পঞ্চান্ন বছরে বলিউডে একই নামে তৈরি হয়েছে তিন-তিনটি ছবি, প্রতিবারই এসেছে দুর্দান্ত সাফল্য; নামটা জানা আছে কি?

Last Updated:
3 Movies Made 3 Times With The Same Name: সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, মূলত ছবির স্ক্রিপ্টের চাহিদার কারণেই এক নামে দু’-তিনটি ছবি তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রেই এক নামের কিছু ছবি হিট হয়েছে, তো কিছু আবার ফ্লপ হয়েছে।
1/5
বলিউডে বিভিন্ন সময়ে একই নামে ভিন্ন ভিন্ন ছবি হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় যে, এখনও পর্যন্ত বলিউডে ‘আঁখে’ নামে তিনটে ছবি হয়েছে। আর মজার বিষয় হল, এক নামের এই তিনটে ছবিই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। আর শুধু ‘আঁখে’ ছবিই নয়, আরও উদাহরণ রয়েছে।
বলিউডে বিভিন্ন সময়ে একই নামে ভিন্ন ভিন্ন ছবি হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় যে, এখনও পর্যন্ত বলিউডে ‘আঁখে’ নামে তিনটে ছবি হয়েছে। আর মজার বিষয় হল, এক নামের এই তিনটে ছবিই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। আর শুধু ‘আঁখে’ ছবিই নয়, আরও উদাহরণ রয়েছে।
advertisement
2/5
সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, মূলত ছবির স্ক্রিপ্টের চাহিদার কারণেই এক নামে দু’-তিনটি ছবি তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রেই এক নামের কিছু ছবি হিট হয়েছে, তো কিছু আবার ফ্লপ হয়েছে। আজ ‘আঁখে’ নামের ছবিটির গল্প শুনে নেওয়া যাক।
সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, মূলত ছবির স্ক্রিপ্টের চাহিদার কারণেই এক নামে দু’-তিনটি ছবি তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রেই এক নামের কিছু ছবি হিট হয়েছে, তো কিছু আবার ফ্লপ হয়েছে। আজ ‘আঁখে’ নামের ছবিটির গল্প শুনে নেওয়া যাক।
advertisement
3/5
আঁখে (১৯৬৮): প্রায় পঞ্চান্ন বছর আগে তৈরি হয়েছিল এই ছবিটি। এমনকী ১৯৬৮ সালের সর্বোচ্চ আয় করা ছবি ছিল ধর্মেন্দ্র অভিনীত ‘আঁখে’। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তা তুমুল জনপ্রিয়তা লাভ করে। আর এই জনপ্রিয়তা আর সাফল্যের ঢেউ এসে লাগে বক্স অফিসেও। পরিসংখ্যান বলছে, ওই সময় ছবিটি মোট ৬.৪০ কোটি টাকা আয় করেছিল। এটি ছিল একটি স্পাই থ্রিলার ফিল্ম। ছবিটি প্রযোজনা এবং পরিচালনা করেছিলেন রামানন্দ সাগর। আসলে এর আগে স্পাই থ্রিলার ফিল্ম ফর্জ দারুণ সাফল্য পাওয়ায় একই ধারার ছবি করার সিদ্ধান্ত নেন তিনি। বড় বাজেটের এই ছবিটির শ্যুটিং হয়েছে বিদেশেও। ধর্মেন্দ্রর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল মালা সিনহা, মেহমুদ, ললিতা পাওয়ার, জীবন এবং মদন পুরির মতো তারকাদের।
আঁখে (১৯৬৮): প্রায় পঞ্চান্ন বছর আগে তৈরি হয়েছিল এই ছবিটি। এমনকী ১৯৬৮ সালের সর্বোচ্চ আয় করা ছবি ছিল ধর্মেন্দ্র অভিনীত ‘আঁখে’। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তা তুমুল জনপ্রিয়তা লাভ করে। আর এই জনপ্রিয়তা আর সাফল্যের ঢেউ এসে লাগে বক্স অফিসেও। পরিসংখ্যান বলছে, ওই সময় ছবিটি মোট ৬.৪০ কোটি টাকা আয় করেছিল। এটি ছিল একটি স্পাই থ্রিলার ফিল্ম। ছবিটি প্রযোজনা এবং পরিচালনা করেছিলেন রামানন্দ সাগর। আসলে এর আগে স্পাই থ্রিলার ফিল্ম ফর্জ দারুণ সাফল্য পাওয়ায় একই ধারার ছবি করার সিদ্ধান্ত নেন তিনি। বড় বাজেটের এই ছবিটির শ্যুটিং হয়েছে বিদেশেও। ধর্মেন্দ্রর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল মালা সিনহা, মেহমুদ, ললিতা পাওয়ার, জীবন এবং মদন পুরির মতো তারকাদের।
