International Women's Day | Animal Kingdom: এরাই হল প্রাণীজগতের 'Real Boss'! পিঁপড়ে থেকে হায়না রাজ মহিলাদেরই
- Published by:Satabdi Adhikary
Last Updated:
আজ আন্তর্জাতিক নারী দিবস। ইতিহাস বলে, বৈদিক যুগে ভারতীয় সমাজ শাসন করতেন প্রজ্ঞা-পারমিতার মতো জ্ঞানী মহিয়সীরা। পরে ধীরে ধীরে মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা বদলে যায় পিতৃতান্ত্রিকতায়। কিন্তু, জানেন কি, এমন অনেক পশু সমাজ রয়েছে, যেখানে শুধু রাজ করেন মহিলাদরাই।
আজ আন্তর্জাতিক নারী দিবস। ইতিহাস বলে, বৈদিক যুগে ভারতীয় সমাজ শাসন করতেন প্রজ্ঞা-পারমিতার মতো জ্ঞানী মহিয়সীরা। পরে ধীরে ধীরে মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা বদলে যায় পিতৃতান্ত্রিকতায়। কিন্তু, জানেন কি, এমন অনেক পশু সমাজ রয়েছে, যেখানে শুধু রাজ করেন মহিলাদরাই। সমাজ নিয়ন্ত্রণে, মেয়েদের কথাই শেষ কথা। আন্তর্জাতিক নারীদিবসে চলুন দেখে নেওয়া যাক তাদের..
advertisement
বোনোবো (Bonobos): প্রচণ্ড ক্ষীপ্র। বুদ্ধিমতী। বোনোবোর সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষার মূল কাণ্ডারী। খাবার এবং সঙ্গিনীর অধিকার পেতে প্রায়শই দু'জনের মধ্যে ঝগড়া লেগে যায় বোনোবো সমাজে। কখনও কখনও তা রক্তারক্তি পর্যন্ত পৌঁছে যায়। তখন ঝামেলা কমানোর জন্য গ্রুপের নেতৃত্বে থাকা বোনোবো রমণীই লড়াকু দুই বোনবোর সঙ্গে আলাদা আলাদা ভাবে সঙ্গমে লিপ্ত হয়। সে তারা ছেলেই হোক, কী মেয়ে। ঝগড়া নিয়ন্ত্রণে ছেলে বোনোবোদের কায়িক শক্তিতেও হারিয়ে দেয় মহিলা বোনোবোরা।
advertisement
হায়না: মহিলা হায়নারা প্রাণীজগতের অন্য হায়নাদের তুলনায় একটু অন্যরকম। এদের শরীরে টেস্টোস্টেরণ মাত্রা একটু বেশিই থাকে। তাই এরা ছেলে হায়নাদের তুলনায় আকারে বড় এবং শক্তিশালী হয়। এরা অনেক ক্ষেত্রে নিজেদের আধিপত্য এবং ক্ষমতা দেখানোর জন্য পুরুষদের মতো আচরণ করে। এমনকি তাদের পুরুষ হায়নার মতো ছদ্ম যৌনাঙ্গও থাকে।
advertisement
তিমি (Killer Whale): মহিলা কিলার হোয়েলরা এক্কেবারে মায়ের মতো। ছোটদের দস্যিপনায় সাজা দেওয়া থেকে শুরু করে, গোটা তিমি পরিবারকে নিয়ন্ত্রণ করে এক সূত্রে বেঁধে রাখা, নিজেদের সুপারসোনিক ওয়েভের মাধ্যমে এরা সবটাই করে। এমনকি, ভারী লেজ দিয়ে কষিয়ে দেয় চড়-থাপ্পড়ও। সাধারণত, ছেলে কিলার হোয়েলরা বহু বছর পর্যন্ত মায়ের সঙ্গে সঙ্গেই থাকে।
advertisement
advertisement
advertisement
মৌমাছি (Honey Bee): নারী শাসিত সমাজ বললে, Animal Kingdom এ যে প্রাণীদের কথা মাথায় আসে, তা হল মৌমাছি। আমরা জানি, মানুষের মতোই মৌমাছিও সমাজবদ্ধ জীব। এই সমাজ কিন্তু নিয়ন্ত্রিত হয় একজনেরই মাধ্যমে, সে হল রানি মৌমাছি। এক সম্পূর্ণ মৌমাছির কলোনিকে সঙ্ঘবদ্ধ রাখে একা একটি Queen Bee। শুধু তাই নয়, একমাত্র রানি মৌমিছারাই কিন্তু প্রজননে সক্ষম। বাকি শ্রমিক মৌমাছিরা মেয়ে হলেও, তাদের প্রজনন ক্ষমতা দমিয়ে রেখে তাদের শ্রমিক হিসাবে কাজ করায় রানি মৌমাছিরা।
advertisement