বোল্ড কন্টেন্টের জেরে প্রেক্ষাগৃহে জায়গা পায়নি এই ৫ বলিউড ছবি; চাইলে অবশ্য ওটিটি-তে দেখে নিতে পারেন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
5 Movies Banned In India: আসলে বোল্ড বিষয়বস্তুর কারণে এই ছবিগুলি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বলে রাখা ভাল যে, এই পাঁচটি ছবি হলে মুক্তি না পেলেও এখন তা দেখা যাবে অনলাইনে।
ভারতে এমন কিছু ছবি তৈরি হয়েছে, যা কখনওই প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। কিন্তু সেই সব ছবি দেখানো হয়েছে বহু চলচ্চিত্র উৎসবে। তবে বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের যা রমরমা। ফলে সেখানেই দেখা যাবে ওই সব ছবি। আজ সেই ৫টি ছবি নিয়ে কথা বলব। আসলে বোল্ড বিষয়বস্তুর কারণে এই ছবিগুলি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বলে রাখা ভাল যে, এই পাঁচটি ছবি হলে মুক্তি না পেলেও এখন তা দেখা যাবে অনলাইনে।
advertisement
গার্বেজ (Garbage): কৌশিক মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ত্রিমালা অধিকারী, তন্ময় ধানানিয়া, শ্রুতি বিশ্বাবন, শতরূপা দাস এবং সচিত পুরানিক। ৬৮-তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা সেকশনে প্রিমিয়ার হয়েছিল এই ছবির। গোয়ার ট্যাক্সিচালক ফণীশ্বরকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। ওই ট্যাক্সিচালক নিজের বাড়িতে এক মহিলাকে বন্দী বানিয়ে রেখেছিলেন। বোল্ড কন্টেন্টের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ছবিটি। তবে নেটফ্লিক্সে এই ছবিটি দেখা যাবে।
advertisement
ফায়ার (Fire): ইন্দো-কানাডিয়ান রোম্যান্টিক ড্রামা এই ছবিটি পরিচালনা করেছেন দীপা মেহতা। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবিতে অভিনয় করেছেন শাবানা আজমি এবং নন্দিতা দাশ। সমকামী সম্পর্ক ভারতে নিষিদ্ধ ছিল। আর এই ছবির মূল বিষয়বস্তু ছিল সমকামী সম্পর্ক। ফলে ভারতের প্রেক্ষাগৃহে এই ছবির মুক্তি স্থগিত করা হয়েছিল। ইউটিউবে অনলাইনে এই ছবিটি দেখা যেতে পারে।
advertisement
অ্যাঙ্গরি ইন্ডিয়ান গডেসেস (Angry Indian Goddesses): জঙ্গল বুক এন্টারটেনমেন্টের ব্যানারে গৌরব ধিঙ্গরা এবং পান নলিনের প্রযোজনায় ২০১৫ সালে মুক্তি পেয়েছিল পান নলিন পরিচালিত এই ছবি। গুরুত্বপূর্ণ ভূমিকায় এই ছবিতে অভিনয় করবেন আদিল হুসেন, সন্ধ্যা মৃদুল, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, শারাহ-জেন ডায়াস, অনুষ্কা মনচন্দা, অমৃত মাঘেরা, রাজশ্রী দেশপাণ্ডে এবং পাভলিন গুজরাল। ২০১৫ টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পেশাল প্রেজেন্টেশন সেকশনে স্ক্রিনিং হয়েছিল ছবিটির। এমনকী পিপলস চয়েস অ্যাওয়ার্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছিল অ্যাঙ্গরি ইন্ডিয়ান গডেসেস। ট্রেলার মুক্তির পরেই শুরু হয় বিতর্ক। ফলে প্রেক্ষাগৃহে মপক্তি পায়নি। তবে ইন্টারনেটে এমনকী ওটিটি-তে দেখা যাবে এই ছবিটি।
advertisement
পাঁচ (Paanch): অনুরাগ কাশ্যপ পরিচালিত এই ক্রাইম থ্রিলার ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। ওই বছর থেকে ২০১৬ সালের মধ্যে চারটি ভিন্ন ভিন্ন চলচ্চিত্র উৎসবে মুক্তি পায় কেকে মেনন, আদিত্য শ্রীবাস্তব, বিজয় মৌর্য, জয় ফার্নান্ডেজ এবং তেজস্বিনী কোলাপুরে অভিনীত ছবিটি। ওটিটি প্ল্যাটফর্ম Mubi অ্যাপে দেখা যাবে সেটি।
advertisement