Kiara Sidharth Wedding | মণীশ মালহোত্রার পোশাকে নজর কাড়া কিয়ারা আদবাণী, রইল তাক লাগানো সেই অ্যালবাম

Last Updated:
Kiara Sidharth Wedding | সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে দেশ জুড়ে উৎসাহের শেষ নেই। বিয়েতে যুগলের পোশাক কেমন হবে তা নিয়েও খোঁজ খবরের হিড়িক পড়ে গিয়েছে। জানা গিয়েছে কিয়ারার বিয়ের ড্রেস ডিজাইন করবেন কিয়ারার ঘনিষ্ঠ বন্ধু মণীশ মালহোত্রা।
1/7
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে দেশ জুড়ে উৎসাহের শেষ নেই। বিয়েতে যুগলের পোশাক কেমন হবে তা নিয়েও খোঁজ খবরের হিড়িক পড়ে গিয়েছে। জানা গিয়েছে কিয়ারার বিয়ের ড্রেস ডিজাইন করবেন কিয়ারার ঘনিষ্ঠ বন্ধু মণীশ মালহোত্রা।
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে দেশ জুড়ে উৎসাহের শেষ নেই। বিয়েতে যুগলের পোশাক কেমন হবে তা নিয়েও খোঁজ খবরের হিড়িক পড়ে গিয়েছে। জানা গিয়েছে কিয়ারার বিয়ের ড্রেস ডিজাইন করবেন কিয়ারার ঘনিষ্ঠ বন্ধু মণীশ মালহোত্রা।
advertisement
2/7
এর আগেও মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরেছিলেন শের শাহের নায়িকা৷ এই রুপোলি ল্যাহেঙ্গা তার মধ্যে একটি৷
এর আগেও মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরেছিলেন শের শাহের নায়িকা৷ এই রুপোলি ল্যাহেঙ্গা তার মধ্যে একটি৷
advertisement
3/7
এই সাদা এমব্রয়ডারি শাড়িটিও তার মধ্যে একটি৷
এই সাদা এমব্রয়ডারি শাড়িটিও তার মধ্যে একটি৷
advertisement
4/7
স্বচ্ছ কালো শিফল শাড়ি, সঙ্গে সুগভীর নেকলাইনের ব্লাউজ৷ আরও মোহময়ী হয়ে উঠেছিলেন কিয়ারা৷
স্বচ্ছ কালো শিফল শাড়ি, সঙ্গে সুগভীর নেকলাইনের ব্লাউজ৷ আরও মোহময়ী হয়ে উঠেছিলেন কিয়ারা৷
advertisement
5/7
প্যাস্টেল পিঙ্ক পোশাকে তাঁর থেকে চোখ সরানো যাচ্ছিল না৷
প্যাস্টেল পিঙ্ক পোশাকে তাঁর থেকে চোখ সরানো যাচ্ছিল না৷
advertisement
6/7
সিড-কিয়ারার জন্য সেজে উঠেছে রাজস্থানের সূর্যগড় প্রাসাদ। বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা মাত্র ১০০-১২৫ জন।
সিড-কিয়ারার জন্য সেজে উঠেছে রাজস্থানের সূর্যগড় প্রাসাদ। বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা মাত্র ১০০-১২৫ জন।
advertisement
7/7
হেরিটেজ এই হোটেলে ৪ ফেব্রুয়ারি থেকেই নাকি শুরু হয়েছে প্রাক বিবাহ উৎসব৷ বিয়ের দিন শোনা গিয়েছিল ৬ ফেব্রুয়ারি৷ কিন্তু পরে শোনা যায় দিনক্ষণ নাকি পিছিয়ে গিয়েছে৷
হেরিটেজ এই হোটেলে ৪ ফেব্রুয়ারি থেকেই নাকি শুরু হয়েছে প্রাক বিবাহ উৎসব৷ বিয়ের দিন শোনা গিয়েছিল ৬ ফেব্রুয়ারি৷ কিন্তু পরে শোনা যায় দিনক্ষণ নাকি পিছিয়ে গিয়েছে৷
advertisement
advertisement
advertisement