Actress: পরপর দু'বার গর্ভপাতের যন্ত্রণা! মা হতেই এখন ‘ভয় পান’ ৫৩ বছর বয়সি অভিনেত্রী

Last Updated:
অভিনেত্রীর জীবনে এসেছে দু'বার গর্ভপাতের যন্ত্রণা।
1/8
কখনও কখনও অভিনেতা অভিনেত্রীদের বাস্তব জীবনও যেন সিনেমার মতোই মনে হয়। ৫৩ বছরের অভিনেত্রী নাদিয়া আফগানের জীবন পরতে পরতে কষ্ট ভরা। নাদিয়া আফগান পাকিস্তানি সিনেমার একজন সুপরিচিত অভিনেত্রী। অভিনেত্রীর জীবনে এসেছে দু'বার গর্ভপাতের যন্ত্রণা।
কখনও কখনও অভিনেতা অভিনেত্রীদের বাস্তব জীবনও যেন সিনেমার মতোই মনে হয়। ৫৩ বছরের অভিনেত্রী নাদিয়া আফগানের জীবন পরতে পরতে কষ্ট ভরা। নাদিয়া আফগান পাকিস্তানি সিনেমার একজন সুপরিচিত অভিনেত্রী। অভিনেত্রীর জীবনে এসেছে দু'বার গর্ভপাতের যন্ত্রণা।
advertisement
2/8
পাকিস্তান সিনেমার অত‍্যন্ত দক্ষ অভিনেত্রী নাদিয়া। 'সুনো চন্দ'-এর মতো হিট শো-এর অংশ ছিলেন তিনি। পর্দার পাশাপাশি নাটকেও তাঁর সমান দক্ষতা। বর্তমানে মূলত তাঁকে মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। পর্দায় বহুবার মায়ের চরিত্র ফুটিয়ে তুললেও বাস্তবে তিনি মা হতে পারেননি।
পাকিস্তান সিনেমার অত‍্যন্ত দক্ষ অভিনেত্রী নাদিয়া। 'সুনো চন্দ'-এর মতো হিট শো-এর অংশ ছিলেন তিনি। পর্দার পাশাপাশি নাটকেও তাঁর সমান দক্ষতা। বর্তমানে মূলত তাঁকে মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। পর্দায় বহুবার মায়ের চরিত্র ফুটিয়ে তুললেও বাস্তবে তিনি মা হতে পারেননি।
advertisement
3/8
নিজের সোশ‍্যাল মিডিয়ায় পাতায়ও এই বিষয়ে খোলাখুলি মনের কথা জানিয়েছিলেন অভিনেত্রী নাদিয়া। তিনি জানান, তাঁর দু'বার গর্ভপাত হয়েছে।
নিজের সোশ‍্যাল মিডিয়ায় পাতায়ও এই বিষয়ে খোলাখুলি মনের কথা জানিয়েছিলেন অভিনেত্রী নাদিয়া। তিনি জানান, তাঁর দু'বার গর্ভপাত হয়েছে।
advertisement
4/8
নাদিয়ার কথায়,‘‘ যখন আমার দ্বিতীয়বার গর্ভপাত হয়, আমি আমার স্বামীকে বলেছিলাম আমি এটা আর নিতে পারছি না।’’ তবে সন্তানের জন‍্য তাঁরা আইভিএফের পথ বেছে নিতেও প্রস্তুত ছিলেন।
নাদিয়ার কথায়,‘‘ যখন আমার দ্বিতীয়বার গর্ভপাত হয়, আমি আমার স্বামীকে বলেছিলাম আমি এটা আর নিতে পারছি না।’’ তবে সন্তানের জন‍্য তাঁরা আইভিএফের পথ বেছে নিতেও প্রস্তুত ছিলেন।
advertisement
5/8
নাদিয়া জানান, আইভিএফের ক্ষেত্রেও বাধা রয়েছে বলে জানিয়েছিলেন চিকিত্‍সক। ‘‘ডাক্তাররা জানান এর জন্য লক্ষাধিক খরচ হবে এবং IVF-এও পূর্ণ মেয়াদের পরেও গর্ভপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ১ বা ২ মাসের গর্ভাবস্থায়ও ঝুঁকি থাকে।’’
নাদিয়া জানান, আইভিএফের ক্ষেত্রেও বাধা রয়েছে বলে জানিয়েছিলেন চিকিত্‍সক। ‘‘ডাক্তাররা জানান এর জন্য লক্ষাধিক খরচ হবে এবং IVF-এও পূর্ণ মেয়াদের পরেও গর্ভপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ১ বা ২ মাসের গর্ভাবস্থায়ও ঝুঁকি থাকে।’’
advertisement
6/8
অভিনেত্রী আরও বলেন- ‘‘ডাক্তাররাও জানিয়েছিলেন আপনাকে আইভিএফের প্রথম তিন মাস বিছানায় থাকতে হবে। আমার স্বামী এবং আমি একসঙ্গে বসে ভাবলাম আমরা এর জন্য প্রস্তুত কিনা। আমি কৃতজ্ঞ যে আমার স্বামী আমার মতামত জানতে চেয়েছেন।’’
অভিনেত্রী আরও বলেন- ‘‘ডাক্তাররাও জানিয়েছিলেন আপনাকে আইভিএফের প্রথম তিন মাস বিছানায় থাকতে হবে। আমার স্বামী এবং আমি একসঙ্গে বসে ভাবলাম আমরা এর জন্য প্রস্তুত কিনা। আমি কৃতজ্ঞ যে আমার স্বামী আমার মতামত জানতে চেয়েছেন।’’
advertisement
7/8
নাদিয়া বলেন,‘‘ আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি এর জন্য প্রস্তুত? তখন আমি বললাম না, আমি এর জন্য প্রস্তুত নই। আমি এটা করতে চাই না। আমি নিজের উপর এতটা চাপ দিতে পারব না। যদি এক্ষেত্রে কোনও বিফল হয়, তাহলে আমি পাগল হয়ে যেতে পারি।’’
নাদিয়া বলেন,‘‘ আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি এর জন্য প্রস্তুত? তখন আমি বললাম না, আমি এর জন্য প্রস্তুত নই। আমি এটা করতে চাই না। আমি নিজের উপর এতটা চাপ দিতে পারব না। যদি এক্ষেত্রে কোনও বিফল হয়, তাহলে আমি পাগল হয়ে যেতে পারি।’’
advertisement
8/8
অভিনেত্রীর কথায়, ‘‘শান্তিতে থাকা আমার জন্য অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। আমিও একজন মানুষ, আমার নিজের শরীর ও মনের যত্ন নেওয়া উচিত। আমারও নিজের একটা জীবন আছে, আমার বাবা মা বোন ভাই আছে। আমারও কিছু দায়িত্ব আছে যা আমাকে পালন করতে হবে’’
অভিনেত্রীর কথায়, ‘‘শান্তিতে থাকা আমার জন্য অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। আমিও একজন মানুষ, আমার নিজের শরীর ও মনের যত্ন নেওয়া উচিত। আমারও নিজের একটা জীবন আছে, আমার বাবা মা বোন ভাই আছে। আমারও কিছু দায়িত্ব আছে যা আমাকে পালন করতে হবে’’
advertisement
advertisement
advertisement