Harvard University: হার্ভার্ডে আর পড়তে পারবে না কোনও বিদেশি..জানিয়ে দিল ট্রাম্প প্রশাসন, বিদেশ বিভুঁইয়ে চরম বিপাকে ৭৮৮ ভারতীয় পড়ুয়া
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ট্রাম্প সরকার তাঁদের সামনে ২টো পথ খোলা রেখেছে৷ যাঁদের ডিগ্রি এখনও শেষ হয়নি, তাঁরা অন্য জায়গায় পরবর্তী পড়াশোনার জন্য অন্য বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে পারবেন৷ যদি তাঁরা তা না করেন, তাহলে আমেরিকায় থাকার আইনি অধিকার তাঁরা হারিয়ে ফেলবেন৷
হার্ভার্ড ইউনিভার্সিটির সঙ্গে ট্রাম্প প্রশাসনের সংঘাত চরমে উঠল৷ এবার কড়া চিঠি দিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটিকে মার্কিন প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হল যে, আর কোনও বিদেশি ছাত্রছাত্রীকে নিতে পারবেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ আইনত বন্ধ করে দেওয়া হল হার্ভার্ড ইউনিভার্সিটিতে যে কোনও ছাত্রছাত্রীর অ্যাডমিশন৷ এতে মারাত্মক সমস্যার মুখে পড়তে চলেছেন সেখানে পড়তে যাওয়া ভারতীয় তথা অন্যান্য দেশের ছাত্রছাত্রীরা৷
advertisement
কী বলেছে ট্রাম্প সরকার? হার্ডার্ভ ক্যাম্পাসে প্যালেস্টাইন পন্থী ও ইজরায়েল বিরোধী ছাত্র বিক্ষোভের পর থেকেই হার্ভার্ড-সহ আমেরিকার একাধিক ক্যাম্পাস নিয়ে ‘কড়া’ মনোভাব নিয়েছে ট্রাম্প প্রশাসন৷ বাতিল করে দেওয়া হয়েছে সরকারি অনুদানও৷ এমন পরিস্থিতিতে হার্ভার্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছ থেকে তাঁদের বিদেশি পড়ুয়াদের নাড়ি নক্ষত্র সমেত একটি তালিকা চেয়েছিল ট্রাম্প সরকার৷ সূত্রের খবর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করাতেই বর্তমানের এই কড়া চিঠি৷
advertisement
advertisement
advertisement
advertisement
চলতি 2025-2026 শিক্ষাবর্ষে নতুন করে আর কোনও বিদেশি পড়ুয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না৷ যদি না ট্রাম্প প্রশাসন তাঁদের সিদ্ধান্ত বদলান, অথবা আদালত বিষয়টিতে হস্তক্ষেপ করে৷ আর যদি আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকারের হাতে বিদেশি ছাত্রদের লিস্ট হস্তান্তর করতে হার্ভার্ড কর্তৃপক্ষ রাজি হয়ে যান, তাহলেও মিটতে পারে সমস্যা৷