একটা ভুল সিদ্ধান্তই ধসিয়ে দেয় কেরিয়ার! বিয়ে নয়, এই অভিনেত্রীকে কেন সিনেমা ছাড়তে হয়েছিল জানলে খারাপ লাগবে

Last Updated:
Actress who charge more than actors: শোনা যায় কানাঘুষোয়, ঊর্মিলা না কি নায়কদের চেয়ে বেশি পারিশ্রমিক চাইতেন! সেটা সমস্যা তৈরি করে থাকলেও একমাত্র কারণ নয় কেরিয়ার শেষ হয়ে যাওয়ার। ঊর্মিলার জীবনে সবচেয়ে বড় ভুল পরিচালক রামগোপাল ভার্মা, সেরকমটাই অন্তত সিনেমহল দাবি করে থাকে।
1/8
ব্যক্তিগত জীবন যে কেরিয়ারে প্রভাব ফেলে, তা বলিউডে আকছার চোখে পড়ে। এই যেমন হিমালয় দাসানিকে বিয়ের পর স্বামী ছাড়া আর কারও সঙ্গে ছবি করবেন বলে একেবারে বসে গেল ভাগ্যশ্রীর কেরিয়ার। ঊর্মিলা মাতন্ডকরের বিয়ে নিয়ে কিন্তু সে কথা ঠিক বলা যাবে না। বিয়ে যখন করেছেন নায়িকা, তত দিনে লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে বহু দূরে সরে গিয়েছেন তিনি। Photo: Instagram
ব্যক্তিগত জীবন যে কেরিয়ারে প্রভাব ফেলে, তা বলিউডে আকছার চোখে পড়ে। এই যেমন হিমালয় দাসানিকে বিয়ের পর স্বামী ছাড়া আর কারও সঙ্গে ছবি করবেন বলে একেবারে বসে গেল ভাগ্যশ্রীর কেরিয়ার। ঊর্মিলা মাতন্ডকরের বিয়ে নিয়ে কিন্তু সে কথা ঠিক বলা যাবে না। বিয়ে যখন করেছেন নায়িকা, তত দিনে লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে বহু দূরে সরে গিয়েছেন তিনি। Photo: Instagram
advertisement
2/8
অথচ, তেমনটা হওয়ার কথা ছিল না। শিশু অভিনেতারা সব সময়ে বড় হয়ে রুপোলি পর্দায় নিজের জায়গা গড়তে সক্ষম হন না, ঊর্মিলা কিন্তু সেটা পেরেছিলেন। মাসুম ছবির ছোট্ট মেয়ে বড় হয়ে রীতিমতো দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন, তাঁর সময়ের শীর্ষ নায়িকার সম্মানও পেয়েছেন। তাহলে ভুল কোথায় হল? Photo: Instagram
অথচ, তেমনটা হওয়ার কথা ছিল না। শিশু অভিনেতারা সব সময়ে বড় হয়ে রুপোলি পর্দায় নিজের জায়গা গড়তে সক্ষম হন না, ঊর্মিলা কিন্তু সেটা পেরেছিলেন। মাসুম ছবির ছোট্ট মেয়ে বড় হয়ে রীতিমতো দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন, তাঁর সময়ের শীর্ষ নায়িকার সম্মানও পেয়েছেন। তাহলে ভুল কোথায় হল? Photo: Instagram
advertisement
3/8
শোনা যায় কানাঘুষোয়, ঊর্মিলা না কি নায়কদের চেয়ে বেশি পারিশ্রমিক চাইতেন! সেটা সমস্যা তৈরি করে থাকলেও একমাত্র কারণ নয় কেরিয়ার শেষ হয়ে যাওয়ার। ঊর্মিলার জীবনে সবচেয়ে বড় ভুল পরিচালক রামগোপাল ভার্মা, সেরকমটাই অন্তত সিনেমহল দাবি করে থাকে। Photo: Instagram
শোনা যায় কানাঘুষোয়, ঊর্মিলা না কি নায়কদের চেয়ে বেশি পারিশ্রমিক চাইতেন! সেটা সমস্যা তৈরি করে থাকলেও একমাত্র কারণ নয় কেরিয়ার শেষ হয়ে যাওয়ার। ঊর্মিলার জীবনে সবচেয়ে বড় ভুল পরিচালক রামগোপাল ভার্মা, সেরকমটাই অন্তত সিনেমহল দাবি করে থাকে। Photo: Instagram
advertisement
4/8
আবার এটাও অস্বীকার করা যায় না রামগোপাল ভার্মার ছবি থেকেই পর্দায় সকলের নজর বিশেষ করে কেড়েছেন নায়িকা। রঙ্গিলা এখনও ভারতীয় ছবির ধারায় রত্নবিশেষ। কিন্তু এর পরেই শুরু হল নিয়তির খেলা। বলা হয় যে, নায়িকা পরিচালকের প্রেমে পড়লেন। Photo: Instagram
