Ira Khan-Nupur Shikhare Wedding: কলাপাতায় সাদামাটা খাবার! আমির-কন্যার বিয়ে উপলক্ষে খান পরিবারে কী মেন্যু ছিল জানুন, মুগ্ধ হবেন আপনিও

Last Updated:
Aamir Khan's Daughter Ira Khan Wedding: জিও ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত হবে সেই অনুষ্ঠান৷ প্রায় ৯০০ জন অতিথি সমাগম হবে সেখানে৷ অর্থাৎ খান পরিবারের খানদানি বিয়ের মেয়াদ চলবে প্রায় আধা মাস!
1/6
আজই গাঁটছড়া বাঁধবেন ইরা খান এবং নূপুর শিখারে। আমির খানের কন্যার বিয়ে বলে কথা, চারদিকে সানাইয়ের সুরেলা আবহ। আমির এবং তাঁর প্রথম স্ত্রী রীনা দত্ত ছাড়াও এই বিয়েতে সমান ভাবে অংশগ্রহণ করেছেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও।
আজই গাঁটছড়া বাঁধবেন ইরা খান এবং নূপুর শিখারে। আমির খানের কন্যার বিয়ে বলে কথা, চারদিকে সানাইয়ের সুরেলা আবহ। আমির এবং তাঁর প্রথম স্ত্রী রীনা দত্ত ছাড়াও এই বিয়েতে সমান ভাবে অংশগ্রহণ করেছেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও।
advertisement
2/6
প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে আমিরের দুই সন্তান। ইরা খান এবং জুনেইদ খান। দীর্ঘদিনের প্রেমিক, ফিটনেস প্রশিক্ষক নূপুরকে বিয়ে করছেন ইরা।
প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে আমিরের দুই সন্তান। ইরা খান এবং জুনেইদ খান। দীর্ঘদিনের প্রেমিক, ফিটনেস প্রশিক্ষক নূপুরকে বিয়ে করছেন ইরা।
advertisement
3/6
প্রথমে রেজিস্ট্রি হবে বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ডে৷ ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত থাকবেন সেখানে৷ এরপর ৮ জানুয়ারি উদয়পুর প্যালেসে হবে বিয়ের অনুষ্ঠান৷ সেখান থেকে ফিরে এসে মুম্বইয়ে আবার বসবে একটি আসর, যেখানে আমন্ত্রিত বলিউডের সকলে৷
প্রথমে রেজিস্ট্রি হবে বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ডে৷ ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত থাকবেন সেখানে৷ এরপর ৮ জানুয়ারি উদয়পুর প্যালেসে হবে বিয়ের অনুষ্ঠান৷ সেখান থেকে ফিরে এসে মুম্বইয়ে আবার বসবে একটি আসর, যেখানে আমন্ত্রিত বলিউডের সকলে৷
advertisement
4/6
জিও ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত হবে সেই অনুষ্ঠান৷ প্রায় ৯০০ জন অতিথি সমাগম হবে সেখানে৷ অর্থাৎ খান পরিবারের খানদানি বিয়ের মেয়াদ চলবে প্রায় ১৫ দিন!
জিও ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত হবে সেই অনুষ্ঠান৷ প্রায় ৯০০ জন অতিথি সমাগম হবে সেখানে৷ অর্থাৎ খান পরিবারের খানদানি বিয়ের মেয়াদ চলবে প্রায় ১৫ দিন!
advertisement
5/6
জোর প্রস্তুতি শুরু হয়েছে দিন কয়েক ধরে। প্রাক বিবাহ অনুষ্ঠানে খান পরিবারে কী ধরনের খাবার রাখা হয়েছিল জানেন? নূপুরের পোস্ট করা ছবিতে সাদামাটা খানাপিনার ঝলক দেখা গিয়েছে।
জোর প্রস্তুতি শুরু হয়েছে দিন কয়েক ধরে। প্রাক বিবাহ অনুষ্ঠানে খান পরিবারে কী ধরনের খাবার রাখা হয়েছিল জানেন? নূপুরের পোস্ট করা ছবিতে সাদামাটা খানাপিনার ঝলক দেখা গিয়েছে।
advertisement
6/6
বর-কনে একে অপরকে খাইয়ে দিচ্ছেন নিজের হাতে। তাঁদের সামনে রয়েছে কলাপাতা। আর তাতে দেখা যাচ্ছে, দোসা, সম্বর, মোদক, কিছু ভুজিয়া, হালুয়া এবং চাটনি।
বর-কনে একে অপরকে খাইয়ে দিচ্ছেন নিজের হাতে। তাঁদের সামনে রয়েছে কলাপাতা। আর তাতে দেখা যাচ্ছে, দোসা, সম্বর, মোদক, কিছু ভুজিয়া, হালুয়া এবং চাটনি।
advertisement
advertisement
advertisement