থিয়েটারের ক্লাসে ছাত্রীদের জামাকাপড় খুলে দাঁড়ানোর নির্দেশ! অভিযোগ দায়ের হল জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে

Last Updated:
1/7
• জনপ্রিয় থিয়েটার অভিনেতা ও প্রশিক্ষক বিনয় বর্মার বিরুদ্ধে বুধবার একটি অভিযোগ দায়ের করা হল হায়দরাবাদের নারায়ণগুড়া থানায় ৷
• জনপ্রিয় থিয়েটার অভিনেতা ও প্রশিক্ষক বিনয় বর্মার বিরুদ্ধে বুধবার একটি অভিযোগ দায়ের করা হল হায়দরাবাদের নারায়ণগুড়া থানায় ৷
advertisement
2/7
• অভিযোগ, থিয়েটারের ক্লাস চলাকালীন ২১ বছরের এক ছাত্রীকে জামাকাপড় খুলে দাঁড়ানোর কথা বলেন তিনি ৷
• অভিযোগ, থিয়েটারের ক্লাস চলাকালীন ২১ বছরের এক ছাত্রীকে জামাকাপড় খুলে দাঁড়ানোর কথা বলেন তিনি ৷
advertisement
3/7
• পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রীটি সপ্তাহ দুয়েক আগে বিনয় বর্মার ‘সূত্রধর’-এ অভিনয় শিখতে এসেছেন ৷ হিমায়তনগরের এই ‘সূত্রধর’ গ্রুপটি বিনয় বর্মাই চালান ৷
• পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রীটি সপ্তাহ দুয়েক আগে বিনয় বর্মার ‘সূত্রধর’-এ অভিনয় শিখতে এসেছেন ৷ হিমায়তনগরের এই ‘সূত্রধর’ গ্রুপটি বিনয় বর্মাই চালান ৷
advertisement
4/7
• ওই ছাত্রী পুলিশকে জানান, গত ১৫ এপ্রিল সকালে সূত্রধরের ক্লাস গিয়েছিলেন তিনি ৷ সেদিন হঠাৎই বিনয় স্যার ঘরের সমস্ত দরজা-জানলা বন্ধ করে দিতে বলেন ৷ তারপরেই সকলকে জামাকাপড় খোলার নির্দেশ দেন তিনি ৷
• ওই ছাত্রী পুলিশকে জানান, গত ১৫ এপ্রিল সকালে সূত্রধরের ক্লাস গিয়েছিলেন তিনি ৷ সেদিন হঠাৎই বিনয় স্যার ঘরের সমস্ত দরজা-জানলা বন্ধ করে দিতে বলেন ৷ তারপরেই সকলকে জামাকাপড় খোলার নির্দেশ দেন তিনি ৷
advertisement
5/7
• ওই ছাত্রী জানান, সে সময় তিনি ও আর একটি মেয়ে ছাড়া ক্লাসে সকলেই ছিলেন পুরুষ ৷ বিনয় বর্মা এ ধরণের নির্দেশ দেওয়ায় প্রথমে কেউ কোনও কথা বলতে পারেননি ৷ তবে প্রথম থেকেই তিনি এর প্রতিবাদ শুরু করেন ৷ পুলিশেও তিনিই অভিযোগ দায়ের করেন ৷
• ওই ছাত্রী জানান, সে সময় তিনি ও আর একটি মেয়ে ছাড়া ক্লাসে সকলেই ছিলেন পুরুষ ৷ বিনয় বর্মা এ ধরণের নির্দেশ দেওয়ায় প্রথমে কেউ কোনও কথা বলতে পারেননি ৷ তবে প্রথম থেকেই তিনি এর প্রতিবাদ শুরু করেন ৷ পুলিশেও তিনিই অভিযোগ দায়ের করেন ৷
advertisement
6/7
• জেরায় বর্মা জানিয়েছেন, তিনি জামাকাপড় খুলতে বলেছিলেন ঠিকই ৷ কিন্তু তিনি নগ্ন হতে বলেননি ৷ তিনি শুধু উপরের শার্ট বা টপ খুলতে বলেছিলেন ৷ কারণ এটা অভিনয়ের অংশ ছিল ৷ এর আগের ওয়ার্কশপেও তিনি এভাবে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়েছেন ৷ এ নিয়ে আগে কোনও বিতর্ক হয়নি ৷
• জেরায় বর্মা জানিয়েছেন, তিনি জামাকাপড় খুলতে বলেছিলেন ঠিকই ৷ কিন্তু তিনি নগ্ন হতে বলেননি ৷ তিনি শুধু উপরের শার্ট বা টপ খুলতে বলেছিলেন ৷ কারণ এটা অভিনয়ের অংশ ছিল ৷ এর আগের ওয়ার্কশপেও তিনি এভাবে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়েছেন ৷ এ নিয়ে আগে কোনও বিতর্ক হয়নি ৷
advertisement
7/7
• বর্মা জানিয়েছেন, ওই ছাত্রী প্রতিবাদ জানানোয় তিনি তাঁকে ক্লাস ছেড়ে দেওয়ার কথা বলেন ৷ এমনকি তাঁর টাকা ফিরিয়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয় ৷ সে কথা তিনি শোনেননি ৷ এবার যা বলার আদালতে গিয়েই বলবেন বলে জানান বিনয় বর্মা ৷
• বর্মা জানিয়েছেন, ওই ছাত্রী প্রতিবাদ জানানোয় তিনি তাঁকে ক্লাস ছেড়ে দেওয়ার কথা বলেন ৷ এমনকি তাঁর টাকা ফিরিয়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয় ৷ সে কথা তিনি শোনেননি ৷ এবার যা বলার আদালতে গিয়েই বলবেন বলে জানান বিনয় বর্মা ৷
advertisement
advertisement
advertisement