সিকিউরিটি গার্ডের ছেলে...! কোচিং ছাড়াই পড়াশোনা, তারপরেই এমন কাণ্ড করল, গোটা দেশে পড়ল ঢি ঢি!

Last Updated:
Success Story: জীবনে পড়াশোনা করে সাফল্যের চূড়ায় পৌঁছতে চান প্রায় সব ছেলে মেয়েরাই। কিন্তু অনেক ক্ষেত্রেই এই স্বপ্ন ছোঁয়ার পথে বাধ সাধে পারিবারিক পরিস্থিতি। অন্তরায় হয়ে দাঁড়ায় দারিদ্র। কিন্তু অদম্য ইচ্ছে এমন এক জিনিস যা ঠিক পৌঁছে দেয় স্বপ্নের শিখরে।
1/10
জীবনে পড়াশোনা করে সাফল্যের চূড়ায় পৌঁছতে চান প্রায় সব ছেলে মেয়েরাই। কিন্তু অনেক ক্ষেত্রেই এই স্বপ্ন ছোঁয়ার পথে বাধ সাধে পারিবারিক পরিস্থিতি। অন্তরায় হয়ে দাঁড়ায় দারিদ্র। কিন্তু অদম্য ইচ্ছে এমন এক জিনিস যা ঠিক পৌঁছে দেয় স্বপ্নের শিখরে।
জীবনে পড়াশোনা করে সাফল্যের চূড়ায় পৌঁছতে চান প্রায় সব ছেলে মেয়েরাই। কিন্তু অনেক ক্ষেত্রেই এই স্বপ্ন ছোঁয়ার পথে বাধ সাধে পারিবারিক পরিস্থিতি। অন্তরায় হয়ে দাঁড়ায় দারিদ্র। কিন্তু অদম্য ইচ্ছে এমন এক জিনিস যা ঠিক পৌঁছে দেয় স্বপ্নের শিখরে।
advertisement
2/10
ঠিক যেমন ভারতের অন্যতম কঠিন পরীক্ষা, UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লক্ষ লক্ষ তরুণ-তরুণীর স্বপ্ন। প্রতি বছর প্রায় ১০ লক্ষ প্রার্থী এই পরীক্ষায় আবেদন করেন। কিন্তু তাঁদের মধ্যে মাত্র এক হাজার প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হন এবং IAS, IPS, IRS, IFS-এর মতো মর্যাদাপূর্ণ পদ পান।
ঠিক যেমন ভারতের অন্যতম কঠিন পরীক্ষা, UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লক্ষ লক্ষ তরুণ-তরুণীর স্বপ্ন। প্রতি বছর প্রায় ১০ লক্ষ প্রার্থী এই পরীক্ষায় আবেদন করেন। কিন্তু তাঁদের মধ্যে মাত্র এক হাজার প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হন এবং IAS, IPS, IRS, IFS-এর মতো মর্যাদাপূর্ণ পদ পান।
advertisement
3/10
এমনই একজন সফল প্রার্থী হলেন উত্তরপ্রদেশের কুলদীপ দ্বিবেদী। জীবনে খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও, তিনি কিন্তু হাল ছাড়েননি এবং ২০১৫ সালে সর্বভারতীয় র‍্যাঙ্ক ২৪২ পেয়ে এই ছাত্রই এবার IRS অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
এমনই একজন সফল প্রার্থী হলেন উত্তরপ্রদেশের কুলদীপ দ্বিবেদী। জীবনে খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও, তিনি কিন্তু হাল ছাড়েননি এবং ২০১৫ সালে সর্বভারতীয় র‍্যাঙ্ক ২৪২ পেয়ে এই ছাত্রই এবার IRS অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
advertisement
4/10
উত্তর প্রদেশের নিগোহ জেলার একটি ছোট্ট গ্রাম শেখপুরের বাসিন্দা কুলদীপ দ্বিবেদী। একটি অত্যন্ত সাধারণ পরিবার থেকে শুরু হয়েছিল জীবন সংগ্রাম। বাবা, সূর্যকান্ত দ্বিবেদী, লখনউ বিশ্ববিদ্যালয়ে সিকিউরিটি গার্ডের কাজ করতেন।
উত্তর প্রদেশের নিগোহ জেলার একটি ছোট্ট গ্রাম শেখপুরের বাসিন্দা কুলদীপ দ্বিবেদী। একটি অত্যন্ত সাধারণ পরিবার থেকে শুরু হয়েছিল জীবন সংগ্রাম। বাবা, সূর্যকান্ত দ্বিবেদী, লখনউ বিশ্ববিদ্যালয়ে সিকিউরিটি গার্ডের কাজ করতেন।
advertisement
5/10
