Visva Bharati University: বিশ্বভারতীতে স্নাতকের সব আসন ভরেনি, স্নাতকোত্তরেও প্রায় ৬০০ আসন খালি! হঠাৎ কারণটা কী?
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
বিশ্বভারতীতে একাধিক খালি আসন, স্নাতকেই সব আসন এখনও পর্যন্ত ভরেনি।
বিশ্বভারতীতে একাধিক খালি আসন, স্নাতকেই সব আসন এখনও পর্যন্ত ভরেনি। স্নাতকোত্তরেও সবমিলিয়ে আনুমানিক প্রায় ৬০০ আসন খালি। চলতি শিক্ষাবর্ষে বিশ্বভারতীর এ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদ ছাত্রছাত্রী থেকে শুরু করে বিশ্বভারতীর প্রাক্তনীরা। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষের আশা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিয়ম মেনে বাকি আসনও ভর্তি হয়ে যাবে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
বোলপুর শান্তিনিকেতন বিশ্বভারতীর সূত্রে জানা গিয়েছে , স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা-সহ বিভিন্ন বিভাগ নিয়ে এখানে প্রায় ৭২টি বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের পড়ানো হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে স্নাতকে আসন সংখ্যা ছিল প্রায় ১,৭৪০টি। সে আসন ভরেনি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরেও প্রায় ৬০০টি আসন এখনও পর্যন্ত ফাঁকা পড়ে রয়েছে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
advertisement
শিক্ষাভবনে পরিবেশ বিদ্যা ও কম্পিউটার সায়েন্সের দু'টি বিভাগ মিলিয়ে প্রায় ৩৫টি আসন খালি রয়েছে। সঙ্গীত ভবনেও আনুমানিক প্রায় ১৫০টি আসন ফাঁকা পড়ে রয়েছে। বিনয় ভবনে সেখানেও ৫০টির উপরে আসন ফাঁকা পড়ে রয়েছে। মাস পাঁচেক আগেই নতুন স্থায়ী উপাচার্য পেয়েছে বিশ্বভারতী। দায়িত্ব নেওয়ার পরে বিশ্বভারতীর পড়াশোনায় মান উন্নয়নের কথা বলে ছিলেন নতুন উপাচার্য।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
এরপরেও স্নাতকোত্তরে এতগুলি খালি আসন নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদ, ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাক্তনীরা। তাঁদের মতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বিশ্বভারতীর প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্ত বলেন, "এটি অনেকটাই দুর্ভাগ্যজনক এবং যথেষ্ট উদ্বেগের। খুব দ্রুত এ নিয়ে ভাবনা চিন্তা করা প্রয়োজন। যাতে এ পরিস্থিতির বদল হয় সেটি দেখা প্রয়োজন।"









