Toughest Exams in the World: বলুন তো, বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা কোনগুলি? পাশ করতে গিয়ে ফেলতে হয় ঘাম... ভারতের কোন কোন EXAM এই তালিকায়?
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Toughest Exams in the World: এখানে আমরা বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে ৫টি নিয়ে আলোচনা করব। সারা বিশ্বের কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে রয়েছে ভারতেরও একাধিক পরীক্ষা।
advertisement
advertisement
advertisement
advertisement
ভারতে সিভিল সার্ভিসেস পরীক্ষা- ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম সিভিল সার্ভিসেস। আইএএস পরীক্ষা হল ভারতীয় প্রার্থীদের জন্য যারা প্রশাসনিক পদে দেশের সেবা করতে চাইছেন। UPSC (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত, সিভিল সার্ভিসেস জাতীয়-স্তরের পরীক্ষা, যা তিন পর্যায়ে হয়, প্রিলিম, মেইনস এবং ইন্টারভিউ। ভারতীয় প্রশাসনিক পরিষেবা (IAS), ভারতীয় পুলিশ পরিষেবাগুলিতে (IPS) প্রার্থীদের নিয়োগ করা হয় এই পরীক্ষা দিয়েই।
advertisement
advertisement
আমেরিকা এবং কানাডার জিআরই: আমেরিকায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় জিআরই স্কোর দেখা হয়। আমেরিকার এডুকেশন টেস্টিং সার্ভিস (ইটিএস) জিআরই পরীক্ষার দায়িত্বে। আমেরিকা, কানাডা-সহ বিশ্বের বহু দেশের গ্র্যাজুয়েট প্রতিষ্ঠানগুলিতে মাস্টার্স এবং পিএইচডি-তে ভর্তি হতে ‘গ্র্যাজুয়েট রেকর্ড এক্স্যামিনেশনস’ দিতে হয়।