আবার এটাও অস্বীকার করা যায় না রামগোপাল ভার্মার ছবি থেকেই পর্দায় সকলের নজর বিশেষ করে কেড়েছেন নায়িকা। রঙ্গিলা এখনও ভারতীয় ছবির ধারায় রত্নবিশেষ। কিন্তু এর পরেই শুরু হল নিয়তির খেলা। বলা হয় যে, নায়িকা পরিচালকের প্রেমে পড়লেন। Photo: Instagram
advertisement
5/8
সেই সময়ে ঊর্মিলা শুধু রামগোপাল ভার্মার ছবিতেই কাজ করে গিয়েছেন। দৌড়, সত্যা, কৌন, মস্ত, জঙ্গল, পেয়ার তুনে কেয়া কিয়া, ভূত- একের পর এক কেবলই ভার্মার ছবি, অন্য পরিচালকদের ছবি সেভাবে নেই! এই বিষয়টা নায়িকার কেরিয়ারে বড় এক ধাক্কা দেয়। Photo: Instagram
সেই সময়ে ঊর্মিলা শুধু রামগোপাল ভার্মার ছবিতেই কাজ করে গিয়েছেন। দৌড়, সত্যা, কৌন, মস্ত, জঙ্গল, পেয়ার তুনে কেয়া কিয়া, ভূত- একের পর এক কেবলই ভার্মার ছবি, অন্য পরিচালকদের ছবি সেভাবে নেই! এই বিষয়টা নায়িকার কেরিয়ারে বড় এক ধাক্কা দেয়। Photo: Instagram
advertisement
6/8
রামগোপাল ভার্মা সেই সময়ে বিবাহিত ছিলেন। শোনা যায়, স্ত্রী রত্নার কানে তাঁদের সম্পর্কের কথা আসে। রত্না নায়িকাকে এই নিয়ে চড়ও মেরেছিলেন! এর পরে রামগোপালের সঙ্গে তাঁর ডিভোর্স হয়ে যায় ঠিকই, তবে ঊর্মিলার সঙ্গে পরিচালকের ছবি করাও বন্ধ হয়ে যায়। কারণটা শুধু ব্যক্তিগত সম্পর্ক নাও হতে পারে, কেন না, ধীরে ধীরে ভার্মার ছবি আর বক্স অফিসে সাফল্য পাচ্ছিল না! এক সময়ে তাঁর ছবি বানানোও বন্ধ হয়ে যায়। Photo: Instagram
রামগোপাল ভার্মা সেই সময়ে বিবাহিত ছিলেন। শোনা যায়, স্ত্রী রত্নার কানে তাঁদের সম্পর্কের কথা আসে। রত্না নায়িকাকে এই নিয়ে চড়ও মেরেছিলেন! এর পরে রামগোপালের সঙ্গে তাঁর ডিভোর্স হয়ে যায় ঠিকই, তবে ঊর্মিলার সঙ্গে পরিচালকের ছবি করাও বন্ধ হয়ে যায়। কারণটা শুধু ব্যক্তিগত সম্পর্ক নাও হতে পারে, কেন না, ধীরে ধীরে ভার্মার ছবি আর বক্স অফিসে সাফল্য পাচ্ছিল না! এক সময়ে তাঁর ছবি বানানোও বন্ধ হয়ে যায়। Photo: Instagram
advertisement
7/8
ঊর্মিলা এর পর আর বলিউডে সেভাবে কাজ পাননি! এর পর মণীশ মালহোত্রার ভাইঝি ঋদ্ধি মালহোত্রার বিয়েতে তাঁর সঙ্গে আলাপ হয় কাশ্মীর থেকে বলিউডে আসা সুপুরুষ মডেল এবং অভিনেতা মহসিন আখতারের সঙ্গে। ২০১৬ সালে বয়সে ১০ বছরের ছোট মহসিনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নায়িকা- হিন্দু এবং ইসলাম উভয় মতেই বিয়ে হয়েছিল। Photo: Instagram
ঊর্মিলা এর পর আর বলিউডে সেভাবে কাজ পাননি! এর পর মণীশ মালহোত্রার ভাইঝি ঋদ্ধি মালহোত্রার বিয়েতে তাঁর সঙ্গে আলাপ হয় কাশ্মীর থেকে বলিউডে আসা সুপুরুষ মডেল এবং অভিনেতা মহসিন আখতারের সঙ্গে। ২০১৬ সালে বয়সে ১০ বছরের ছোট মহসিনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নায়িকা- হিন্দু এবং ইসলাম উভয় মতেই বিয়ে হয়েছিল। Photo: Instagram
advertisement
8/8
তবে, ২০২৪ সালে দীর্ঘ আট বছরের দাম্পত্যের পর সেই বিয়েতেও ইতি টেনে দেন নায়িকা। শোনা যায়, তিনি ডিভোর্স ফাইল করেছেন। যদিও, কেন বিয়ে ভাঙল, সে নিয়ে ঊর্মিলা বা আখতার, কেউই কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি! Photo: Instagram
তবে, ২০২৪ সালে দীর্ঘ আট বছরের দাম্পত্যের পর সেই বিয়েতেও ইতি টেনে দেন নায়িকা। শোনা যায়, তিনি ডিভোর্স ফাইল করেছেন। যদিও, কেন বিয়ে ভাঙল, সে নিয়ে ঊর্মিলা বা আখতার, কেউই কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি! Photo: Instagram
advertisement
advertisement
advertisement