advertisement
4/5
আঁখে (১৯৯৩): ১৯৯৩ সালে ফের একই নামে তৈরি হয়েছিল ‘আঁখে’। আর ওই বছরের সর্বোচ্চ আয় করা ছবি হয়ে উঠেছিল ‘আঁখে’। অ্যাকশন কমেডি ধারার এই ছবিতে গোবিন্দার অভিনয় ভক্তদের মন জয় করে নিয়েছিল। গোবিন্দার পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল চাঙ্কি পাণ্ডেকে। মুক্তির সঙ্গে সঙ্গে ছবিটি বক্স অফিসে আধিপত্য বিস্তার করে। আনিস বাজমির লেখনী এবং ডেভিড ধাওয়ানের পরিচালনা ছবিটিকে একটা আলাদা মাত্রা দিয়েছিল। ‘আঁখে’ ছবি তৈরি করতে খরচ হয়েছিল ১.৯৬ কোটি টাকা। আর বক্স অফিস সংগ্রহ ছিল ২৫.২৫ কোটি টাকা। চূড়ান্ত সাফল্য দেখে ১৯৯৫ সালে তেলুগু ভাষায় ‘পোকিরি রাজা’ নামে এই ছবির রিমেক হয়।
আঁখে (১৯৯৩): ১৯৯৩ সালে ফের একই নামে তৈরি হয়েছিল ‘আঁখে’। আর ওই বছরের সর্বোচ্চ আয় করা ছবি হয়ে উঠেছিল ‘আঁখে’। অ্যাকশন কমেডি ধারার এই ছবিতে গোবিন্দার অভিনয় ভক্তদের মন জয় করে নিয়েছিল। গোবিন্দার পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল চাঙ্কি পাণ্ডেকে। মুক্তির সঙ্গে সঙ্গে ছবিটি বক্স অফিসে আধিপত্য বিস্তার করে। আনিস বাজমির লেখনী এবং ডেভিড ধাওয়ানের পরিচালনা ছবিটিকে একটা আলাদা মাত্রা দিয়েছিল। ‘আঁখে’ ছবি তৈরি করতে খরচ হয়েছিল ১.৯৬ কোটি টাকা। আর বক্স অফিস সংগ্রহ ছিল ২৫.২৫ কোটি টাকা। চূড়ান্ত সাফল্য দেখে ১৯৯৫ সালে তেলুগু ভাষায় ‘পোকিরি রাজা’ নামে এই ছবির রিমেক হয়।
advertisement
5/5
আঁখে (২০০২): অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার এবং অর্জুন রামপাল অভিনীত ‘আঁখে’ ২০০২ সালের পঞ্চম সর্বোচ্চ আয় করা ছবির তকমা লাভ করেছিল। এই ছবিটির বাজেট ছিল ১৭ কোটি টাকা। আর মুক্তির পর দেখা যায় ছবিটির বক্স অফিস কালেকশন মোট ৬২.৯৫ কোটি টাকা। ‘আঁখে’ ছবিতে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার এবং অর্জুন রামপালের পাশাপাশি পরেশ রাওয়াল, আদিত্য পাঞ্চোলি এবং সুস্মিতা সেনকেও মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল। ছবিতে নেতিবাচক চরিত্রে অমিতাভ বচ্চনের অভিনয় ভক্তদের মন জয় করে নিয়েছিল।
আঁখে (২০০২): অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার এবং অর্জুন রামপাল অভিনীত ‘আঁখে’ ২০০২ সালের পঞ্চম সর্বোচ্চ আয় করা ছবির তকমা লাভ করেছিল। এই ছবিটির বাজেট ছিল ১৭ কোটি টাকা। আর মুক্তির পর দেখা যায় ছবিটির বক্স অফিস কালেকশন মোট ৬২.৯৫ কোটি টাকা। ‘আঁখে’ ছবিতে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার এবং অর্জুন রামপালের পাশাপাশি পরেশ রাওয়াল, আদিত্য পাঞ্চোলি এবং সুস্মিতা সেনকেও মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল। ছবিতে নেতিবাচক চরিত্রে অমিতাভ বচ্চনের অভিনয় ভক্তদের মন জয় করে নিয়েছিল।
advertisement
advertisement
advertisement