Best MBA College: একবার অ্যাডমিশন পেয়ে গেলেই লাইফ সেট...চাকরি পাকা! Top Most MBA কলেজ কোনগুলো জানেন?

Last Updated:
আসুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের কোন টপ কলেজে MBA পড়ানো হয় এবং সেখানে পড়তে কত টাকা লাগে৷
1/9
ঝকঝকে চাকরি, দুর্দান্ত স্যালারি৷ MBA এমন একটা কোর্স যা পড়া শেষ করলেই রোজগার পাকা৷ আসুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের কোন টপ কলেজে MBA পড়ানো হয় এবং সেখানে পড়তে কত টাকা লাগে৷
ঝকঝকে চাকরি, দুর্দান্ত স্যালারি৷ MBA এমন একটা কোর্স যা পড়া শেষ করলেই রোজগার পাকা৷ আসুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের কোন টপ কলেজে MBA পড়ানো হয় এবং সেখানে পড়তে কত টাকা লাগে৷
advertisement
2/9
Department of Business Management, University of Calcutta৷, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাস৷ এখানে এমবিএ কোর্সে ভর্তি হতে পারে সর্বোচ্চ ৩৩ জন৷
Department of Business Management, University of Calcutta৷, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাস৷ এখানে এমবিএ কোর্সে ভর্তি হতে পারে সর্বোচ্চ ৩৩ জন৷
advertisement
3/9
Jadavpur University, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমবিএ কোর্সে ভর্তি হতে গেলে CAT স্কোর লাগে৷ খরচ ২ লাখ ৩০ হাজার মতো৷ সর্বোচ্চ স্যালারি ৮ LPA৷
Jadavpur University, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমবিএ কোর্সে ভর্তি হতে গেলে CAT স্কোর লাগে৷ খরচ ২ লাখ ৩০ হাজার মতো৷ সর্বোচ্চ স্যালারি ৮ LPA৷
advertisement
4/9
Indian Institute of Management, Calcutta (IIMC), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ক্যালকাটা, খরচ প্রায় ২৪ লাখ মতো, CAT , GMAT স্কোর দিয়ে ভর্তি, স্যালারি পেতে পারেন ৪৫ LPA৷
Indian Institute of Management, Calcutta (IIMC), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ক্যালকাটা, খরচ প্রায় ২৪ লাখ মতো, CAT , GMAT স্কোর দিয়ে ভর্তি, স্যালারি পেতে পারেন কমপক্ষে ৪৫ LPA৷
advertisement
5/9
IMI Kolkata (International Management Institute), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা (আইআইএম কলকাতা), ২ বছরের কোর্স ফি ৪ লাখ ৭৫ হাজার মতো, চাকরির সর্বোচ্চ প্যাকেজ হতে পারে ৩৭ LPA৷ CAT , JMET-এর স্কোরের ভিত্তিতে ভর্তি নেওয়া হয় এখানে৷
IMI Kolkata (International Management Institute), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা (আইআইএম কলকাতা), ২ বছরের কোর্স ফি ৪ লাখ ৭৫ হাজার মতো, চাকরির সর্বোচ্চ প্যাকেজ হতে পারে কমপক্ষে ৩৭ LPA৷ CAT , JMET-এর স্কোরের ভিত্তিতে ভর্তি নেওয়া হয় এখানে৷
advertisement
6/9
Indian Institute of Technology- IIT Kharagpur (IITKGP), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি খড়্গপুর৷ ২ বছরে খরচ ৪ লাখ ২৬ হাজার মতো৷ সর্বোচ্চ স্যালারি হতে পারে ৩৭ LPA৷ CAT , JMET-এর স্কোরের ভিত্তিতে ভর্তি নেওয়া হয় এখানে৷
Indian Institute of Technology- IIT Kharagpur (IITKGP), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইটি খড়্গপুর৷ ২ বছরে খরচ ৪ লাখ ২৬ হাজার মতো৷ সর্বোচ্চ স্যালারি হতে পারে কমপক্ষে ৩৭ LPA৷ CAT , JMET-এর স্কোরের ভিত্তিতে ভর্তি নেওয়া হয় এখানে৷
advertisement
7/9
 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM), কলকাতা৷ ৪ লাখ ৫৯ হাজার থেকে ৭ লাখ ৬৪ মতো খরচ৷ CAT, MAT-এর মতো চারটি পরীক্ষার স্কোর দিযে ভর্তি হওয়া যায় এখানে৷
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM), কলকাতা৷ ৪ লাখ ৫৯ হাজার থেকে ৭ লাখ ৬৪ মতো খরচ৷ CAT, MAT-এর মতো চারটি পরীক্ষার স্কোর দিযে ভর্তি হওয়া যায় এখানে৷
advertisement
8/9
Institute of Engineering and Management - IEM, খরচ ৬ লাখ ৪০ হাজার মতো৷ CAT , JEMAT দিয়ে ভর্তি হওয়া যায়৷ সর্বোচ্চ স্যালারি হতে পারে ১৫ LPA৷
Institute of Engineering and Management - IEM, খরচ ৬ লাখ ৪০ হাজার মতো৷ CAT , JEMAT দিয়ে ভর্তি হওয়া যায়৷ সর্বোচ্চ স্যালারি হতে পারে কমপক্ষে ১৫ LPA৷
advertisement
9/9
IBS-ICFAI,Kolkata, NSHM Knowledge Campus, Amity University, NSHM Knowledge Campus (Durgapur), Brainware University,JIS College of Engineering, University of Engineering & Management (UEM), টেকনো ইন্ডিয়ার মতো অনেক ইনস্টিটিউটই রয়েছে যেখানে এমবিএ পড়ানো হয়৷
IBS-ICFAI,Kolkata, NSHM Knowledge Campus, Amity University, NSHM Knowledge Campus (Durgapur), Brainware University,JIS College of Engineering, University of Engineering & Management (UEM), টেকনো ইন্ডিয়ার মতো অনেক ইনস্টিটিউটই রয়েছে যেখানে এমবিএ পড়ানো হয়৷
advertisement
advertisement
advertisement