ভারতীয় কর্মীরা খাটেন বেশি, ছুটি নেন কম !

Last Updated:
1/5
ভারতীয় কর্মীরা বেশি পরিশ্রম করেন ৷ এমনই দাবি প্রাইস এন্ড আর্নিং-এর ৷ একটি রিপোর্টে এমনই জানিয়েছে এই সংস্থা ৷ বিশ্বের ৭৭ শহরকে নিয়ে একটি সমীক্ষা হয়েছিল ৷ তাতে উঠে আসে যে মুম্বই শহরে গড়ে ৩হাজার ৩১৫ঘণ্টা কাজ করেন কর্মীরা ৷ যা বিশ্বের মধ্যে সব থেকে বেশি !
ভারতীয় কর্মীরা বেশি পরিশ্রম করেন ৷ এমনই দাবি প্রাইস এন্ড আর্নিং-এর ৷ একটি রিপোর্টে এমনই জানিয়েছে এই সংস্থা ৷ বিশ্বের ৭৭ শহরকে নিয়ে একটি সমীক্ষা হয়েছিল ৷ তাতে উঠে আসে যে মুম্বই শহরে গড়ে ৩হাজার ৩১৫ঘণ্টা কাজ করেন কর্মীরা ৷ যা বিশ্বের মধ্যে সব থেকে বেশি !
advertisement
2/5
এরপরই রয়েছে ভিয়েতনামের রাজধানী হানোই, এবং মোক্সিকো সিটি ৷ তারপর কাজের ঘণ্টা অনুযায়ী রয়েছে নয়া দিল্লির কর্মীরা ৷
এরপরই রয়েছে ভিয়েতনামের রাজধানী হানোই, এবং মোক্সিকো সিটি ৷ তারপর কাজের ঘণ্টা অনুযায়ী রয়েছে নয়া দিল্লির কর্মীরা ৷
advertisement
3/5
এর পাশাপাশি কম সময় কাজ করেন যে দেশের মানুষ তার মধ্যে প্রথমেই রয়েছে নাইজেরিয়ার লগস শহরের কর্মীরা ৷ তারপর ইতালির রোম ও ডেনমার্কের কোপেনহাগেন ৷
এর পাশাপাশি কম সময় কাজ করেন যে দেশের মানুষ তার মধ্যে প্রথমেই রয়েছে নাইজেরিয়ার লগস শহরের কর্মীরা ৷ তারপর ইতালির রোম ও ডেনমার্কের কোপেনহাগেন ৷
advertisement
4/5
এতো গেল সময় অনুযায়ী কাজের খবর ৷ এবার জেনে নেওয়া যাক কোন দেশের কর্মী সব থেকে কম ছুটি নেন ৷ সেখানেও প্রথমেই রয়েছে ভারতের নাম ৷ যার মধ্যে মুম্বইয়ের কর্মচারীদের কথা উল্লেখ করা হয়েছে যারা বছরে ১০দিনের বেশি ছুনি নেন না বা পান না ৷ তবে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে কোন দেশের কর্মচারীরা বেশি ছুটি পান ? সৌদি আরবের রিয়াধে বছরে গড়ে ৩৭দিন ছুটি নেন সেখানকার কর্মীরা ৷
এতো গেল সময় অনুযায়ী কাজের খবর ৷ এবার জেনে নেওয়া যাক কোন দেশের কর্মী সব থেকে কম ছুটি নেন ৷ সেখানেও প্রথমেই রয়েছে ভারতের নাম ৷ যার মধ্যে মুম্বইয়ের কর্মচারীদের কথা উল্লেখ করা হয়েছে যারা বছরে ১০দিনের বেশি ছুনি নেন না বা পান না ৷ তবে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে কোন দেশের কর্মচারীরা বেশি ছুটি পান ? সৌদি আরবের রিয়াধে বছরে গড়ে ৩৭দিন ছুটি নেন সেখানকার কর্মীরা ৷
advertisement
5/5
তবে ভাববেন না বেশি পরিশ্রম করে, ছুটি না নিয়ে কাজ করে ভারতীয়রা বেশি অর্থ উপার্জন করছেন ৷ প্রায় ৯০০ঘণ্টা কাজ করে একজন মুম্বইয়ের কর্মী আইফোন এক্স কিনতে সক্ষম হন ৷ তাহলেই বুঝুন ৷
তবে ভাববেন না বেশি পরিশ্রম করে, ছুটি না নিয়ে কাজ করে ভারতীয়রা বেশি অর্থ উপার্জন করছেন ৷ প্রায় ৯০০ঘণ্টা কাজ করে একজন মুম্বইয়ের কর্মী আইফোন এক্স কিনতে সক্ষম হন ৷ তাহলেই বুঝুন ৷
advertisement
advertisement
advertisement