20 Years Of Devdas: বাঙালিবাবু সেজে ধুতি পরে জানেন কি দশা হয়েছিল শাহরুখের? দেবদাসের 'বিশ সাল বাদ'...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
20 Years Of Devdas: ২০ বছর আগে যখন সঞ্জয় লীলা বনসালির 'দেবদাস' ছবিটি মুক্তি পায়, তখন ছবিটি তার দুর্দান্ত সেট, সৃজনশীল পটভূমি এবং দুর্দান্ত নির্মাণের জন্য ব্যাপকভাবে আলোচিত হয়েছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
২০ বছর আগে যখন সঞ্জয় লীলা বনসালির 'দেবদাস' ছবিটি মুক্তি পায়, তখন ছবিটি তার দুর্দান্ত সেট, সৃজনশীল পটভূমি এবং দুর্দান্ত নির্মাণের জন্য ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। বহুল চর্চিত এই ছবিতে শাহরুখ খান দেবদাসের ভূমিকায় অভিনয় করেছেন, ঐশ্বর্য রাই পারো, মাধুরী দীক্ষিত চন্দ্রমুখীর ভূমিকায় অভিনয় করেছেন এবং জ্যাকি শ্রফ এই সুন্দর সিনেমাটোগ্রাফি এবং মনোমুগ্ধকর সঙ্গীতে সাজানো মণিমুক্তোখচিত ছবিতে চুনীলালের ভূমিকায় অভিনয় করেছেন। এই ক্ল্যাসিক ছবির আকর্ষণ এমনই যে আজও এর থেকে বেরিয়ে আসতে পারেননি দর্শক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement