Digha: রাতের মধ্যেই খালি করতে হবে দিঘার সব হোটেল...! ৪৮ ঘণ্টা পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা! কী ঘটল? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha: হাতে মাত্র ৪৮ ঘণ্টা, তারপরেই লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ দিঘায়। দু'দিন পাওয়া যাবে না দিঘায় হোটেল, প্রশাসনের কড়া নির্দেশ। ইতিমধ্যেই হোটেল খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন।
advertisement
advertisement
advertisement
*২৫ মে কাঁথিতে ভোট হওয়ায় প্রশাসন নির্দেশ দিঘার সমস্ত হোটেল খালি করার নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে এই নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনেই দিঘার হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হোটেলে পর্যটকদের ২৩ মে'র অর্থাৎ আজকের মধ্যে হোটেল খালি করার কথা জানানো হয়েছে। ফাইল ছবি।
advertisement
*প্রসঙ্গত, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসারে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের আগে এলাকায় বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্দেশ নামায় রয়েছে ভোটের সময় এলাকায় বহিরাগতদের রাখা যাবে না, সেইমতো দিঘা হোটেলে আগত পর্যটকদের হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে দিঘার বিভিন্ন হোটেলগুলিকে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। ফাইল ছবি।
advertisement
*দিঘার পর্যটকদের হোটেল খালি নিয়ে কাঁথি মহকুমা শাসক তথা দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক জানান, ভোটের সময় নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনে শাসন ব্যবস্থা চালানো হয়। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই হোটেল পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের হোটেল খালি করার কথা বলা হয়েছে।' ফাইল ছবি।
advertisement
