শ্যুটিং করতে করতেই ব্রেন স্ট্রোক, ICU-তে ‘আশিকি’ স্টার রাহুল রায়

Last Updated:
অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় বলিউড সহ আশিকি নায়কের ভক্তকুল ৷
1/4
কার্গিলে শ্যুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাহুল রায় ৷ তড়িঘড়ি আশিকি তারকাকে মুম্বই উড়িয়ে এনে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, বলিউড তারকা এখন আইসিইউতে থাকলেও আপাতত তিনি স্থিতিশীল ৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও জানাচ্ছেন চিকিৎসকেরা ৷ অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় বলিউড সহ আশিকি নায়কের ভক্তকুল ৷
কার্গিলে শ্যুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাহুল রায় ৷ তড়িঘড়ি আশিকি তারকাকে মুম্বই উড়িয়ে এনে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, বলিউড তারকা এখন আইসিইউতে থাকলেও আপাতত তিনি স্থিতিশীল ৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও জানাচ্ছেন চিকিৎসকেরা ৷ অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় বলিউড সহ আশিকি নায়কের ভক্তকুল ৷
advertisement
2/4
সূত্রের খবর, কার্গিলে 'LAC- লিভ দ্য ব্যাটল' নামে একটি ছবির শ্যুটিং করছিলেন রাহুল রায়। অসম্ভব ঠান্ডার কারণেই ৫২ বছরের এই অভিনেতার মস্তিষ্কে আচমকা রক্তক্ষরণ শুরু হয় ৷ ব্রেন স্ট্রোকের আশঙ্কাতেই তৎক্ষণাৎ অভিনেতাকে শ্রীনগরে আনা হয় ৷ সেখান থেকে মুম্বই ৷
সূত্রের খবর, কার্গিলে 'LAC- লিভ দ্য ব্যাটল' নামে একটি ছবির শ্যুটিং করছিলেন রাহুল রায়। অসম্ভব ঠান্ডার কারণেই ৫২ বছরের এই অভিনেতার মস্তিষ্কে আচমকা রক্তক্ষরণ শুরু হয় ৷ ব্রেন স্ট্রোকের আশঙ্কাতেই তৎক্ষণাৎ অভিনেতাকে শ্রীনগরে আনা হয় ৷ সেখান থেকে মুম্বই ৷
advertisement
3/4
১৯৯০ সালে বলিউডে আর্বিভাব রাহুল রায়ের ৷ প্রথম ছবি মহেশ ভাটের ‘আশিকি’ ৷ ডেবিউ ছবিই সুপার-ডুপার হিট ৷ রাহুলের গোটা কেরিয়ারে সব থেকে হিট ছিল ওই ছবিটিই ৷ আশিকি ছবির গান এখনও লোকের মুখে মুখে ঘোরে ৷ রিমেক করা হলেও প্রথম আশিকি-ই এখনও দর্শকদের কাছে প্রিয় ৷
১৯৯০ সালে বলিউডে আর্বিভাব রাহুল রায়ের ৷ প্রথম ছবি মহেশ ভাটের ‘আশিকি’ ৷ ডেবিউ ছবিই সুপার-ডুপার হিট ৷ রাহুলের গোটা কেরিয়ারে সব থেকে হিট ছিল ওই ছবিটিই ৷ আশিকি ছবির গান এখনও লোকের মুখে মুখে ঘোরে ৷ রিমেক করা হলেও প্রথম আশিকি-ই এখনও দর্শকদের কাছে প্রিয় ৷
advertisement
4/4
 আশিকির পরও অনেক ছবি করেছেন রাহুল ৷ তার মধ্যে রয়েছে, ‘জুনুন’, ‘জনম’, ‘স্বপ্নে সাজন কে’ ৷ ২০০৫ সালে বিগ বস-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন রাহুল রায়। ২০১৭ সালে বিজেপির হয়ে রাজনীতিতে যোগ দেন এই অভিনেতা।
আশিকির পরও অনেক ছবি করেছেন রাহুল ৷ তার মধ্যে রয়েছে, ‘জুনুন’, ‘জনম’, ‘স্বপ্নে সাজন কে’ ৷ ২০০৫ সালে বিগ বস-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন রাহুল রায়। ২০১৭ সালে বিজেপির হয়ে রাজনীতিতে যোগ দেন এই অভিনেতা।
advertisement
advertisement
advertisement