পশ্চিম কচ্ছ পুলিশের মাউন্টেড ইউনিটে যে যে ঘোড়া রয়েছে, তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় এই ঘোড়াটি। এই শতাব্দীর অন্যতম সুপারহিট ছবি ‘লগান’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিল কাথিয়াওয়াড়ির এই ঘোড়া। নাম, রেখা। ছবিতে দেখানো হয়েছিল, ব্রিটিশ রাজকুমারী এলিজাবেথ ভারতীয়দের কাছে তথ্য পৌঁছে দিতেন এই রেখার পিঠে চেপেই। ১৯৯৫ সাল থেকে রেখা পশ্চিম কচ্ছ পুলিশ বিভাগের মাউন্টেড ইউনিটেই আছে। অবসর নেওয়ার পরে অর্থাৎ গত ছয় বছর ধরে পুলিশ বিভাগেই চাকরিরত ছিল।
পশ্চিম কচ্ছ পুলিশের মাউন্টেড ইউনিটের সৈন্যরা এখনও ‘লগান’ ছবির শ্যুটিংয়ের দিনগুলি মনে করে। ১৯৯৫ সালে রেখার সঙ্গে ডিউটিতে থাকা কনক সিং জেঠওয়া বলেন, ‘‘ঘোড়া নিয়ে ছবির সেটে যেতে যেতে আমরাও শ্যুটিং ইউনিটের পরিবারের অংশ হয়ে গিয়েছিলাম। এমনকি শ্যুটিংয়ের পরে আমির খান অনেক সময় মাউন্টেড ইউনিটে আসতেন এবং ঘোড়াগুলির জন্য গুড়ও আনতেন। আমির এমনকি ছবির প্রিমিয়ার শো-এর জন্য আমাদের আমন্ত্রণ জানাতে এসেছিলেন।’’