Lok Sabha Election 2024: ১৮৪ টেবিলে গণনা হবে আসানসোল লোকসভার জনমত! ৪ জুনের আগেই চরম প্রস্তুতি শুরু

Last Updated:
Lok Sabha Election 2024: নির্বাচনের ছয়টি দফা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে শেষ সপ্তম দফা। সারা দেশ জুড়ে ভোট গণনা হবে ৪ জুন। তার আগে আসানসোলে শুরু হয়েছে প্রস্তুতি।
1/6
নির্বাচনের ছয়টি দফা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে শেষ সপ্তম দফা। সারা দেশ জুড়ে ভোট গণনা হবে ৪ জুন। তার আগে আসানসোলে শুরু হয়েছে প্রস্তুতি।
নির্বাচনের ছয়টি দফা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে শেষ সপ্তম দফা। সারা দেশ জুড়ে ভোট গণনা হবে ৪ জুন। তার আগে আসানসোলে শুরু হয়েছে প্রস্তুতি।
advertisement
2/6
ভোট গণনার আগে গণনা কর্মীদের প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে জেলায়। জেলাশাসক এস পোন্নাবলমের তত্ত্বাবধানে হয়ে গিয়েছে প্রথম দিনের প্রশিক্ষণ। প্রশিক্ষণ হবে আরও একদিন। প্রথম দিনের প্রশিক্ষণ হয়েছে আসানসোলের রবীন্দ্রভবনে।
ভোট গণনার আগে গণনা কর্মীদের প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে জেলায়। জেলাশাসক এস পোন্নাবলমের তত্ত্বাবধানে হয়ে গিয়েছে প্রথম দিনের প্রশিক্ষণ। প্রশিক্ষণ হবে আরও একদিন। প্রথম দিনের প্রশিক্ষণ হয়েছে আসানসোলের রবীন্দ্রভবনে।
advertisement
3/6
জানা গিয়েছে, ৭০০ থেকে ৮০০'র বেশি গণনা কর্মী থাকবেন আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য। এই কর্মীরা আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার ভোট গণনা করবেন। যার মধ্যে ইভিএমের ভোট গণনার পাশাপাশি পোস্টার ব্যালটের ভোটও থাকবে।
জানা গিয়েছে, ৭০০ থেকে ৮০০'র বেশি গণনা কর্মী থাকবেন আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য। এই কর্মীরা আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার ভোট গণনা করবেন। যার মধ্যে ইভিএমের ভোট গণনার পাশাপাশি পোস্টার ব্যালটের ভোটও থাকবে।
advertisement
4/6
জেলা প্রশাসন সূত্রে খবর, ভোট গণনা কেন্দ্রে থাকবে ১৮৪ টি টেবিল। যার মধ্যে ১৫৫ টি টেবিলে হবে ইভিএমের ভোট গণনা। বাকি টেবিলগুলি ব্যবহার করা হবে পোস্টাল ব্যালটের ভোট গণনা এবং অন্যান্য কাজের জন্য। সরাসরি গণনার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বাড়তি আরও কিছু কর্মী থাকবেন গণনা কেন্দ্রে।
জেলা প্রশাসন সূত্রে খবর, ভোট গণনা কেন্দ্রে থাকবে ১৮৪ টি টেবিল। যার মধ্যে ১৫৫ টি টেবিলে হবে ইভিএমের ভোট গণনা। বাকি টেবিলগুলি ব্যবহার করা হবে পোস্টাল ব্যালটের ভোট গণনা এবং অন্যান্য কাজের জন্য। সরাসরি গণনার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বাড়তি আরও কিছু কর্মী থাকবেন গণনা কেন্দ্রে।
advertisement
5/6
সূত্রের খবর, ভোট গণনার জন্য সবথেকে বেশি ২৬ টি করে টেবিল বরাদ্দ হয়েছে আসানসোল উত্তর এবং আসানসোল দক্ষিণ বিধানসভার জন্য। অন্যদিকে সবচেয়ে কম ১৮ টি টেবিল বরাদ্দ হয়েছে পাণ্ডবেশ্বর বিধানসভার জন্য। গণনার দিন সর্বোচ্চ গণনা হবে ১৪ রাউন্ড এবং সবথেকে কম ১২ রাউন্ড গণনা হবে বলে প্রশাসন সূত্রে খবর।
সূত্রের খবর, ভোট গণনার জন্য সবথেকে বেশি ২৬ টি করে টেবিল বরাদ্দ হয়েছে আসানসোল উত্তর এবং আসানসোল দক্ষিণ বিধানসভার জন্য। অন্যদিকে সবচেয়ে কম ১৮ টি টেবিল বরাদ্দ হয়েছে পাণ্ডবেশ্বর বিধানসভার জন্য। গণনার দিন সর্বোচ্চ গণনা হবে ১৪ রাউন্ড এবং সবথেকে কম ১২ রাউন্ড গণনা হবে বলে প্রশাসন সূত্রে খবর।
advertisement
6/6
উল্লেখ্য, আসানসোল লোকসভার জনমত আপাতত স্ট্রংরুমে কড়া নিরাপত্তার মোড়কে বন্দী রয়েছে। আগামী চার জুন সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে। আসানসোল লোকসভা কেন্দ্রের গণনা হবে জুবিলী মোড় সংলগ্ন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে।
উল্লেখ্য, আসানসোল লোকসভার জনমত আপাতত স্ট্রংরুমে কড়া নিরাপত্তার মোড়কে বন্দী রয়েছে। আগামী চার জুন সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে। আসানসোল লোকসভা কেন্দ্রের গণনা হবে জুবিলী মোড় সংলগ্ন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে।
advertisement
advertisement
advertisement