বাবার মাসিক বেতন ছিল মাত্র ১,১০০ টাকা। পরিবারকে সহায়তা করার জন্য এবং সন্তানদের লেখাপড়ার খরচ বহন করার জন্য নিরাপত্তা রক্ষীর কাজের পাশাপাশি চাষের কাজও করতেন তিনি।
বাবার মাসিক বেতন ছিল মাত্র ১,১০০ টাকা। পরিবারকে সহায়তা করার জন্য এবং সন্তানদের লেখাপড়ার খরচ বহন করার জন্য নিরাপত্তা রক্ষীর কাজের পাশাপাশি চাষের কাজও করতেন তিনি।
advertisement
6/10
পড়াশোনায় সর্বদা এগিয়ে:চার ভাইয়ের মধ্যে কুলদীপ সবচেয়ে বুদ্ধিমান ও চৌখশ ছিল। সাংসারিক টানাপোড়েনের মধ্যেও কখনও পড়াশোনা ছেড়ে দেননি কুলদীপ। ২০০৯ সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন তিনি এবং ২০১১ সালে স্নাতকোত্তর ডিগ্রিও সম্পন্ন করেন।
পড়াশোনায় সর্বদা এগিয়ে:
চার ভাইয়ের মধ্যে কুলদীপ সবচেয়ে বুদ্ধিমান ও চৌখশ ছিল। সাংসারিক টানাপোড়েনের মধ্যেও কখনও পড়াশোনা ছেড়ে দেননি কুলদীপ। ২০০৯ সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন তিনি এবং ২০১১ সালে স্নাতকোত্তর ডিগ্রিও সম্পন্ন করেন।
advertisement
7/10
কোচিং ছাড়াই প্রস্তুতি:এরপরেই শুরু হয় আরও কঠিন চ্যালেঞ্জ। স্নাতকোত্তর পড়াশোনা শেষ করার পর, কুলদীপ UPSC-র জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন। সেই সময় নিজের একটা মোবাইল ফোনও ছিল না তাঁর এবং কোচিংয়ের জন্য ছিল না সামান্য টাকাও, যা ছিল তা হল একটা চ্যালেঞ্জ।
কোচিং ছাড়াই প্রস্তুতি:
এরপরেই শুরু হয় আরও কঠিন চ্যালেঞ্জ। স্নাতকোত্তর পড়াশোনা শেষ করার পর, কুলদীপ UPSC-র জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন। সেই সময় নিজের একটা মোবাইল ফোনও ছিল না তাঁর এবং কোচিংয়ের জন্য ছিল না সামান্য টাকাও, যা ছিল তা হল একটা চ্যালেঞ্জ।
advertisement
8/10
এমনকি পরিবারের সঙ্গে কথা বলার জন্য PCO বুথের উপরই নির্ভর করতেন কুলদীপ। কোনও স্পেশাল কোচিং ছাড়াই এলাহাবাদে নিজে পড়াশোনা করে এবং অন্যান্য প্রার্থীদের কাছ থেকে বই ধার করে প্রস্তুতি চালিয়ে যান।
এমনকি পরিবারের সঙ্গে কথা বলার জন্য PCO বুথের উপরই নির্ভর করতেন কুলদীপ। কোনও স্পেশাল কোচিং ছাড়াই এলাহাবাদে নিজে পড়াশোনা করে এবং অন্যান্য প্রার্থীদের কাছ থেকে বই ধার করে প্রস্তুতি চালিয়ে যান।
advertisement
9/10
প্রথম চেষ্টাতেই সাফল্য:কুলদীপ ২০১৫ সালে প্রথমবারের মতো UPSC পরীক্ষায় অংশ নেন। কঠোর পরিশ্রম করে আত্মবিশ্বাসের সঙ্গে টপকে যান একের পর হার্ডল এবং প্রথম চেষ্টাতেই সর্বভারতীয় র‍্যাঙ্ক ২৪২ অর্জন করে নেন কুলদীপ।
প্রথম চেষ্টাতেই সাফল্য:
কুলদীপ ২০১৫ সালে প্রথমবারের মতো UPSC পরীক্ষায় অংশ নেন। কঠোর পরিশ্রম করে আত্মবিশ্বাসের সঙ্গে টপকে যান একের পর হার্ডল এবং প্রথম চেষ্টাতেই সর্বভারতীয় র‍্যাঙ্ক ২৪২ অর্জন করে নেন কুলদীপ।
advertisement
10/10
UPSC পরীক্ষায় এত ভাল র‍্যাঙ্ক করার ফলে অনায়াসেই একজন IRS অফিসার হিসেবে নির্বাচিত হন কুলদীপ, যা কেবল তাঁর পরিবারের জন্যই নয়, গোটা গ্রামের জন্যও গর্বের কারণ হয়ে ওঠে।
UPSC পরীক্ষায় এত ভাল র‍্যাঙ্ক করার ফলে অনায়াসেই একজন IRS অফিসার হিসেবে নির্বাচিত হন কুলদীপ, যা কেবল তাঁর পরিবারের জন্যই নয়, গোটা গ্রামের জন্যও গর্বের কারণ হয়ে ওঠে।
advertisement
advertisement
advertisement