িতে যেতাম। সেরকমই একদিন তাঁর বাড়িতে ছবির বিষয়েই আমরা আলোচনায় মত্ত ছিলাম। সেই সময় শাবানাজি আমাদের জন্য চা নিয়ে এসেছিলেন। তিনি প্রশ্ন করেন, আমির, তুমি কতটা চিনি নেবে?”
advertisement
তবে সেই সময় আলোচনায় আমির এতটাই মত্ত ছিলেন যে, শাবানার প্রশ্নটা তিনি খেয়ালই করেননি। ফলে অভিনেত্রী ফের একই প্রশ্ন জিজ্ঞাসা করেন। সেই প্রসঙ্গে আমির বলে চলেন, “আমি আলোচনায় এতটাই মত্ত ছিলাম যে, খেয়ালই করিনি। আমি পিছন ফিরে তাঁকে দেখি। তাঁর প্রশ্নটা বুঝতেই আমার পাঁচ সেকেন্ড মতো সময় লেগে যায়। এরপর আমি জানতে চাই, গ্লাসটা কত বড়? উনি আমায় কাপটা দেখান। তাতেও আমি আলোচনায় মত্ত ছিলাম। এরপর আমি জানতে চাই, চিনির চামচটা কত বড়? উনি সেটাও আমায় দেখান। তখন আমি বলি, এক চামচ।”
advertisement