শ্যুটিং করতে করতেই ব্রেন স্ট্রোক, ICU-তে ‘আশিকি’ স্টার রাহুল রায়
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় বলিউড সহ আশিকি নায়কের ভক্তকুল ৷
কার্গিলে শ্যুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাহুল রায় ৷ তড়িঘড়ি আশিকি তারকাকে মুম্বই উড়িয়ে এনে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, বলিউড তারকা এখন আইসিইউতে থাকলেও আপাতত তিনি স্থিতিশীল ৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও জানাচ্ছেন চিকিৎসকেরা ৷ অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় বলিউড সহ আশিকি নায়কের ভক্তকুল ৷
advertisement
advertisement
advertisement